রেডিওলজিস্ট

একজন রেডিওলজিস্ট বিভিন্ন হাসপাতাল ও ডায়গনোস্টিক সেন্টারে বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন এক্সরে, এম আর আই ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয়ে ডাক্তাদের সাহায্য করেন। শল্যচিকিৎসা নির্ভর এই সময়ে রোগ নিরাময়ে রোগ নির্নয় করা খুবই জরুরি তাই রেডিওলোজস্টদের চাহিদা অনেক বেশি। ভালো কাজে অভিজ্ঞতা থাকলে ও কাজ জানলে এ কাজেও রয়েছে ভালো আয় ও সম্মান অর্জনের সুযোগ।

এক নজরে একজন রেডিওলজিস্ট

সাধারণ পদবী:রেডিওলজিস্ট
বিভাগ:রেডিওলজি
প্রতিষ্ঠানের ধরন:সরকারি, প্রাইভেট হাসপাতাল/ডায়গনষ্টিক সেন্টার
ক্যারিয়ারের ধরন:পার্ট-টাইম, ফুল টাইম
লেভেল:এন্ট্রি, মিড
অভিজ্ঞতা সীমা:কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ
সম্ভাব্য বেতনসীমা:৳২৫,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
সম্ভাব্য বয়সসীমা:কাজসাপেক্ষ
মূল স্কিল:বিভিন্ন যন্ত্রের ব্যবহারে রোগ নির্ণয় ও প্রতিবেদন তৈরি করা।
বিশেষ স্কিল:নতুন চিকিৎসা প্রযুক্তি ব্যবহারের আগ্রহ

কোন ধরণের শিল্প বা ইন্ডাস্ট্রিতে একজন রেডিওলজিস্ট কাজ করেন?

  • সরকারি, বেসরকারি হাসপাতালে ও ডায়গনষ্টিক সেন্টারে রেডিওলজিস্ট হিসেবে কাজের সুযোগ;
  • ক্যান্সার হসপিটালে রেডিওথেরাপিস্ট হিসেবে কাজের সুযোগ;
  • নিউক্লিয়ার মেডিসিন টেকনোলোজিস্ট হিসেবে কাজের সুযোগ;

একজন রেডিওলজিস্ট কী ধরনের কাজ করেন?

সিটি স্ক্যান, এক্স রে, এম আর আই, আল্ট্রাসনো, রেডিওগ্রাফি ,মেমোগ্রাফি ব্যবহার করে দেহের ভেতরে ও বাইরে ইমেজিং এর সাহায্যে রোগ নির্ণয় করা

একজন রেডিওলজিস্টের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

  • বিএসসি ইন রেডিওলজি;
  • ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন রেডিওলজি;

একজন রেডিওলজিস্টের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

একজন রেডিওলজিস্টের রোগ নির্নয়ের জন্য নিম্নোক্ত প্রযুক্তি ব্যবহার জানা আবশ্যকঃ

  • আলট্র্রাসনোগ্রাফী;
  • এক্স-রে;
  • সিটি স্ক্যান : (Computed Tomography Scan);
  • এম আর আই: (Magnetic Resonance Imaging);
  • PET স্ক্যান : (Positron Emission Tomography Scan);
  • ম্যামোগ্রাফী : Low energy X-Ray, যা ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ে ব্যবহৃত হয়।;
  • বোন স্ক্যান, থাইরয়েড স্ক্যান;

কোথায় পড়বেন রেডিওলজি ?

  • ঢাকা আইএইচটিতে বিএসসি ইন রেডিওলজি কোর্স;
  • ঢাকার মিরপুরে বিআইএইচেস রেডিওলজিতে অনার্স;
  • বাংলাদেশে রেডিওলজি এন্ড ইমেজিং এ MD রেসিডেন্সি প্রোাগ্রাম এবং ফেলোশিপ (FCPS) চালু আছে। এছাড়াও MRCP এবং আরো কিছু ডিগ্রী অর্জন করার সুযোগ আছে।।

একজন রেডিওলজিস্টের মাসিক আয় কেমন?

প্রথম অবস্থায় ২০,০০০টাকা থেকে শুরু করে ৩০,০০০টাকা আয়ের সুযোগ থাকে, যা কাজের অভিজ্ঞতার সাথে সাথে বেড়ে লক্ষাধিক টাকাও হতে পারে।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন রেডিওলজিস্টের?

উন্নত ও আধুনিক প্রায় সব হাসপাতালেই পৃথক রেডিওলোজি বিভাগ আছে এবং সেখানে শিক্ষানবিশ থেকে শুরু করে বিশেষজ্ঞরা কাজ করেন। দীর্ঘ কাজের অভিজ্ঞতা থাকলে তাই রয়েছে পদোন্নতির সুযোগ। এছাড়া অনেকে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করে নিজেরাই ডায়গনোস্টিক সেন্টার পরিচালনা করছেন। তাই এ পেশায় সম্মান অর্জনের সাথে রয়েছে ভালো আয়ের সম্ভাবনা।

Leave a Comment