লজিস্টিকস অফিসার

কোনো শিল্পকারখানা/ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য কিংবা প্রয়োজনীয় কাঁচামাল/দ্রব্যাদি এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন, মালামাল মজুদ সংক্রান্ত সকল প্রক্রিয়ার মধ্যে সমন্বয় সাধন করা এবং সুষ্ঠভাবে কর্মসম্পাদনের দায়িত্ব লজিস্টিকস অফিসারের উপর থাকে।

এক নজরে একজন লজিস্টিকস অফিসার

সাধারণ পদবী:লজিস্টিকস অফিসার/কোঅর্ডিনেটর , লজিস্টিকস ডেপুটি ফিল্ড কোঅর্ডিনেটর
বিভাগ:সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
প্রতিষ্ঠানের ধরন:শিল্পকারখানা, এনজিও, ব্যবসা প্রতিষ্ঠান
ক্যারিয়ারের ধরন:ফুল টাইম
লেভেল:এন্ট্রি
অভিজ্ঞতা সীমা:প্রতিষ্ঠানভেদে আলাদা। অধিকাংশ ক্ষেত্রে অন্তত ১ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়
সম্ভাব্য বেতনসীমা:শুরুতে ১০-১৫ হাজার টাকা
সম্ভাব্য বয়সসীমা:অধিকাংশক্ষেত্রে ২৫-৩৫ বছরের প্রার্থী চাওয়া হয়
লিঙ্গ:যেহেতু এই কাজে অনেক দৌড়ঝাঁপ করতে হয় এবং অনেকক্ষেত্রে রাতেও কাজ করতে সেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ প্রতিষ্ঠান পুরুষ প্রার্থী চেয়ে থাকে
মূল স্কিল:সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, পরিসংখ্যান
বিশেষ স্কিল:নির্ভুল হিসাবের দক্ষতা, একই সময়ে অনেক কাজ করার সামর্থ্য, উপস্থিত বুদ্ধি, দলগতভাবে কাজ করার মানসিকতা

কোন ধরণের প্রতিষ্ঠানে একজন লজিস্টিকস অফিসার কাজ করেন?

সকল ধরনের শিল্পকারখানা, প্যাকেজিং প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, এনজিও।

একজন লজিস্টিকস অফিসার কী ধরনের কাজ করেন?

  • পণ্য সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সকল বিষয়ের তদারকি করা;
  • গ্রাহকের চাহিদা অনুসারে পণ্য পৌছাবার ব্যবস্থা করা;
  • পরিবহন সংক্রান্ত খরচের তদারকি করা ও খরচ কমিয়ে আনার বিষয় নিশ্চিত করা;
  • পারচেজিং অফিসার, ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট এবং ফার্মের ওয়্যারহাউজের মধ্যে সমন্বয় সাধন করা;
  • সংগ্রহীত পণ্য কোম্পানির গোডাউনে সঠিক সময়ে পৌঁছাবার ব্যবস্থা করা;
  • গোডাউনে সংরক্ষিত পণ্যের সঠিক প্রযুক্তিগত সংরক্ষণ এবং বিক্রয়কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা;
  • কোম্পানির পণ্য আদান-প্রদান এবং ক্রয়-বিক্রয়ের নেটওয়ার্ক ভালো করে পর্যবেক্ষণ করা এবং আরো লাভজনক করবার চেষ্টা করা;
  • লজিস্টিকস সাথে সম্পর্কিত সকল ধরনের প্রতিষ্ঠান যেমন এয়ারলাইনস, শিপিং কোম্পানি, কার্গো সার্ভিস এর সাথে যোগাযোগ রাখতে হবে;

একজন লজিস্টিকস অফিসারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রীধারীদের লজিস্টিকস অফিসার হিসেবে কাজ করার সুযোগ আছে। তবে বাণিজ্যের যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রীধারীরা অগ্রাধিকার পেয়ে থাকে। অনেক প্রতিষ্ঠানে এমবিএ বা ম্যানেজমেন্ট এ স্নাতক ডিগ্রী চাওয়া হয়। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর উপর কোর্স করা থাকলে চাকুরীর ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। বিদেশী দাতা সংস্থা ও এনজিও তে কাজ করতে চাইলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর পাশাপাশি সোস্যাল সায়েন্স এর উপর ডিগ্রী থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে

