Skip to content
CareerKi
  • ক্যারিয়ার কন্টেন্ট
    • ক্যারিয়ার প্রোফাইল
    • ক্যারিয়ার গাইড
    • ইনফোগ্রাফিক
    • পাঁচমিশালি
  • ক্যারিয়ার টেস্ট
  • ক্যারিয়ারকী কানেক্ট

মাইক্রোবায়োলজিস্ট

Last updated on April 15, 2019April 15, 2019
মাইক্রোবায়োলজিস্ট: ক্যারিয়ার প্রোফাইল - ক্যারিয়ারকী (CareerKi)

একজন মাইক্রোবায়োলজিস্ট ব্যাকটেরিয়া, ভাইরাস, শৈবাল, ছত্রাকসহ বিভিন্ন অণুজীব নিয়ে গবেষণা করে থাকেন। ঔষধ তৈরির কারখানা থেকে শুরু করে হাসতাপাতালের ল্যাবরেটরিতে এ পেশাজীবীরা কাজ করেন।

এক নজরে একজন মাইক্রোবায়োলজিস্ট

সাধারণ পদবী: মাইক্রোবায়োলজিস্ট
বিভাগ: বায়োলজি, কেমিস্ট্রি
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল টাইম, চুক্তিভিত্তিক
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা: ১ – ২ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বেতনসীমা: ৳২০,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়সসীমা: কাজসাপেক্ষ
মূল স্কিল: গবেষণার দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা, ল্যাবরেটরি প্রযুক্তি ব্যবহারে দক্ষতা
বিশেষ স্কিল: সমস্যা সমাধানের দক্ষতা, ল্যাবরেটরি ব্যবস্থাপনা, যোগাযোগের দক্ষতা

বিস্তারিত জানুন

– কোন ধরনের প্রতিষ্ঠানে একজন মাইক্রোবায়োলজিস্ট কাজ করেন?
– একজন মাইক্রোবায়োলজিস্ট কী ধরনের কাজ করেন?
– একজন মাইক্রোবায়োলজিস্টের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
– একজন মাইক্রোবায়োলজিস্টের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
– কোথায় পড়বেন মাইক্রোবায়োলজি?
– একজন মাইক্রোবায়োলজিস্টের মাসিক আয় কেমন?
– ক্যারিয়ার কেমন হতে পারে একজন মাইক্রোবায়োলজিস্টের?

কোন ধরনের প্রতিষ্ঠানে একজন মাইক্রোবায়োলজিস্ট কাজ করেন?

  • হাসপাতাল ল্যাবরেটরি
  • কেমিক্যাল কারখানা
  • টেক্সটাইল কারখানা
  • খাধ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান
  • ফার্মাসিউটিক্যালস কোম্পানি
  • সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান

একজন মাইক্রোবায়োলজিস্ট কী ধরনের কাজ করেন?

  • নতুন নমুনা সংগ্রহ করা;
  • বিভিন্ন নমুনা পরীক্ষা করা;
  • অণুজীবের উৎপাদন পর্যবেক্ষণ করা;
  • নতুন টিকা ও ফার্মাসিটিক্যাল পণ্য উৎপাদনের জন্য গবেষণা করা;
  • বিদ্যমান টিকা ও ফার্মাসিটিক্যাল পণ্যের মান পরীক্ষা করা;
  • গবেষণাপত্র লেখা ও প্রতিবেদন তৈরি করা;
  • যাবতীয় গবেষণার রেকর্ড রাখা;
  • ল্যাবরেটরির ব্যবস্থাপনা নিশ্চিত করা।

একজন মাইক্রোবায়োলজিস্টের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

মাইক্রোবায়োলজিস্ট হিসাবে কাজ করতে হলে মাইক্রোবায়োলজি/বায়োকেমিস্ট্রিতে এম এস সি/বিএসসি ডিগ্রি থাকা প্রয়োজন। এছাড়া কেমিস্ট্রি বা ফুড টেকনোলজিতে বিএসসি/ডিপ্লোমা ডিগ্রি থাকলেও কাজের সুযোগ পাবেন।

একজন মাইক্রোবায়োলজিস্টের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

ইন্ডাস্ট্রির ভিত্তিতে টেকনিক্যাল জ্ঞানের দরকার হয়। যেমনঃ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে আপনাকে রোগতত্ত্ব নিয়ে ভালো জানতে হবে।

এছাড়া আপনার যেসব দক্ষতা প্রয়োজন, সেগুলো হলোঃ

  • গবেষণার বিভিন্ন পদ্ধতি নিয়ে জানা ও নতুন পদ্ধতির পরিকল্পনা করতে পারা;
  • গবেষণার কাজে ব্যবহৃত সফটওয়্যার চালানোর দক্ষতা;
  • ল্যাবরেটরির যন্ত্রপাতি ঠিকভাবে ব্যবহার করতে পারা;
  • দলের সাথে কাজ করার মানসিকতা;
  • সমস্যা সমাধান করতে পারা;
  • যোগাযোগের দক্ষতা।

কোথায় পড়বেন মাইক্রোবায়োলজি?

আমাদের দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাইক্রোবায়োলজিতে বিএসসি/এমএসসি ডিগ্রি নেবার ব্যবস্থা আছে। যেমনঃ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ব্র্যাক ইউনিভার্সিটি
  • নর্থসাউথ ইউনিভার্সিটি
  • এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি
  • প্রাইম এশিয়া ইউনিভার্সিটি
  • ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি

একজন মাইক্রোবায়োলজিস্টের মাসিক আয় কেমন?

