মাইনিং ইঞ্জিনিয়ার

খনিজ সম্পদ উত্তোলন, অনুসন্ধান, বন্টন, পরিবহন পরিকল্পনার কাজ করে থাকেন মাইনিং ইঞ্জিনিয়াররা। বাংলাদেশে আগে ভূ-তত্ত্ববিদ বা সিভিল ইঞ্জিনিয়াররা মাইন ইঞ্জিনিয়ারদের কাজ করে থাকলেও বর্তমানে দেশের বহু বিশ্ববিদ্যালয়ে পৃথক অনুষদে মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। পৃথিবীর অন্যতম উচ্চবেতন ধারী পেশা মাইন ইঞ্জিনিয়ারিং।

এক নজরে একজন মাইনিং ইঞ্জিনিয়ার

সাধারণ পদবী:মাইনিং ইঞ্জিনিয়ার
বিভাগ:প্রকৌশল বিদ্যা
প্রতিষ্ঠানের ধরন:সরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি, অন্যান্য
ক্যারিয়ারের ধরন:পার্ট-টাইম, ফুল টাইম
লেভেল:এন্ট্রি, মিড
অভিজ্ঞতা সীমা:কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ
সম্ভাব্য বেতনসীমা:৳২২,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
সম্ভাব্য বয়সসীমা:কাজসাপেক্ষ
মূল স্কিল:মাইন প্ল্যানিং এন্ড ডিজাইন
বিশেষ স্কিল:বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা

কোন ধরণের প্রতিষ্ঠানে একজন মাইনিং ইঞ্জিনিয়ার কাজ করেন?

বাংলাদেশের গ্যাস বা খনি উত্তোলনকারী সব ধরনের প্রতিষ্ঠানেই মাইনিং ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ আছে, নিচে তাদের কয়েকটি উল্লেখ্যযোগ্য সংস্থার নাম দেয়া হলোঃ

  • Gas Transmission Company Limited;
  • Jalalabad Gas Transmission and Distribution System Limited;
  • Pashchimanchal Gas Company Limited;
  • Bangladesh Petroleum Exploration & Production Company Limited;
  • Bangladesh Gas Fields Company Limited;
  • Bakhrabad Gas Systems Ltd.;
  • Rupantarita Prakritik Gas Company Limited;
  • Sylhet Gas Fields Limited;
  • Karnaphuli Gas Distribution Company Limited;
  • Maddhapara Granaite Mining Co.Ltd;
  • Titas Gas।

একজন মাইনিং ইঞ্জিনিয়ার কী ধরনের কাজ করেন?

  • মাইন প্ল্যানিং এন্ড ডিজাইন;
  • আন্ডারগ্রাউন্ড কোল মাইনিং;
  • মাইন সার্ভেইং;
  • শেফট শিঙ্কিং এন্ড টানেলিং;
  • ড্রিলিং, ব্লাষ্টিং এন্ড এক্সপ্লোসিভ টেকনোলজি ডেভেলপমেন্ট;
  • গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট;
  • মাইন হলেজ এন্ড ট্রান্সপোর্টেশন;
  • রিজার্ভার ইঞ্জিনিয়ারিং;
  • রক মেশিন;

একজন মাইনিং ইঞ্জিনিয়ারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

নূন্যতম চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং/পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং

একজন মাইনিং ইঞ্জিনিয়ারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • জিওফিজিক্স;
  • পেট্রোলিয়াম জিওলজি;
  • ওয়েল লগিং;
  • ড্রিলিং;
  • অর্থনীতি;
  • তৈল ও গ্যাস খনি ব্যবস্থাপনা;
  • ভূ-রাজনীতি;
  • ইন্ডাস্ট্রি নির্মাণ।

কোথায় পড়বেন মাইনিং ইঞ্জিনিয়ারিং?

বাংলাদেশের খ্যাতনামা ও প্রথম সারির প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোতে চার বছর মেয়াদি বিএসসি ডিগ্রিসহ উচ্চ শিক্ষার ব্যাবস্থা আছে মাইনিং ইঞ্জিনিয়ারিং এ। নিচে উল্লেখ্যযোগ্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তালিকা দেয়া হলোঃ

  • Jessore University of Science and Technology;
  • Bangladesh University of Engineering & Technology (BUET);
  • Chattagram University of Engineering & Technology (CUET);
  • Shahjalal University of Science and Technology (SUST);
  • Military Institute of Science and Technology (MIST).

একজন মাইনিং ইঞ্জিনিয়ারের মাসিক আয় কেমন?

সরকারী প্রতিষ্ঠানে মাইনিং ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি শুরু করলে এই পেশায় মাসে ২২,০০০-৫৩,০৬০ টাকা আয় হতে পারে। কাজের ধরন ও প্রতিষ্ঠান অনুযায়ী এই আয় আরও বাড়তে পারে।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন মাইনিং ইঞ্জিনিয়ারের?

মাইনিং ইঞ্জিনিয়ারিং একটি চ্যালেঞ্জিং পেশা, গভীর খনিকূপ থেকে শুরু করে খনিব্যবস্থাপনা, উন্নয়ন নীতিমালা প্রণয়নের জন্য দাপ্তরিক কাজ করা এ বৈচিত্র্যময় পেশার বৈশিষ্ট্য। কাজের অভিজ্ঞতার সাথে সাথে পদোন্নতি ও উচ্চ আয়ের সম্ভাবনা এ পেশাকে করে তুলেছে আরো আকর্ষণীয়। তাই গতানুগতিক পেশার বাইরে যদি ক্যারিয়ার গড়তে চান তবে মাইনিং ইঞ্জিনিয়ারিং হতে আপনার আপনার পছন্দের ক্যারিয়ার।

Leave a Comment