পাবলিক হেলথ অফিসার

পাবলিক হেলথ বা গণস্বাস্থ্য নিয়ে পড়াশোনা করছেন এমন যারা আছেন তাদের জন্য ক্যারিয়ার বিভিন্ন ধরনের হতে পারে। পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করেছেন এমন যারা আছেন তারা সাধারণত একাডেমিক বা শিক্ষকতা লাইনে কিংবা রিসার্চ বা গবেষণা লাইনে নিজেদের ক্যারিয়ার এগোতে পারেন। শিক্ষকতা লাইনে ক্যারিয়ার গড়তে চাইলে সেক্ষেত্রে ক্যারিয়ার গ্রাফ, পদোন্নতি, যোগ্যতা ও দক্ষতার বিষয়গুলো অন্যান্য শিক্ষকতা পেশার মতই হয়।

এক নজরে একজন পাবলিক হেলথ অফিসার

সাধারণ পদবী: পাবলিক হেলথ অফিসার (DBA)
বিভাগ: স্বাস্থ্য ও চিকিৎসা
প্রতিষ্ঠানের ধরন:সরকারি, বেসরকারি
ক্যারিয়ারের ধরন: ফুল টাইম, চুক্তিভিত্তিক
লেভেল: এন্ট্রি, মিড
অভিজ্ঞতা সীমা: ২ – ৩ বছর
বেতনসীমা: ৳৩০,০০০ – ৳৫০,০০০
সম্ভাব্য বয়সসীমা: ২৬ – ৩৫ বছর
মূল স্কিল: গণস্বাস্থ্য সম্পর্কে ভালো জ্ঞান, গবেষণার দক্ষতা
বিশেষ স্কিল: বিশ্লেষণী ক্ষমতা, যোগাযোগের দক্ষতা

একজন পাবলিক হেলথ অফিসার কোথায় কাজ করেন?

একজন পাবলিক হেলথ অফিসারকে সাধারণত নিম্নলিখিত কর্মক্ষেত্রগুলোতে নিয়োগ দেওয়া হয় –

  • গবেষণা প্রতিষ্ঠান (যেমন – ব্র্যাক, আইসিডিডিআরবি প্রভৃতি);
  • বেসরকারি সংস্থা (যেমন – ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন প্রভৃতি);
  • স্বাস্থ্য বিষয়ক বেসরকারি সংস্থা।

একজন পাবলিক হেলথ অফিসার কী ধরনের কাজ করেন?

  • গবেষণার জন্য বিভিন্ন তথ্য ও ডাটা ইনপুট দেওয়া;
  • যে বিষয় নিয়ে গবেষণা করছেন সে ব্যাপারে তথ্য সংগ্রহ করা;
  • গণস্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে সফল গবেষণার মাধ্যমে নতুন কোন স্বাস্থ্যনীতির প্রস্তাব দেওয়া;
  • গণস্বাস্থ্য উন্নয়নের অন্তরায় বিষয়গুলো খুঁজে বের করা এবং কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায় তার পথ বাতলে দেওয়া;
  • যে বিষয় নিয়ে গবেষণা করছেন তার চাক্ষুষ প্রমাণাদি ও তথ্য সংগ্রহ করা। এক্ষেত্রে সরেজমিনে তথ্য সংগ্রহ করা বেশ গুরুত্বপূর্ণ;
  • গবেষণার কাজ সময়মত শেষ করা এবং যথাযথ ফলাফল পাওয়া যাচ্ছে তা নিশ্চিত করা;
  • গবেষণার ফলাফল যাতে একদম বিফলে না যায় সেক্ষেত্রে পলিসি রিকমেন্ডেশানস বা একটি খসড়া নীতি সংস্কার প্রস্তাব প্রদান করা।

