নীতিমালা

ক্যারিয়ারকী সার্ভিস ব্যবহারের জন্য আমাদের রয়েছে নিজস্ব নীতিমালা। এ ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন, মন্তব্য ও অন্য যে কোন কার্যক্রমের ক্ষেত্রে এ ‘নীতিমালা’ প্রযোজ্য হবে।

ক্যারিয়ারকী ওয়েবসাইট ব্যবহারকারীদের কাছ থেকে সংগৃহীত তথ্য আমরা কীভাবে ব্যবহার করি, তা জানতে হলে পড়ুন আমাদের ‘গোপনীয়তা নীতি‘।

“ক্যারিয়ারকী” বলতে বর্তমান ওয়েবসাইটকে (www.careerki.com) বোঝানো হয়েছে। সাইটটি পরিচালনা করে থাকে ফানুস প্রাইভেট লিমিটেড।

কপিরাইট বিষয়ক নীতি

সুস্পষ্টভাবে উল্লেখ করা না থাকলে আমাদের ওয়েবসাইটের সকল কন্টেন্টের (উদাঃ প্রশ্ন, ছবি, লেখা) কপিরাইট (Copyright) সংরক্ষণ করে ক্যারিয়ারকী। তাই এ ওয়েবসাইটে পাওয়া কোন কন্টেন্ট পুনর্ব্যবহার করতে চাইলে আমাদের অনুমতি নেবার অনুরোধ জানানো হচ্ছে।

তৃতীয় পক্ষের কাছ থেকে নেয়া কন্টেন্ট অনেক সময় আমাদের ওয়েবসাইটে ব্যবহার করা হতে পারে। তবে এসব কন্টেন্টের কপিরাইটের উপর ক্যারিয়ারকীর কোন নিয়ন্ত্রণ নেই। সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের নিজস্ব নীতি অনুসরণ করে আমরা এ ধরনের কন্টেন্ট ব্যবহার করি ও প্রয়োজন হলে সুনির্দিষ্টভাবে কন্টেন্টের মূল উৎস উল্লেখ করে দিই। তাই এমন কোন কন্টেন্ট পুনর্ব্যবহার করতে চাইলে মূল কপিরাইটধারী ব্যক্তি/প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। আমাদের ওয়েবসাইটের কোন ব্যবহারকারী বা সদস্য তৃতীয় পক্ষের কোন কন্টেন্ট অবৈধভাবে ব্যবহার করে কপিরাইট সংক্রান্ত জটিলতার সম্মুখীন হলে তার সম্পূর্ণ দায় ঐ ব্যবহারকারী বা সদস্যকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে।

রেজিস্ট্রেশন ও সার্ভিস বিষয়ক নীতি

১. ক্যারিয়ারকী ওয়েবসাইটের সদস্য হিসাবে যোগদানের জন্য রেজিস্ট্রেশন আবশ্যক। যে কেউ আমাদের সাইটে রেজিস্ট্রেশন করতে পারেন।

২. রেজিস্ট্রেশনের সময় সদস্য পরিচয় (Username) ও পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আপনি আসল নাম বা নিজের পছন্দের কোন নাম ব্যবহার করতে পারেন। তবে ক্যারিয়ারকীতে ইতোমধ্যে রেজিস্টার্ড কোন সদস্যের সদস্য পরিচয় পুনর্নির্বাচন করা যাবে না।

পাসওয়ার্ড নির্বাচনে সতর্কতা অবলম্বন করুন। দুর্বল পাসওয়ার্ডের জন্য আপনার অ্যাকাউন্টের কোন ক্ষতি হলে তার দায় ক্যারিয়ারকী বহন করবে না।

৩. ব্যক্তিগত প্রোফাইলে আপনি কোন ধরনের তথ্য রাখতে চান, তা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তবে সিদ্ধান্ত নেবার আগে আমাদের ওয়েবসাইটের “গোপনীয়তা নীতি” পড়ার অনুরোধ জানানো হলো। ব্যক্তিগত প্রোফাইল সম্পর্কিত যেকোন তথ্যের জন্য উক্ত নীতি অনুসরণ করা হবে।

