আইটি ম্যানেজার

বর্তমানে প্রায় সব প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি বা আইটি সংক্রান্ত কাজ রয়েছে। বহু প্রতিষ্ঠানে আলাদা বিভাগও রাখা হয় এসব কাজের জন্য। আইটি সংক্রান্ত যেকোন প্রজেক্টের সার্বিক ব্যবস্থাপনায় একজন আইটি ম্যানেজার নিযুক্ত থাকেন। বিশেষ করে ব্যাংকিং, আমদানি-রপ্তানি, আউটসোর্সিং ফার্ম আর প্রযুক্তি কোম্পানিগুলোতে এ পেশার চাহিদা লক্ষণীয়।

এক নজরে একজন আইটি ম্যানেজার

সাধারণ পদবী: আইটি ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার – আইটি
বিভাগ: তথ্যপ্রযুক্তি
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম, কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, চুক্তিভিত্তিক
লেভেল: মিড
মিড লেভেলে অভিজ্ঞতা সীমা: ৩ – ৪ বছর
মিড লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳৪০,০০০ – ৳৫০,০০০
মিড লেভেলে সম্ভাব্য বয়স সীমা: ৩০ – ৩৫ বছর
মূল স্কিল: কম্পিউটার প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান, সাইবার নিরাপত্তা সম্পর্কে পরিষ্কার ধারণা, ব্যবস্থাপনা
বিশেষ স্কিল: সমস্যা সমাধানের দক্ষতা, যোগাযোগের দক্ষতা, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করা

একজন আইটি ম্যানেজার কোথায় কাজ করেন?

  • সরকারি প্রতিষ্ঠানে বা প্রজেক্টে, যেমনঃ সরকারি ওয়েবসাইট ম্যানেজমেন্ট, মেইনটেন্যান্স ও ডাটা ম্যানেজমেন্ট খাতে;
  • বেসরকারি প্রতিষ্ঠানে, যেমনঃ এনজিওর ওয়েবসাইট ম্যানেজমেন্ট, মেইনটেন্যান্স ও ডাটা ম্যানেজমেন্ট খাতে;
  • ব্যাংক ও আর্থিক সেবার প্রতিষ্ঠানে;
  • আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে;
  • আউটসোর্সিং ফার্মে।

একজন আইটি ম্যানেজার কী ধরনের কাজ করেন?

  • প্রতিষ্ঠানে বিদ্যমান সফটওয়্যার সিস্টেম সচল রাখা;
  • বিদ্যমান অ্যাপ্লিকেশন ও প্রজেক্টগুলোর উন্নয়ন ঘটানো;
  • সিস্টেম প্ল্যান ও ডকুমেন্টেশন তৈরি করা ও রেকর্ড রাখা;
  • প্রতিষ্ঠানের পুরো সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করা;
  • অটোমেশন কনফিগারেশন নিয়ে কাজ করা;
  • আইটি দলের প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ারদের মধ্যে সমন্বয় সাধন করা;
  • কর্মস্থলে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের আইটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান।

একজন আইটি ম্যানেজারের কী ধরনের যোগ্যতা থাকা লাগে?

শিক্ষাগত যোগ্যতাঃ সাধারণত আইটি ম্যানেজার পদে কাজ করার জন্য ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিংবা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকা লাগে। এছাড়া ব্যবস্থাপনার উপর কোর্স কিংবা এমবিএ ডিগ্রি থাকলে চাকরিক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যায়।

বয়সঃ প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়। সাধারণত আপনার বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

অভিজ্ঞতাঃ এ পেশায় অভিজ্ঞদের প্রাধান্য রয়েছে। সাধারণত ২-৩ বছরের অভিজ্ঞতা কাজে আসে।

কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয় একজন আইটি ম্যানেজারের?

  • সিস্টেম ম্যানেজমেন্টের ধারণা;
  • ডাটাবেইজ ম্যানেজমেন্টের দক্ষতা;
  • সাইবার নিরাপত্তা বিষয়ক জ্ঞান;
  • প্রজেক্ট সংক্রান্ত হার্ডওয়্যার ও সফটওয়্যারের বিস্তারিত পরিকল্পনা তৈরি করার দক্ষতা;
  • আইটি প্রজেক্টের বাজেট তৈরি করতে পারা;
  • আইটি বিষয়ক রিপোর্ট তৈরির ধারণা;
  • আইটি বিষয়ক শিক্ষাদানের দক্ষতা;
  • প্রজেক্ট দলকে নেতৃত্ব দিতে পারা;
  • সময় ব্যবস্থাপনা;
  • প্রজেক্টের সাথে জড়িত সদস্য ও ক্লায়েন্টদের সাথে দক্ষভাবে যোগাযোগ রক্ষা করতে পারা।

একজন আইটি প্রোজেক্ট ম্যানেজারকে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে জানতে হয়। ডাটা ও ডাটা ম্যানেজমেন্ট সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে, বিভিন্ন প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক সম্পর্কিত অভিজ্ঞতা ও বাস্তব ধারণা থাকতে হবে। প্রতি মুহূর্তে পরিবর্তনশীল ইনফরমেশন খাতের সাথে নিজেকে আপডেটেড রাখতে হবে।

কোথায় পড়বেন আইটি ম্যানেজমেন্ট?

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তির উপর আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। যেমনঃ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস
  • ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস
  • ব্র্যাক বিশ্ববিদ্যালয়
  • ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
  • স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ

বাংলাদেশের অধিকাংশ পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি দেয়া হয়।

একজন আইটি ম্যানেজারের মাসিক আয় কেমন?

একজন আইটি ম্যানেজারের বেতন সম্পূর্ণ নির্ভর করে তার অভিজ্ঞতা ও দক্ষতার ওপর। অধিকাংশ ক্ষেত্রে বেতন আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়। তবে বেসরকারি পর্যায়ে বেতন ৳৪০,০০০ – ৳৫০,০০০ হতে পারে। সরকারি পর্যায়ে বেতন স্কেল ও প্রজেক্ট অনুযায়ী বেতন আলাদা হয়।

2 thoughts on “আইটি ম্যানেজার”

    • উপরের কন্টেন্টে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম দেয়া আছে।

      Reply

Leave a Comment