মাইক্রোবায়োলজিতে পড়াশোনা করে বেকার থাকা বা কাজ না পাওয়ার আশঙ্কা কম। এখানে চাকরি ও বেতন উভয়টি মানসম্পন্ন।

সাধারণত অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী বেতন পাবেন। যারা ফার্মাসিউিটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কাজ করেন, তাদের বেতন প্রতিষ্ঠানভেদে ৳২০,০০০ – ৳৯০,০০০ হয়ে থাকে। আবার যারা আইসিডিডিআরবি (icddr, b) বা আইইডিসিআরের (IEDCR) মতো গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করেন, তাদের বেতন সাধারণত ২৫ থেকে ৮০ হাজার টাকার মতো। এছাড়া কেমিক্যাল আর ডায়াগনস্টিক রিসার্চ সেন্টারের মতো প্রতিষ্ঠানের বেতন অনেক বেশি।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন মাইক্রোবায়োলজিস্টের?

সাধারণত রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে এন্ট্রি লেভেলে ক্যারিয়ার শুরু করবেন আপনি। ৪-৫ বছর পর আপনার বিভাগের একজন টিম লিডার হিসাবে উন্নীত হবার সম্ভাবনা থাকে। আবার অনেকে বড় প্রজেক্টে কনসালট্যান্ট হিসাবেও কাজ করে থাকেন।

তথ্যসূত্র দেখতে চাই...

তথ্যসূত্র

১. ‘Microbiologist’, কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড, বিজ্ঞপ্তির তারিখঃ ১২ সেপ্টেম্বর ২০১৮, বিডিজবস ডট কম।

২. ‘Microbiologist and Quality Control Officer’, প্রিমিয়াম ফিশ অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিজ্ঞপ্তির তারিখঃ ২৩ সেপ্টেম্বর ২০১৮, বিডিজবস ডট কম।

Loading

ক্যারিয়ার নিয়ে সাহায্য দরকার?

আপনার সিভি, ইন্টারভিউ প্রস্তুতি আর স্কিল ডেভেলপমেন্ট নিয়ে সাহায্য দরকার হলে কিংবা ইন্ডাস্ট্রি প্রফেশনালদের কাছ থেকে সরাসরি ক্যারিয়ার পরামর্শ নিতে চাইলে সাবস্ক্রাইব করুন।

আপনার সাবস্ক্রিপশন সম্পন্ন হয়েছে

ক্যারিয়ারকীতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ!

Server Side Error

We faced problems while connecting to the server or receiving data from the server. Please wait for a few seconds and try again.

If the problem persists, then check your internet connectivity. If all other sites open fine, then please contact the administrator of this website with the following information.

TextStatus: undefined
HTTP Error: undefined

সাবস্ক্রিপশন সম্পন্ন হচ্ছে ...

Error

Some error has occured.

Print Friendly, PDF & Emailকন্টেন্ট ডাউনলোড করুন
কন্টেন্ট ক্যাটাগরি: ক্যারিয়ার প্রোফাইল

Leave a Reply Cancel reply

আপনার নাম ও ইমেইল ঠিকানা দেয়া আবশ্যক। তবে মতামতের সাথে ইমেইল দেখানো হবে না।

কন্টেন্ট অনুসন্ধান

নির্বাচিত ক্যারিয়ার ভিডিও

https://www.youtube.com/watch?v=f20nMaUpBh4
আরো ভিডিও দেখুন
  • সিভি রিভিউ করান
  • ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে টিপস পান
  • প্রফেশনাল নেটওয়ার্ক বড় করুন
ক্যারিয়ার পরামর্শ নিন

ক্যারিয়ার প্রোফাইল থেকে

  • লেদার ইঞ্জিনিয়ারলেদার ইঞ্জিনিয়ার
  • কার্টোগ্রাফারকার্টোগ্রাফার
  • টেইলর: দর্জিটেইলর: দর্জি

ক্যারিয়ার গাইড থেকে

  • সমস্যা সমাধানের দক্ষতা কী ও কীভাবে অর্জন করবেন?সমস্যা সমাধানের দক্ষতা কী ও কীভাবে অর্জন করবেন?
  • সিভি রিভিউ কীভাবে করবেন?সিভি রিভিউ কীভাবে করবেন?
  • ইন্টারভিউ প্রস্তুতি: ১০ জরুরি বিষয়ইন্টারভিউ প্রস্তুতি: ১০ জরুরি বিষয়

আপডেটেড থাকুন

  • ফেসবুক পেইজ
  • ইউটিউব চ্যানেল
  • লিংকডইন পেইজ

ক্যারিয়ার টুল

  • ক্যারিয়ারকী কানেক্ট
  • সাইকোমেট্রিক টেস্ট

ক্যারিয়ার কন্টেন্ট

  • ক্যারিয়ার প্রোফাইল
  • ক্যারিয়ার গাইড
  • ক্যারিয়ার ইনফোগ্রাফিক

ক্যারিয়ারকী সম্পর্কে

  • ক্যারিয়ারকীর কথা
  • ফিডব্যাক
  • যোগাযোগ
  • নীতিমালা
  • গোপনীয়তা নীতি
United States Agency for International Development (USAID) Logo
ICT Division Logo
Funush Private Limited Logo
This website is made possible by the support of the American People through the United States Agency for International Development (USAID). The contents of this website are the sole responsibility of Funush Private Limited and do not necessarily reflect the views of USAID or the United States Government.
Copyright © 2019 CareerKi