৪. ক্যারিয়ারকীর একজন রেজিস্টার্ড সদস্য হিসাবে সার্ভিস সংক্রান্ত ইমেইল পেতে আপনার অসম্মতি নেই বলে ধরে নেয়া হবে। উল্লেখ্য যে, ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ কোন আপডেট ও সাবস্ক্রিপশন ইমেইল ছাড়া অন্য ইমেইল পাঠানো হবে না।

৫. ক্যারিয়ারকীর কোন সার্ভিস ব্যবহারে বাধা নেই আপনার। তবে কোন প্রকার স্প্যামিংয়ের উদ্দেশ্য নিয়ে এ ওয়েবসাইট ব্যবহার করা যাবে না। এমন উদ্দেশ্য পাওয়া গেলে সাথে সাথে ঐ সদস্যের রেজিস্ট্রেশন বাতিল করা হবে ও তার জন্য ভবিষ্যতে এ ওয়েবসাইট ব্যবহার করার সুযোগ বন্ধ হয়ে যেতে পারে।

মন্তব্য বিষয়ক নীতি

১. ক্যারিয়ারকীতে প্রকাশিত মন্তব্যের কপিরাইট ও দায় সম্পূর্ণরূপে মন্তব্যদাতার। প্রকাশিত মন্তব্যকে সংশ্লিষ্ট মন্তব্যদাতার ব্যক্তিগত মতামত বলে বিবেচনা করা হবে।

২. বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেয় করে এমন কোন কন্টেন্ট (মন্তব্য, ছবি ও লিংক) ওয়েবসাইটে পোস্ট করা যাবে না।

৩. কোন ধর্ম, জাতি ও গোষ্ঠীর প্রতি আক্রমণাত্মক/অবমাননাকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। এ ধরনের মন্তব্যের কারণে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা আইনগত জটিলতা সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায় মন্তব্যদাতাকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে।

৪. ওয়েবসাইটের অন্য সদস্যদের প্রতি আক্রমণাত্মক/অবমাননাকর/লিঙ্গবাদী/বর্ণবাদী কোন মন্তব্য করা থেকে বিরত থাকুন। এ সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া গেলে সেই মন্তব্য ক্যারিয়ারকী থেকে সরিয়ে ফেলা হবে। একই ব্যক্তির বিরুদ্ধে বারবার অভিযোগ পাওয়া গেলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে। রেজিস্ট্রেশনবিহীন মন্তব্যদাতার ক্ষেত্রে ভবিষ্যতে মন্তব্য করার সুযোগ বাতিল করার ব্যবস্থা নেয়া হবে।

৫. ব্যক্তিগত মূল্যবোধের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। মন্তব্য করার সময় এ বিষয়ে খেয়াল রাখুন।

৬. ক্যারিয়ারকী কঠোরভাবে কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুসরণ করে। তাই কপিরাইট লঙ্ঘন করে এমন কোন কন্টেন্ট (মন্তব্য ও লিংক) ওয়েবসাইটে পোস্ট করা যাবে না।

৭. মত প্রকাশের স্বাধীনতার প্রতি ক্যারিয়ারকী শ্রদ্ধাশীল হলেও ওয়েবসাইটে প্রকাশিত কোন কন্টেন্টে রাজনৈতিক, ধর্মীয় ও অন্যান্য দার্শনিক বিতর্ক নিরুৎসাহিত করা হচ্ছে। এ ধরনের বিতর্ক কিংবা আলোচনার জন্য ভালো অনেক অনলাইন ব্লগিং প্ল্যাটফর্ম রয়েছে, যেগুলোতে সহমনা অংশগ্রহণকারী পাওয়া যায়।

৮. মন্তব্যের মাধ্যমে ব্যক্তিগত বিজ্ঞাপনের প্রচার গ্রহণযোগ্য নয়। তবে বিজ্ঞাপন যদি চাকরি ও ক্যারিয়ার সংক্রান্ত হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

প্রয়োজন সাপেক্ষে উপরিউক্ত ‘নীতিমালা’ যেকোন সময় পরিবর্তন ও প্রয়োগ করার অধিকার সংরক্ষণ করে ক্যারিয়ারকী। এক্ষেত্রে ফানুস প্রাইভেট লিমিটেডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।

এ ‘নীতিমালা’ অনুসরণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার ক্যারিয়ার প্রতিষ্ঠায় ক্যারিয়ারকীকে সাথে রাখুন।