একজন লজিস্টিকস অফিসারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • অবশ্যই বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষ হতে হবে;
  • দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এবং পরিস্থিতি বিশ্লেষণ করার মতো মানসিক দক্ষতা থাকতে হবে;
  • স্বতস্ফুর্ত হতে হবে, ভালো নেগোসিয়েশন স্কিল থাকতে হবে;
  • একই সঙ্গে অনেক ধরনের কাজকর্ম মাথায় রেখে করার দক্ষতা থাকতে হবে;
  • এমএস ওয়ার্ড, এমএস এক্সসেল, এমএস পাওয়ারপয়েন্ট এর কাজে পারদর্শী হতে হবে;
  • দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং দলকে নেতৃত্ব দেবার গুণাবলী থাকতে হবে;

কোথায় পড়শুনা করবেন লজিস্টিকস অফিসার হতে চাইলে?

বাংলাদেশের প্রায় সকল সাধারণ বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগে স্নাতক বা এমবিএ করার সুযোগ আছে। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে প্রোকিউরমেন্ট এন্ড সাপ্লাই ম্যানেজমেন্ট এ মাস্টার্স এর সুযোগ আছে। বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ডিসিসিআই বিজনেস ইন্সটিটিউট, বাংলাদেশ ইন্সটিটিউট অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট(BISCM) এ সাপ্লাই চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট এর উপর ডিপ্লোমা ও শর্ট কোর্স করার সুযোগ আছে।

একজন লজিস্টিকস অফিসারের কাজের ক্ষেত্র এবং সুযোগ কেমন?

২০১৫-১৬ অর্থ বছরে বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধির হার ছিল ১১ দশমিক ০৯ শতাংশ। বাংলাদেশে শিল্পায়ন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে বিদেশী কোম্পানির বিনিয়োগ বাড়ছে। এসব শিল্পকারখানা, অর্থনৈতিক প্রতিষ্ঠানে প্রচুর লজিস্টিকস অফিসার প্রয়োজন। এছাড়া দেশে বিদেশী এনজিও ও দাতা সংস্থার কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এসকল প্রতিষ্ঠানেও লজিস্টিকস অফিসার প্রয়োজন।

একজন লজিস্টিকস অফিসারের মাসিক আয় কেমন?

প্রতিষ্ঠানভেদে আলাদা হলেও শুরুতে অন্তত ১০ হাজার টাকা পাওয়া যায়। প্রিমিয়ার সিমেন্ট মিলসে লজিস্টিকস অফিসারের মোট বেতন ১১২০০ টাকা।৩-৭ বছরের অভিজ্ঞতা থাকলে এম এন্ড ইউ প্যাকাজিং লিমিটেড এ ১৫-৩০ হাজার টাকা বেতনে চাকুরী পাওয়া যাবে। ব্র্যাকের মত বড় মাপের প্রতিষ্ঠানে মাত্র এক বছরের অভিজ্ঞতা থাকলেই ২৫ হাজার টাকা বেতনে চাকরি করা যাবে। তবে বিদেশী এনজিও এবং দাতা সংস্থায় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে অনেক টাকার বেতনে চাকরি পাওয়া যায়।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন লজিস্টিকস অফিসারের?

সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর উপর প্রশিক্ষণ থাকলে লজিস্টিকস অফিসার বা ডেপুটি লজিস্টিকস কোঅর্ডিনেটর হিসেবে সহজেই ক্যারিয়ার শুরু করা যায়। কয়েক বছর দক্ষতার সাথে কাজ করলে সিনিয়র লজিস্টিকস অফিসার হওয়া সম্ভব। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা থাকলে লজিস্টিকস এর পাশাপাশি প্রোকিউরমেন্ট বিভাগ এর দায়িত্বও পাওয়া সম্ভব। অনেক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন বিভাগের ম্যানেজার হবার সুযোগ থাকে।

Leave a Comment