বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন কীভাবে?

মোবাইল ব্যাংকিংয়ের কল্যাণে আর্থিক লেনদেনের কাজ এখন অনেক সহজ। আমাদের দেশে এ খাতে বিকাশ খুব জনপ্রিয়তা অর্জন করেছে। তাই বর্তমানে বহু ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী নিজেদের ব্যবসার জন্য এ মাধ্যম ব্যবহার করে থাকেন। তবে এর জন্য বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থাকার দরকার হয়। আজকের লেখায় সংক্ষেপে জেনে নিন কীভাবে এ ধরনের অ্যাকাউন্ট খুলতে হয়।

বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া

দরকারি ডকুমেন্ট ও তথ্য

  • ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঠিকানা
  • ট্রেড লাইসেন্স
  • ব্যাংক অ্যাকাউন্ট
  • ন্যাশনাল আইডি কার্ডের কপি
  • টিন সার্টিফিকেট
  • মোবাইল নাম্বার
  • ইমেইল ঠিকানা

প্রক্রিয়ার ধাপসমূহ

  • সরাসরি বিকাশ অফিসে গিয়ে অথবা অনলাইনে বিকাশের ওয়েবসাইটে মার্চেন্ট অ্যাকাউন্ট ফর্ম পূরণ করে আবেদন করা যায়।
  • আবেদন পাবার পর একজন অ্যাকাউন্ট ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করবেন। তিনি সকল ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট চাইবেন।
  • ডকুমেন্ট গ্রহণের পর বিকাশ কর্তৃপক্ষ আপনার দেয়া তথ্যের সত্যতা যাচাই করবে।
  • আপনার আবেদন অনুমোদিত হয়ে গেলে কয়েকদিনের মধ্যে লগ ইন করার জন্য প্রয়োজনীয় তথ্য (ইউজার নেম আর পাসওয়ার্ড) ইমেইলের মাধ্যমে পাঠাবে।
  • আপনার দেয়া মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। এর জন্য *২৪৭# নাম্বারে ডায়াল করে নতুন গোপনীয় পিন কোড সেট করতে হবে। এরপর আপনি পেমেন্ট গ্রহণ করতে পারবেন।

Leave a Comment