অডিটর

একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম যেন সরকারি নিয়মনীতি ও প্রতিষ্ঠানের নিজস্ব বিধি অনুযায়ী সম্পন্ন হয়, তা নিশ্চিত করার জন্য একজন অডিটর কাজ করে থাকেন।

এক নজরে একজন অডিটর

সাধারণ পদবী: অডিটর, নিরীক্ষক
বিভাগ: অ্যাকাউন্টেন্সি, ফিন্যান্স ও ব্যাংকিং
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম, কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ২১ – ৩৫ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳২০,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: ২০ – ৩৫ বছর
মূল স্কিল: গণিত, হিসাববিজ্ঞান, পরিসংখ্যান, ফিন্যান্স, ম্যানেজমেন্ট
বিশেষ স্কিল: নির্ভুল হিসাবের দক্ষতা, সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা

একজন অডিটর কোথায় কাজ করেন?

  • আর্থিক লেনদেনকারী সকল প্রতিষ্ঠান, যেমন: ব্যাংক ও বীমা
  • সরকারি প্রতিষ্ঠান ও বিভাগ
  • বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও বিনিয়োগ সংস্থা
  • কনসাল্টেন্সি ফার্ম

একজন অডিটর কী ধরনের কাজ করেন?

  • সরকারি নিয়মনীতি ও প্রতিষ্ঠানের নিজস্ব বিধি অনুযায়ী আর্থিক কার্যাবলি পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করা;
  • বিল-ভাউচারসহ বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত ডকুমেন্ট যাচাই-বাছাই করা;
  • প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিস্তারিত হিসাব রাখা ও এর ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা;
  • প্রতিষ্ঠানের আর্থিক হিসাবে ভুল থাকলে সে সম্পর্কে কর্তৃপক্ষকে জানানো ও ভুল ঠিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া;
  • প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নতির জন্য কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া;
  • প্রতিষ্ঠানের অডিট নিয়ে কোন তদন্ত হলে সে ব্যাপারে সহযোগিতা করা।

একজন অডিটরের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

সাধারণত অ্যাকাউন্টিং বা ফিন্যান্স বিষয়ে অনার্সসহ মাস্টার্স বা এমবিএ ডিগ্রি পাশ করতে হবে আপনাকে। এসিসিএ (ACCA) সম্পন্ন করেও এ পেশায় কাজ করা সম্ভব।

একজন অডিটরের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • নিরীক্ষার জন্য প্রয়োজনীয় গাণিতিক হিসাব করার দক্ষতা;
  • পরিসংখ্যানভিত্তিক জ্ঞান;
  • বিশ্লেষণী ক্ষমতা;
  • মাইক্রোসফট এক্সেলসহ হিসাব সংরক্ষণ ও ডাটা অ্যানালিসিসের সফটওয়্যারে পারদর্শিতা;
  • মানসিক চাপ সামলানোর ক্ষমতা;
  • ধৈর্য;
  • খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেবার দক্ষতা;
  • বিচক্ষণতা ও কৌশলী মনোভাবের অধিকারী হওয়া।

কোথায় শিখবেন অডিটিং?

দেশের স্বীকৃত যেকোন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং/ফিন্যান্স বিভাগে পড়ে অডিটিংয়ের কাজ শিখতে পারবেন।

একজন অডিটরের মাসিক আয় কেমন?

জাতীয় বেতন স্কেল অনুযায়ী অডিটর পদে মাসিক বেতন ৳১২,৫০০ – ৳৩০,২৩০। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে গড়ে ৳২০,০০০ – ৳২৫,০০০ আয় করতে পারবেন।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন অডিটরের?

সরকারি প্রতিষ্ঠানে আপনার কর্মজীবন শুরু হবে একজন অডিট অফিসার (বিসিএসের ক্ষেত্রে সহকারী মহা-হিসাব রক্ষক) কিংবা অ্যাকাউন্ট্যান্ট হিসাবে। পদোন্নতি পেয়ে অডিটর জেনারেল পর্যন্ত হবার সুযোগ আছে।

বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে চিফ অডিটর হতে পারবেন। পাশাপাশি ব্যক্তিগত কনসাল্টেন্সি ফার্ম খুলে ভালো উপার্জন করা সম্ভব।

11 thoughts on “অডিটর”

        • যেহেতু আপনি অ্যাপ্লাই করতে পেরেছেন, চাকরির পরীক্ষায় আপনার পারফরম্যান্স ঠিক করে দেবে চাকরিটা আপনি পাবেন কি না।

          Reply
      • Ami MBA(pass) complete koresi. Auditor post a job o koresi. Bortomaan amar job ta nei, ekta job lagbey. Ekhn eta kototuku acceptable?

        Reply

Leave a Comment