ফিল্ড অর্গানাইজার

আমাদের দেশের প্রেক্ষাপটে একজন ফিল্ড অর্গানাইজার সাধারণত উন্নয়ন সংস্থাগুলোর তৃণমূল পর্যায়ের কর্মী ও ভলান্টিয়ারদের পরিচালনার দায়িত্ব পালন করেন। এক্ষেত্রে দলের আকার ছোট হয়ে থাকে।

এক নজরে একজন ফিল্ড অর্গানাইজার

সাধারণ পদবী: ফিল্ড অর্গানাইজার, ফিল্ড কোঅর্ডিনেটর
বিভাগ: উন্নয়ন
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, চুক্তিভিত্তিক
লেভেল: এন্ট্রি, মিড
অভিজ্ঞতা সীমা: ২ – ৩ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বেতনসীমা: ৳২০,০০০ – ৳২৫,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়সসীমা: ২৩ – ২৮ বছর
মূল স্কিল: বিষয়ভিত্তিক জ্ঞান, প্রজেক্ট ব্যবস্থাপনা, মানসিক চাপ সামলানোর ক্ষমতা
বিশেষ স্কিল: বিশ্লেষণী ক্ষমতা, যোগাযোগের দক্ষতা, ধৈর্য, রিপোর্টিংয়ের দক্ষতা

একজন ফিল্ড অর্গানাইজার কোথায় কাজ করেন?

  • বেসরকারি উন্নয়ন সংস্থা;
  • আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা;
  • উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান;
  • নাগরিক অধিকার ও আইন বিষয়ক সংস্থা।

একজন ফিল্ড অর্গানাইজার হিসাবে আপনাকে নির্দিষ্ট কোন ইস্যু নিয়ে কাজ করতে হবে। যেমন – স্বাস্থ্য।

একজন ফিল্ড অর্গানাইজার কী ধরনের কাজ করেন?

কাজের ধরন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠানভিত্তিক। তবে সাধারণত যে ধরনের দায়িত্ব আপনাকে পালন করতে হবে, তার মধ্যে রয়েছে –

  • প্রকল্প ও ক্যাম্পেইন পরিচালনার উদ্দেশ্যে কর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োগ করা;
  • প্রকল্প কর্মসূচি সম্পর্কে কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া;
  • প্রকল্প পরিকল্পনা অনুযায়ী কর্মীদের মধ্যে কাজ ভাগ করে দেয়া;
  • প্রকল্পের অগ্রগতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন তৈরি করা।

একজন ফিল্ড অর্গানাইজারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

যোগ্যতাঃ বড় উন্নয়ন সংস্থাগুলোতে ফিল্ড অর্গানাইজার হিসেবে কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। সোশাল ওয়ার্ক বা সমাজকর্ম বিষয়ে ব্যাচেলর ডিগ্রি আছে, এমন প্রার্থীরা সব ক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকেন। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকার প্রয়োজন হতে পারে।

ছোট প্রকল্পের জন্য অনেক সময় ন্যূনতম এইচএসসি পাশ হতে হয়।

অভিজ্ঞতাঃ সাধারণত তৃণমূল পর্যায়ের কর্মী হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রাধান্য পাবেন।

বয়সসীমাঃ এক্ষেত্রে সাধারণত কোন বয়সসীমা উল্লেখ করা থাকে না।

বিশেষ শর্তঃ বহু ক্ষেত্রে নারী অথবা পুরুষ প্রার্থীর কথা নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকতে পারে।

একজন ফিল্ড অর্গানাইজারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

একজন দক্ষ ফিল্ড অর্গানাইজার হিসাবে কাজ করতে হলে বিষয়ভিত্তিক জ্ঞান থাকা প্রয়োজন। এছাড়াও আপনার দরকার হবে –

  • যেকোন পরিস্থিতিতে দ্রুত খাপ খাইয়ে নেবার ক্ষমতা;
  • বিভিন্ন স্তরের মানুষের সাথে যোগাযোগ করার দক্ষতা;
  • কর্মীদের অনুপ্রাণিত করার ক্ষমতা।

বর্তমানে সব প্রতিষ্ঠানে রিপোর্টিংয়ের কাজ থাকে। তাই মাইক্রোসফট অফিসের ব্যবহার জানা থাকা দরকার।

ফিল্ড অর্গানাইজার হবার জন্য কোথায় প্রাতিষ্ঠানিক শিক্ষা নেবেন?

আপনি যে খাতের ফিল্ড অর্গানাইজার হতে চান, সে খাতের উপর ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি থাকা প্রয়োজন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে নিচের বিষয়গুলোর উপর পড়াশোনা করতে পারেন –

  • সমাজকর্ম ও সমাজকল্যাণ
  • অর্থনীতি
  • আইন
  • শান্তি ও সংঘর্ষ
  • গণস্বাস্থ্য বা পাবলিক হেলথ
  • ডেভেলপমেন্ট স্টাডিজ
  • জেন্ডার স্টাডিজ
  • পরিবেশবিজ্ঞান ও ব্যবস্থাপনা
  • দুর্যোগ ব্যবস্থাপনা

একজন ফিল্ড অর্গানাইজারের মাসিক আয় কেমন?

বিষয়টি কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ। সাধারণত একজন ফিল্ড অর্গানাইজারের মাসিক আয় ৳২০,০০০ – ৳২৫,০০০ পর্যন্ত হয়। অধিকাংশ ক্ষেত্রে আপনাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন ফিল্ড অর্গানাইজারের?

এখানে বিষয়টি প্রতিষ্ঠানসাপেক্ষ। সাধারণত ফিল্ড অর্গানাইজারের কাজের ক্ষেত্র দুই ধরনের হয় – চুক্তিভিত্তিক ও স্থায়ী। কাজের পারফরম্যান্স ভালো থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার হিসাবে নিযুক্ত হতে পারেন।

Leave a Comment