সচিব

সচিবালয় দেশের গোটা প্রশাসন ও সরকারি কর্মকান্ডের নিয়ন্ত্রণ কেন্দ্র। প্রধানত এখানেই সরকারের সকল নীতি নির্ধারণী সংস্থা অবস্থিত। ‘বাংলাদেশ সচিবালয়’ বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও আমলাতান্ত্রিক অফিস। এর রাজনৈতিক প্রধান মন্ত্রীগণ আর প্রশাসনিক প্রধান সরকারের সচিবগণ। সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সচিবরা উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

সাধারণ পদবী: সচিব
বিভাগ: সচিবালয়     
কর্মস্থলঃ বিভিন্ন মন্ত্রনালয়।
ক্যারিয়ারের ধরন: ফুল টাইম
লেভেল: এন্ট্রি
অভিজ্ঞতা: পুর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। বিসিএস অ্যাডমিন ক্যাডারে উত্তীর্ণরা সর্বোচ্চ পদোন্নতি পেয়ে সচিব হন।
বেতন সীমা: জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড অনুযায়ী মূল বেতন ৳১৮০০০-৳২২,৫০০। কর্মস্থল অনুযায়ী বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে শুরুতে মাসিক বেতন ৳৩২,০০০-৳৩৭,০০০ ।
বয়স সীমা:  বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বয়স ২১-৩২ বছরের মধ্যে থাকতে হবে


একজন সচিব কী ধরনের সংস্থা বা প্রতিষ্ঠানে কাজ করেন?

সকল মন্ত্রণালয়ের প্রধান হিসেবে সচিবরা কাজ করেন।


একজন সচিব কী ধরনের কাজ করেন?  
•         সিনিয়র সচিবের কাজে সহযোগীতা করা।
•         সচিব সংশ্লিষ্ট অধিদপ্তর ও অধীনস্থ অফিসমূহসহ মন্ত্রণালয়/বিভাগের মুখ্য হিসাবরক্ষক।
•         মন্ত্রনালয়ের বরাদ্দকৃত অর্থ যাতে বাজেট ও প্রচলিত হিসাববিধি অনুসারে ব্যয় হয় সেটিও নিশ্চিত করেন।
•         প্রয়োজনীয় উপাত্ত, তথ্য ও উদাহরণ সংগ্রহ, পরীক্ষা, বিশ্লেষণ।
•         নীতি ও সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রীকে মতামত দেয়া।
•         নীতিসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি করা।
•         প্রাসঙ্গিক এবং সূক্ষ্ম বিষয়ে গোপনীয়তা বজায় রাখা।


বিএসসি পরীক্ষার ধাপ কী কী?  
শুরুতে  প্রিলিমিনারি টেস্ট হয় যেখানে ২০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নে পরীক্ষা হয়। এ ধাপে উত্তীর্ণ হলে ১১০০ নাম্বারের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষায় ৫০ ভাগ নাম্বার পাওয়া পরীক্ষার্থীদের ভাইভা পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হয়।  

একজন সচিবের মাসিক আয় কেমন?
জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড অনুযায়ী মূল বেতন ৳১৮০০০-৳২২,৫০০। কর্মস্থল অনুযায়ী বাড়ি ভাড়া, ও অন্যান্য ভাতা মিলিয়ে শুরুতে মাসিক বেতন ৳৩২,০০০-৳৩৭,০০০ । পদোন্নতি না হলে এ গ্রেডের সর্বোচ্চ বেতন ৳৫৩০৬০। এছাড়াও ব্যক্তিগত গাড়িসহ সচিবদের আরো কিছু বিশেষ সুবিধা দেয়া হয়।

Leave a Comment