মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান

মোবাইল ফোনের বিভিন্ন সমস্যার সমাধানের কাজ একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান করে থাকেন। বর্তমানে এ পেশার যথেষ্ট চাহিদা রয়েছে।

CareerKi In Partnership With Access to Information (a2i) - ক্যারিয়ারকী (CareerKi)

এক নজরে একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান

বিভাগ: টেকনিক্যাল
প্রতিষ্ঠানের ধরন: প্রাইভেট ফার্ম/কোম্পানি, উদ্যোগ
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম
লেভেল: প্রযোজ্য নয়
সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর
সম্ভাব্য গড় আয়: ৳১৫,০০০ – ৳২০,০০০
সম্ভাব্য বয়স সীমা: ১৮ – ৩০ বছর
মূল স্কিল: মোবাইল ডিভাইস সম্পর্কিত জ্ঞান
বিশেষ স্কিল: সমস্যা সমাধানের দক্ষতা, গভীর মনোযোগ, ধৈর্য

একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান কোথায় কাজ করেন?

  • মোবাইল ফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান
  • মোবাইল ফোন মেরামতের দোকান

একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান কী ধরনের কাজ করেন?

  • মোবাইল ফোনের সমস্যা নির্ণয় ও মেরামত করা;
  • প্রয়োজনে ফোনের ত্রুটিযুক্ত যন্ত্রাংশ ফেলে দিয়ে নতুন যন্ত্রাংশ লাগানো;
  • ফোনের যত্ন কীভাবে নিতে হবে, সে ব্যাপারে কাস্টমারকে দরকারি পরামর্শ দেয়া।

একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ানের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

শিক্ষাগত যোগ্যতা: সাধারণত নির্দিষ্ট পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা চাওয়া না হলেও মোবাইল সার্ভিসিংয়ের উপর প্রশিক্ষণ থাকা জরুরি।

অভিজ্ঞতা: ভালো জায়গায় কাজ পেতে ২ – ৩ বছরের অভিজ্ঞতা লাগতে পারে।

একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ানের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • মোবাইল ফোনের যন্ত্রাংশ ও সফটওয়্যার সম্পর্কিত জ্ঞান;
  • মোবাইল ফোনের যন্ত্রাংশ পরীক্ষা করার দক্ষতা;
  • মোবাইল ফোনের যন্ত্রাংশ সঠিকভাবে আলাদা করা ও জোড়া লাগানোর দক্ষতা;
  • মোবাইল ফোনের সম্ভাব্য সব সমস্যা সম্পর্কে ধারণা;
  • মোবাইল ফোনের সম্ভাব্য সব সমস্যার সমাধান করার দক্ষতা।

মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ কোথায় শেখা যায়?

অধিকাংশ সময় মোবাইল ফোন বিক্রয় ও মেরামতের দোকানে সার্ভিসিংয়ের কাজ শেখেন এ পেশাজীবীরা। তবে বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান এ বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে থাকে। যেমন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে মোবাইল ফোন সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং নিয়ে ১ মাসব্যাপী কোর্স চালু রয়েছে।

একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ানের মাসিক আয় কেমন?

এ পেশায় গড়ে ৳১৫,০০০ – ৳২০,০০০ আয় করতে পারবেন প্রতি মাসে। তবে অভিজ্ঞতা না থাকলে শুরুর দিকে আয় এর চেয়ে কম হবে।

4 thoughts on “মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান”

  1. Ami jahangirhossain. 3 bosor mobile sarcing kori, hardwer & softwer er kaj kori,o kaj jani amar jonno kono job ki babostha kora jabe?

    Reply

Leave a Comment