আবহাওয়াবিদ

একজন আবহাওয়াবিদ আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আমাদেরকে জানান দেন। গুরুত্বপূর্ণ এ পেশায় নিয়োজিতরা ভূমি, বায়ু ও আবহাওয়া পরিমণ্ডল থেকে প্রাপ্ত তথ্য নিয়ে আবহাওয়ার নির্দিষ্ট গতি-প্রকৃতি সম্পর্কে নিয়মিত গবেষণা করেন।

এক নজরে একজন আবহাওয়াবিদ

সাধারণ পদবী: আবহাওয়াবিদ, মিটিওরোলজিস্ট
বিভাগ: পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳২০,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স সীমা: ২৫ – ৩০ বছর
মূল স্কিল: গবেষণার দক্ষতা, পর্যবেক্ষণ ক্ষমতা
বিশেষ স্কিল: কম্পিউটার মডেলিং সম্পর্কিত জ্ঞান, যোগাযোগের দক্ষতা

একজন আবহাওয়াবিদ কোথায় কাজ করেন?

  • সরকারি প্রতিষ্ঠানে, যেমনঃ বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর।
  • প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করে, এমন কোন বেসরকারি প্রতিষ্ঠানে।
  • আবহাওয়ার পূর্বাভাস দেবার কাজ রয়েছে, এমন কোন প্রতিষ্ঠানে, যেমনঃ রেডিও-টেলিভিশন চ্যানেল।

একজন আবহাওয়াবিদ কী ধরনের কাজ করেন?

একজন আবহাওয়াবিদের কাজ দুই ধরনের হতে পারে – পূর্বাভাস ও গবেষণা।

  • পূর্বাভাসের কাজে স্যাটেলাইট চিত্র, রিমোট সেন্সর, রাডার ও আবহাওয়া স্টেশন থেকে তথ্য সংগ্রহ করা;
  • বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বায়ুচাপ, আর্দ্রতা, তাপমাত্রা ইত্যাদি বিষয় পরিমাপ করা;
  • সংগৃহীত তথ্যের ভিত্তিতে নিয়মিত প্রতিবেদন তৈরি করা;
  • বিভিন্ন কম্পিউটার মডেল ব্যবহার করে আবহাওয়ার গতি-প্রকৃতি সম্পর্কে পূর্বাভাস দেয়া;
  • পূর্বাভাসের কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন গাণিতিক ও কম্পিউটার মডেল তৈরি করা বা আগের মডেলের উন্নয়ন ঘটানো;
  • জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ করা ও রেকর্ড রাখা।

একজন আবহাওয়াবিদের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

শিক্ষাগত যোগ্যতাঃ আমাদের দেশে সরাসরি আবহাওয়াবিজ্ঞানে পড়াশোনা করার সুযোগ খুব সীমিত। সাধারণত পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, গণিত ও পরিসংখ্যানে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার উপর উচ্চতর শিক্ষা নিয়ে আবহাওয়াবিদ হিসাবে কাজ করতে পারবেন।

বয়সঃ প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়। সাধারণত আপনার বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

অভিজ্ঞতাঃ প্রতিষ্ঠানসাপেক্ষে অভিজ্ঞতার সীমা নির্ধারিত হয়।

একজন আবহাওয়াবিদের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • গাণিতিক দক্ষতা;
  • সমস্যা সমাধানের ক্ষমতা;
  • আবহাওয়া, জলবায়ু ও পরিবেশ সম্পর্কে ভালো টেকনিক্যাল জ্ঞান থাকা;
  • আবহাওয়া স্টেশনে ব্যবহৃত প্রযুক্তির ভালো ব্যবহার জানা;
  • বৈজ্ঞানিক ও গবেষণাধর্মী প্রবন্ধ লেখার ক্ষমতা;
  • গভীর মনোযোগের সাথে নির্ভুল কাজ করা
  • দলগতভাবে কাজ করার ক্ষমতা;
  • যোগাযোগের দক্ষতা।

কোথায় পড়বেন আবহাওয়াবিজ্ঞান?

বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিটিওরোলজি বিভাগের অধীনে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া বিভাগে উচ্চতর প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, গণিত ও পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর ওশান সায়েন্স ইত্যাদি বিষয়ে পড়েও আপনি একজন মিটিওরোলজিস্ট হতে পারেন। তবে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য আপনাকে দেশের বাইরে পড়াশোনা করতে হবে।

একজন আবহাওয়াবিদের মাসিক আয় কেমন?

এ পেশায় এন্ট্রি লেভেলে ৳২০,০০০ থেকে মাসিক বেতন শুরু হতে পারে। প্রতিষ্ঠান, কাজের ধরন ও অভিজ্ঞতার ভিত্তিতে আরো বেশি আয়ের সুযোগ রয়েছে।

একজন আবহাওয়াবিদের ক্যারিয়ার কেমন হতে পারে?

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে এন্ট্রি লেভেলে সাধারণত সহকারী আবহাওয়াবিদ নিয়োগ দেয়া হয়ে থাকে। প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের পর ধীরে ধীরে সিনিয়র পদে উন্নীত হবেন।

পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানে গবেষক হিসাবে কাজ করার সুযোগ রয়েছে আপনার জন্য। এছাড়া পূর্বাভাসের কাজে প্রাইভেট সেক্টরে, যেমন বিমান সংস্থা, এনভায়রনমেন্টাল কনসালটেন্সি সেবাদানকারী সংস্থা বা রেডিও-টেলিভিশন চ্যানেলে আবহাওয়াবিদ হিসাবে যোগদান করা সম্ভব।

1 thought on “আবহাওয়াবিদ”

Leave a Comment