এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: প্রথম পর্ব

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন জানা থাকলে কম্পিউটারে হিসাব-নিকাশের কাজ অনেকাংশে সহজ হয়ে আসে। এমন ৭টি ফাংশন নিয়ে জেনে নিন এ লেখা থেকে।

SUM

এক্সেলের সবচেয়ে বেসিক ফর্মুলাগুলোর একটি। নির্বাচিত কলাম বা রোর ভ্যালুগুলোর যোগফল নির্ণয় করতে এটি ব্যবহৃত হয়।

যেভাবে প্রকাশ করা হয়ঃ =SUM(number1, [number2], …)

উদাহরণ

=SUM(A2:A6)

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: SUM ফাংশন উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের SUM ফাংশনের উদাহরণ ১. =SUM(A2:A6)

একটি কলামের ভ্যালুগুলোর যোগফল। এখানে A কলামে থাকা ভ্যালুগুলোর যোগফল দেখাবে।

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: SUM ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের SUM ফাংশনের উদাহরণ ১. =SUM(A2:A6)

=SUM(A2:E2)

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: SUM ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের SUM ফাংশনের উদাহরণ ২. =SUM(A2:E2)

একটি রোর ভ্যালুগুলোর যোগফল। এখানে ২ নং রোতে থাকা সব ভ্যালুর যোগফল দেখাবে।

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: SUM ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের SUM ফাংশনের উদাহরণ ২. =SUM(A2:E2)

=SUM(A2:A3, A6, A8:A9)

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: SUM ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের SUM ফাংশনের উদাহরণ ৩. =SUM(A2:A3, A6, A8:A9)

ভিন্ন রোতে থাকা ভ্যালুগুলোর যোগফল। এখানে A কলামের শুধু ২, ৩, ৬, ৮ ও ৯ নং রোর ভ্যালু যোগ করা হয়েছে। বাদ পড়ে গেছে A কলামের ৪ ও ৫ নং রোতে থাকা ভ্যালু।

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: SUM ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের SUM ফাংশনের উদাহরণ ৩. =SUM(A2:A3, A6, A8:A9)

=SUM(A2:A6)/2

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: SUM ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের SUM ফাংশনের উদাহরণ ৪. =SUM(A2:A6)/2

এখানে আপনার ফাংশনকে একটি ফর্মুলায় পরিণত করেছেন আপনি। A কলামের ২ থেকে ৬ নং রোর যোগফলকে ২ দিয়ে ভাগ করেছেন।

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: SUM ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের SUM ফাংশনের উদাহরণ ৪. =SUM(A2:A6)/2

PRODUCT

এ ফাংশনের মাধ্যমে বিভিন্ন সেলের ভ্যালুগুলোর গুণফল বের করতে পারবেন।

যেভাবে প্রকাশ করা হয়ঃ =PRODUCT(number1, [number2], …)

উদাহরণ

=PRODUCT(A2*A3*A4)

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: PRODUCT ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের PRODUCT ফাংশনের উদাহরণ ১. =PRODUCT(A2*A3*A4)

এর মাধ্যমে আপনি এ তিনটি সেলের গুণফল নির্ণয় করলেন।

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: PRODUCT ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের PRODUCT ফাংশনের উদাহরণ ১. =PRODUCT(A2*A3*A4)

AVERAGE

এর মাধ্যমে আপনি কোন ডেটা রেঞ্জের গড় ভ্যালু বের করতে পারবেন।

যেভাবে প্রকাশ করা হয়ঃ =AVERAGE(number1, [number2], …)

উদাহরণ

=AVERAGE(B2:B8)

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: AVERAGE ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের AVERAGE ফাংশনের উদাহরণ ১. =AVERAGE(B2:B8)

এখানে B কলামের ২ নং রো থেকে শুরু করে ৮ নং রোতে থাকা ভ্যালুগুলোর গড় বের করা হয়েছে।

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: AVERAGE ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের AVERAGE ফাংশনের উদাহরণ ১. =AVERAGE(B2:B8)

MEDIAN

এর মাধ্যমে আপনি কোন ডেটা রেঞ্জের মধ্যক বের করতে পারবেন।

যেভাবে প্রকাশ করা হয়ঃ =MEDIAN(number1, [number2], …)

উদাহরণ

=MEDIAN(B3:B5)

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: MEDIAN ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের MEDIAN ফাংশনের উদাহরণ ১. =MEDIAN(B3:B5)

এখানে B কলামের ৩ নং রো থেকে শুরু করে ৫ নং রোতে থাকা ভ্যালুগুলোর মধ্যক বের করা হয়েছে।

একটু ব্যাখ্যা করা যাক।

B3 সেলের ভ্যালুঃ 217, B4 সেলের ভ্যালুঃ 222, B5 সেলের ভ্যালুঃ 231

অর্থাৎ, এখানে সংখ্যা রয়েছে ৩টি। সুতরাং মধ্যক হলো {(3+1)/2} বা ২য় সংখ্যা (222)।

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: MEDIAN ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের MEDIAN ফাংশনের উদাহরণ ১. =MEDIAN(B3:B5)

