ডিসপ্যাচ সুপারভাইজার

একজন ডিসপ্যাচ সুপারভাইজার কোথায় কাজ করেন?

যে কোন ধরনের কুরিয়ার বা পার্সেল সার্ভিস প্রতিষ্ঠান বা কোম্পানিতে একজন ডিসপ্যাচ সুপারভাইজার কাজ করে থাকেন।  

একজন ডিসপ্যাচ সুপারভাইজার কী ধরনের কাজ করেন?

আপনি যদি একজন ডিসপ্যাচ সুপারভাইজার হন সেক্ষেত্রে আপনার কাজ হবে নিম্নরূপ –

১। ডিসপ্যাচ অ্যাসিস্ট্যান্টগণের আগমন ও বহির্গমন নিয়ন্ত্রণ করা।

২। দ্রুত ও যথাসময়ে পার্সেল ও ডকুমেন্ট পৌছানোর ব্যবস্থা গ্রহন করা।

৩। হেড অফিসে আসা পার্সেল ও ডকুমেন্ট দ্রুত বিন্যাস ও ডেলিভারী করা।

৪। এসএমসির সকল পার্সেল ও ডকুমেন্ট সঠিক রক্ষনাবেক্ষন করা।

৫। যথাসময়ে কুরিয়ার সার্ভিস ও পোস্ট অফিসে ডকুমেন্ট প্রেরণ করা।

একজন ডিসপ্যাচ সুপারভাইজারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

১। ডিসপ্যাচ সুপারভাইজার হিসেবে নিয়োগ পেতে চাইলে আপনাকে ন্যূনতম এইচএসসি বা উচ্চমাধ্যমিক পাস হতে হবে। তবে নিয়োগের ক্ষেত্রে সাধারণত স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিগণ নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য ও অগ্রাধিকার পেয়ে থাকেন।  

২। ডিসপ্যাচ সুপারভাইজার হিসেবে কাজ করতে চাইলে সাধারণত ৩ থেকে ৫ বছরের পূর্ব অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়।

৩। ডিসপ্যাচ সুপারভাইজার হিসেবে সাধারণত ২৫ থেকে ৩৫ বছর বয়সসীমার মধ্যে অবস্থান করছেন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়।

৪। ডিসপ্যাচ সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে সাধারণত পুরুষ বা নারী প্রার্থীর বিষয়ে কোন নির্দিষ্ট সীমাবদ্ধতার কথা উল্লেখ করা থাকলেও কাজের ধরন পুরুষদের জন্য সুবিধাজনক হওয়ায় ডিসপ্যাচ সুপারভাইজার হিসেবে সাধারণত পুরুষদেরই নিয়োগ দেওয়া হয়ে থাকে।

ডিসপ্যাচ সুপারভাইজার হিসেবে নিয়োগ পেতে হলে প্রার্থীকে চৌকস ও বিশ্লেষণধর্মী হতে হবে।

নিয়োগের জন্য প্রার্থীকে অবশ্যই মোটর সাইকেল চালানো জানতে হবে এবং মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

একজন ডিসপ্যাচ সুপারভাইজারের মাসিক আয় কেমন?

একজন ডিসপ্যাচ সুপারভাইজারের মাসিক আয় সাধারণত ১২০০০ টাকা থেকে ২০০০০ টাকার মধ্যে হয়ে থাকে।

 

Leave a Comment