একজন পাবলিক হেলথ অফিসার কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

সাধারণত এমবিবিএস ডিগ্রী আছে এমন ব্যক্তিরাই পাবলিক হেলথ অফিসার হিসেবে কাজ করেন। এক্ষেত্রে পাবলিক হেলথ বা গণস্বাস্থ্য বিষয়ে যাদের মাস্টার্স ডিগ্রী আছে তারা অগ্রগণ্য হিসেবে বিবেচ্য হন। এমবিবিএস ডিগ্রী লাভের পরেই তাই এখন অনেককে দেখা যায় গণস্বাস্থ্য বিষয়ে মাস্টার্স ডিগ্রী নিয়ে পড়াশোনায় আগ্রহী হতে। তবে সবক্ষেত্রে এমবিবিএস ডিগ্রী থাকতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। যারা ব্যাচেলর ডিগ্রী অন্য কোন বিষয়ের উপরে লাভ করেছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র গণস্বাস্থ্য বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকলেই চলবে। গবেষণার কাজ বলে এখানে নিয়োগের জন্য কোন বয়সসীমা এবং অভিজ্ঞতার কথা উল্লেখ করা থাকে না। তবে ভালো ফলাফল এবং পূর্বে গণস্বাস্থ্যের সাথে সম্পর্কিত কোন বিষয়ের উপরে অভিজ্ঞতা বা ভালো জ্ঞান থাকলে নিয়োগের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়।

একজন পাবলিক হেলথ অফিসারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • লিটারেচার রিভিউ নিয়ে সম্যক ধারণা থাকতে হবে যেহেতু লিটারেচার রিভিউ গবেষণার ক্ষেত্রে প্রাথমিকভাবে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়;
  • কোয়ালিটেটিভ বা গুনগত এবং কোয়ান্টিটেটিভ বা মাত্রিক গবেষণা সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরী। এক্ষেত্রে উল্লেখ্য যে গবেষণা নিয়ে ভালো জানাশোনা না থাকলে রিসার্চ অফিসার হওয়াটা একদমই ভালো কোন ব্যাপার নয়। ক্যারিয়ার বিনাশের মত ঘটনাও ঘটতে পারে আপনি যদি গবেষণা নিয়ে একদমই উৎসাহী না হয়ে রিসার্চ অফিসার হিসেবে কাজ করতে চান;
  • গবেষণার কাজ স্বভাবতই বেশ একঘেয়ে এবং গতানুগতিক হয়। সেক্ষেত্রে ধৈর্য্যশীল হওয়া রিসার্চ অফিসারের জন্য বড় একটি গুণ;
  • কোন অবস্থাতেই আশাহত হওয়া যাবে না। গবেষণার ক্ষেত্রে ভুল হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে ভুল শোধরানোর উপায় প্রতিটি ধাপেই বিদ্যমান। কাজেই আশাহত হয়ে হাল ছেড়ে দিলে চলবে না। কাজের সাথে লেগে থাকতে হবে;
  • পরিশ্রমী হতে হবে। কোনভাবেই কাজে ফাঁকি দেওয়া চলবে না;
  • ইংরেজীতে ভালো লিখতে, পড়তে ও বলতে জানতে হবে;
  • ডাটা বিশ্লেষণ নিয়ে সম্যক ধারণা থাকতে হবে;
  • সময়ানুবর্তিতা গবেষণার ক্ষেত্রে বড় একটি গুণ। গবেষণার ফলাফল সময়মত জমা দেওয়া এবং সময়মত কাজ শেষ করা বেশ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ভুল হলেও ভুল শোধরানোর জন্য যথেষ্ট সময় দেওয়া থাকে। কাজেই অবহেলা করলেই গবেষণার কাজ পিছিয়ে যাবে এবং সেক্ষেত্রে ক্যারিয়ার ডেভেলপমেন্টও স্থবির হয়ে যাবে।

একজন পাবলিক হেলথ অফিসারের মাসিক আয় কেমন?

সাধারণত একজন পাবলিক হেলথ অফিসারকে মাসিক ৩০ থেকে ৬০ হাজার টাকা সম্মানী দেওয়া হয়। তবে বিষয়টি কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ। কিছু কিছু ক্ষেত্রে সদ্য ডিগ্রীপ্রাপ্ত ব্যক্তিদের মাসিক ১৫ থেকে ২০ হাজার টাকা বেতনেও নিয়োগ দেওয়া হয়ে থাকে।

একজন পাবলিক হেলথ অফিসারের ক্যারিয়ার কেমন হতে পারে?

একজন পাবলিক হেলথ অফিসার পদোন্নতির মাধ্যমে সিনিয়র রিসার্চ অফিসার পদে উন্নীত হন। সিনিয়র রিসার্চ অফিসার থেকে ধীরে ধীরে পদোন্নতি হয়ে রিসার্চ ফেলো ও সিনিয়র রিসার্চ ফেলো পদগুলো পার করার মাধ্যমে একজন রিসার্চ অফিসার সর্বোচ্চ সায়েন্টিস্ট, হেড সায়েন্টিস্ট অথবা প্রফেসর পদে উন্নীত হতে পারেন।

Leave a Comment