গানম্যান

যে কোন উচ্চপদস্থ বা উচ্চবিত্ত মানুষদের চলাফেরার ক্ষেত্রে জীবনের নিরাপত্তা বিধান করে দক্ষ, সুঠাম, ট্রেনিংপ্রাপ্ত ও অস্ত্র চালনায় পারদর্শী ব্যক্তিরা যারা গানম্যান নামে পরিচিত। বর্তমানে বাংলাদেশে সরকারী বেসরকারী অনেক মন্ত্রী, এম.পি, বড় বড় ব্যবসায়ী, এম.ডি এদের নিরাপত্তারক্ষী হিসেবে গানম্যান নিয়োগ দেয়া হয়।

সাধারণ পদবী: গানম্যান

বিভাগ: নিরাপত্তা

একজন গানম্যান কি কি কাজ করে থাকে?

১.সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য দায়বদ্ধ থাকা।

২.নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করা।

৩.সংঘর্ষ, সংঘাত বা বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা।

৪.যে কোন ভিড় ও গোলযোগপূর্ণ পরিস্থিতে নিরাপত্তা দেয়া ও ঝুঁকি অনুমান করা ও খোঁজ রাখা।

একজন গানম্যানের কি কি যোগ্যতা থাকতে হয়?

  •         বয়স ২৫ থেকে ৩৫ বছর।
  •         একটি স্বীকৃত গ্রুপ কোম্পানিতে কিছু বছর অনুরূপ একটি কাজে ন্যূনতম অভিজ্ঞতা।
  •         প্রার্থীর অবশ্যই পিস্তল ও শটগান লাইসেন্স থাকতে হয়।
  •         অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা ব্যক্তির অগ্রাধিকার।
  •         শক্তিশালী যোগাযোগ দক্ষতা।
  •         সুঠাম দেহের অধিকারী।
  •         বুদ্ধিমান ও বিচক্ষণ।
  •         যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা।

শিক্ষাগত যোগ্যতা কি?

  •         শিক্ষাগত যোগ্যতা নমনীয় যেখানে নিরাপত্তা প্রদানের সক্ষমতাকে প্রাধান্য দেয়া হয়।তবে কিছু কিছু কোম্পানি এস.এস.সি পাশদের প্রাধান্য দিয়ে থাকেন।

একজন গানম্যানের বেতন কত?

সাধারণত ৳১৭০০০-৳৩০০০০ হাজার টাকা হয়ে থাকে।

 

2 thoughts on “গানম্যান”

Leave a Comment