=MEDIAN(C2:C8)

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: MEDIAN ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের MEDIAN ফাংশনের উদাহরণ ২. =MEDIAN(C2:C8)

এখানে C কলামের ২ নং রো থেকে শুরু করে ৮ নং রোতে থাকা ভ্যালুগুলোর মধ্যক (334) বের করা হয়েছে।

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: MEDIAN ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের MEDIAN ফাংশনের উদাহরণ ২. =MEDIAN(C2:C8)

MODE

এর মাধ্যমে একটি ডেটা রেঞ্জ থেকে প্রচুরক (অর্থাৎ, যে ভ্যালুটি সবচেয়ে বেশি সংখ্যক থাকে) বের করতে পারবেন।

যেভাবে প্রকাশ করা হয়ঃ =MODE(number1, [number2], …)

উদাহরণ

=MODE(A2:B8)

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: MODE ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের MODE ফাংশনের উদাহরণ ১. =MODE(A2:B8)

এখানে A2 থেকে শুরু করে B8 পর্যন্ত কোন সেলে একটি সংখ্যা একবারের বেশি নেই। অর্থাৎ, এতে কোন প্রচুরক নেই। তাই এর ফলাফল ‘#N/A’ দেখাচ্ছে।

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: MODE ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের MODE ফাংশনের উদাহরণ ১. =MODE(A2:B8)

ধরা যাক, A3 সেলের ভ্যালু হলো 101। এ ফাংশনটি ব্যবহার করলে সেক্ষেত্রে ফলাফল দেখাবে 101 (কারণ, A2 থেকে শুরু করে B8 পর্যন্ত সেলগুলোতে 101 সবচেয়ে বেশি সংখ্যক বার পাওয়া গেছে – ২ বার)।

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: MODE ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের MODE ফাংশনের উদাহরণ ২. =MODE(A2:B8)
এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: MODE ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের MODE ফাংশনের উদাহরণ ২. =MODE(A2:B8)

MAX ও MIN

কোন ডেটা রেঞ্জের সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট সংখ্যা এ ফাংশনের মাধ্যমে বের করতে পারবেন।

সবচেয়ে বড় সংখ্যা যেভাবে প্রকাশ করা হয়ঃ =MAX(number1, [number2], …)

সবচেয়ে ছোট সংখ্যা যেভাবে প্রকাশ করা হয়ঃ =MIN(number1, [number2], …)

উদাহরণ

=MAX(A2:D8)

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: MAX ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের MAX ফাংশনের উদাহরণ ১. =MAX(A2:D8)

এখানে A কলামের ২ নং রো থেকে শুরু করে D কলামের ৮ নং রোর ভেতর সবচেয়ে বড় সংখ্যা (469) বের করা হয়েছে।

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: MAX ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের MAX ফাংশনের উদাহরণ ১. =MAX(A2:D8)

=MIN(A2:D8)

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: MIN ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের MIN ফাংশনের উদাহরণ ১. =MIN(A2:D8)

এখানে A কলামের ২ নং রো থেকে শুরু করে D কলামের ৮ নং রোর ভেতর সবচেয়ে ছোট সংখ্যা (101) বের করা হয়েছে।

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: MIN ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের MIN ফাংশনের উদাহরণ ১. =MIN(A2:D8)

LARGE ও SMALL

কোন ডেটা রেঞ্জ থেকে ক্রম অনুযায়ী সবচেয়ে বড় বা ছোট সংখ্যা নির্ণয় করা সম্ভব এ দুইটি ফাংশনের মাধ্যমে।

ক্রম অনুযায়ী সবচেয়ে বড় সংখ্যা যেভাবে প্রকাশ করা হয়ঃ =LARGE(array, k)

ক্রম অনুযায়ী সবচেয়ে ছোট সংখ্যা যেভাবে প্রকাশ করা হয়ঃ =SMALL(array, k)

উদাহরণ

=LARGE(A2:D8, 2)

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: LARGE ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের LARGE ফাংশনের উদাহরণ ১. =LARGE(A2:D8, 2)

এখানে A কলামের ২ নং রো থেকে শুরু করে D কলামের ৮ নং রোর ভেতর দ্বিতীয় সবচেয়ে বড় সংখ্যা (450) বের করা হয়েছে।

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: LARGE ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের LARGE ফাংশনের উদাহরণ ১. =LARGE(A2:D8, 2)

=SMALL(A2:D8, 5)

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: SMALL ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের SMALL ফাংশনের উদাহরণ ১.SMALL(A2:D8, 5)

এখানে A কলামের ২ নং রো থেকে শুরু করে D কলামের ৮ নং রোর ভেতর পঞ্চম সবচেয়ে ছোট সংখ্যা (145) বের করা হয়েছে।

এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন: SMALL ফাংশনের উদাহরণ - ক্যারিয়ারকী (CareerKi)
এমএস এক্সেলের SMALL ফাংশনের উদাহরণ ১.SMALL(A2:D8, 5)

Leave a Comment