পাওয়ারপয়েন্ট স্লাইড আকর্ষণীয় করার সাত উপায়: ইনফোগ্রাফিক

প্রেজেন্টেশন দেবার ক্ষেত্রে স্লাইডের ব্যবহার খুব স্বাভাবিক। একটি ভালো প্রেজেন্টেশনের সহায়ক উপকরণ হিসাবে পাওয়ারপয়েন্ট স্লাইড বেশ কাজে দেয়। তবে এর জন্য আপনার দরকার সুন্দর ও গোছানো স্লাইড। সাধারণ কিছু নিয়ম মেনে চললেই আপনি এমন স্লাইড তৈরি করতে পারবেন।

আজকের ইনফোগ্রাফিকে সংক্ষেপে জেনে নিন কীভাবে পাওয়ারপয়েন্ট স্লাইড আকর্ষণীয় করবেন।

  • ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
  • মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।
পাওয়ারপয়েন্ট স্লাইড আকর্ষণীয় করার সাত উপায়: ক্যারিয়ার ইনফোগ্রাফিক - ক্যারিয়ারকী (CareerKi)

পাওয়ারপয়েন্ট স্লাইড আকর্ষণীয় করার সাত উপায়: ইনফোগ্রাফিক

লে-আউট

– পুরো প্রেজেন্টেশন একটা নির্দিষ্ট লে-আউট অনুসারে করুন

পয়েন্ট

– পুরো বাক্য না লিখে, শুধু হেডলাইন অথবা কিওয়ার্ডটি পয়েন্ট আকারে দিন

আইকন

– বুলেট পয়েন্ট না দিয়ে প্রাসঙ্গিক আইকন ব্যবহার করুন

টেক্সট বক্স

– হেডলাইন ও মূল লেখা একই টেক্সট বক্সে না লিখে ভিন্ন ভিন্ন টেক্সট বক্স ব্যবহার করুন

রঙের ব্যবহার

– টেক্সট-আইকন-ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে তিনটি রঙের বেশি ব্যবহার না করা শ্রেয়

ফন্ট

– টেক্সটের জন্য ‘Sans Serif’ ফন্টগুলো ব্যবহার করুন

– ফর্মুলা অথবা কি-ওয়ার্ডের উপর ফোকাস করতে নির্দিষ্ট শব্দগুলোকে বোল্ড করা যেতে পারে

ছবি

– ছবি ব্যবহার করলে বিক্ষিপ্তভাবে স্লাইডের বিভিন্ন স্থানে না বসিয়ে, যে কোন এক দিকে বসাতে পারেন

– ছবির আকার পরিবর্তনের সময় মূল ছবির দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত খেয়াল রাখুন

– ছবির উপর টেক্সট বসানোর প্রয়োজন পড়লে উপরে গাঢ় রঙের লেয়ার ‘Opacity’ কমিয়ে ব্যবহার করুন

পাওয়ারপয়েন্ট স্লাইড আকর্ষণীয় করার সাত উপায়: ইনফোগ্রাফিক ডাউনলোড

পাওয়ারপয়েন্ট স্লাইড আকর্ষণীয় করার সাত উপায়: ইনফোগ্রাফিক

আমরা চেষ্টা করেছি ইনফোগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।

ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।

Leave a Comment