ভালো সিভির বৈশিষ্ট্য: ইনফোগ্রাফিক

নিয়োগ প্রক্রিয়ায় কারিকুলাম ভিটা বা সিভির গুরুত্ব অনেক। এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থী হিসাবে আপনি নিজেকে তুলে ধরার একটি সুযোগ পান। তাই ব্যক্তিগত গুণাবলি যাতে পরিষ্কারভাবে আপনার লেখায় ও উপস্থাপনায় প্রকাশ পায়, সে ব্যাপারে খেয়াল রাখা জরুরি। একটি ভালো সিভির বৈশিষ্ট্য ক্যারিয়ার ও ইন্ডাস্ট্রি ভেদে আলাদা হতে পারে। তবে এর মূল উদ্দেশ্য এক – আপনার ব্যাপারে নিয়োগদাতার আগ্রহ তৈরি করা।

আজকের ইনফোগ্রাফিকে সংক্ষেপে জেনে নিন ভালো সিভির বৈশিষ্ট্য সম্পর্কে। গুরুত্ব অনুযায়ী ১০টি বৈশিষ্ট্য এখানে অন্তর্ভুক্ত করেছি আমরা।

  • ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
  • মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।
ভালো সিভির ১০টি বৈশিষ্ট্য: ক্যারিয়ার ইনফোগ্রাফিক - ক্যারিয়ারকী (CareerKi)

ভালো সিভির ১০টি বৈশিষ্ট্য: ইনফোগ্রাফিক

সাম্প্রতিক ছবি

– ছবিতে মার্জিত ও রুচিশীল পোশাক পরুন
– ছবিতে রোদ চশমা ব্যবহার করবেন না
– সেলফি ব্যবহার করা থেকে বিরত থাকুন

ক্যারিয়ারের লক্ষ্য

– ক্যারিয়ারের লক্ষ্য স্পষ্টভাবে উল্লেখ করুন
– ক্যারিয়ারের লক্ষ্য পূরণে নিজের যোগ্যতাগুলোকে তুলে ধরুন
– চাকরিদাতার প্রত্যাশাকে কীভাবে পূরণ করবেন, সে ব্যাপারে গুরুত্ব দিন

আকার

– সিভি ২ পাতার মধ্যে সীমিত রাখুন
– অভিজ্ঞদের ক্ষেত্রে ৩ পাতার হতে পারে সিভি

ডিজাইন

– সিভির তথ্যগুলো গোছানোভাবে উপস্থাপন করুন
– পুরো সিভির টেক্সট অ্যালাইনমেন্ট একই রাখুন
– ছোট প্যারাগ্রাফ ও প্রয়োজন অনুযায়ী বুলেট পয়েন্ট ব্যবহার করুন
– রঙিন সিভির ক্ষেত্রে দৃষ্টিকটু রংয়ের ব্যবহার এড়িয়ে চলুন

পরিষ্কার ফন্ট

– সহজে পড়া যায় ও সচরাচর ব্যবহৃত হয়, এমন ফন্ট ব্যবহার করুন

শব্দ নির্বাচন

– প্রত্যাশিত কাজের সাথে সম্পর্কযুক্ত শব্দ ব্যবহারে জোর দিন
– বিভ্রান্তিকর শব্দ ব্যবহার করবেন না

ভাষা

– পুরো সিভি হয় বাংলায় অথবা ইংরেজিতে লিখুন
– সহজ ভাষা ব্যবহার করে সঠিক বানানে লিখুন
– ব্যাকরণের নিয়ম মেনে চলুন

সঠিক ও সঙ্গতিপূর্ণ তথ্য

– প্রত্যাশিত কাজের সাথে সম্পর্কযুক্ত তথ্য দিন
– প্রত্যাশিত কাজে নিজের সামর্থ্য, দক্ষতা এবং আগের অভিজ্ঞতা ও অর্জনকে উল্লেখ করুন

ব্যক্তিগত তথ্য

– শুধু প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিন
– মা-বাবার নাম, বৈবাহিক অবস্থা আর প্রত্যাশিত কাজের সাথে অসম্পর্কিত শখ উল্লেখ করার প্রয়োজন নেই

রেফারেন্স

– সিভিতে অবশ্যই রেফারেন্স ব্যবহার করবেন
– যাদের রেফারেন্স ব্যবহার করেছেন, তাদের অনুমতি নিয়ে নিন
– আপনার শিক্ষা বা কর্মক্ষেত্রে যুক্ত অভিজ্ঞ কারো নাম ব্যবহারের চেষ্টা করুন
– সম্ভব হলে আত্মীয়স্বজনের নাম ব্যবহার করা থেকে বিরত থাকুন

ভালো সিভির বৈশিষ্ট্য: ইনফোগ্রাফিক

ভালো সিভির বৈশিষ্ট্য: ইনফোগ্রাফিক

আমরা চেষ্টা করেছি ইনফোগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।

ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।

Leave a Comment