সিসিটিভি টেকনিশিয়ান

একজন সিসিটিভি টেকনিশিয়ান কোথায় কাজ করেন?

যে কোন প্রতিষ্ঠানের প্রয়োজনেই একজন সিসিটিভি টেকনিশিয়ানকে নিয়োগ দেওয়া হতে পারে। সাধারণত বড় আকারের প্রতিষ্ঠান যেখানে নিরাপত্তার জন্য বহুলসংখ্যক সিসিটিভি প্রয়োজন এবং বড় আকারের শপিং মল ও সুপারশপগুলোতে সিসিটিভি টেকনিশিয়ান নিয়োগ দেওয়ার প্রয়োজন বেশি হয়।

একজন সিসিটিভি টেকনিশিয়ান কী ধরনের কাজ করেন?

একজন সিসিটিভি টেকনিশিয়ান সাধারণত নিম্নে উল্লিখিত কাজগুলো করে থাকেন –

১। ভবনের সিসিটিভি ঠিক ও সচল আছে কিনা তা দেখভাল করা।  

২। সিসিটিভি ক্যামেরার যান্ত্রিক গোলযোগ ও সমস্যা নির্ণয় করা এবং এর সমাধান করা।  

৩। সিসিটিভি ক্যামেরা মেরামত করা।

৪। সিসিটিভি ক্যামেরার সার্কিটের কাজ সম্পন্ন করা।

৫। সিসিটিভি ক্যামেরা স্থাপন করা এবং সামগ্রিক তত্ত্বাবধান করা।    

একজন সিসিটিভি টেকনিশিয়ানের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

১। সিসিটিভি টেকনিশিয়ান হিসেবে কাজ করতে চাইলে তড়িৎকৌশল এবং সার্কিট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। অনেক ক্ষেত্রে শুধুমাত্র অভিজ্ঞতার ভিত্তিতেও নিয়োগ দেওয়া হতে পারে।

২। সিসিটিভি টেকনিশিয়ান হিসেবে কাজ করতে চাইলে অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ বিষয় হলেও নির্দিষ্ট কোন বাধ্যবাধকতা নেই। তবে অভিজ্ঞতা থাকলে প্রার্থী নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকেন।  

৩। সিসিটিভি টেকনিশিয়ান হিসেবে কাজ করতে চাইলে সাধারণত নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা থাকে। ১৮ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিদের সাধারণত নিয়োগ দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে। তবে বিষয়টি কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ।

৪। এক্ষেত্রে সাধারণত শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়।

৫। সিসিটিভি সংক্রান্ত যথাযথ জ্ঞান ও ধারণা থাকা বাঞ্ছনীয়।

একজন সিসিটিভি টেকনিশিয়ানের মাসিক আয় কেমন?

এক্ষেত্রে বিষয়টি কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ হলেও একজন সিসিটিভি টেকনিশিয়ানের মাসিক আয় সাধারণত বার হাজার টাকা থেকে পনের হাজার টাকার মধ্যে হয়।

 

Leave a Comment