ইন্টারপ্রেটার

একজন ইন্টারপ্রেটার বা ট্রান্সলেটর ভিন্নভাষী মানুষের মধ্যে যোগাযোগ রক্ষা করেন। সাধারণত এ যোগাযোগের ধরন তাৎক্ষণিক হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে যেসব প্রতিষ্ঠানে বিদেশী কর্মী কাজ করেন, সেগুলোতে এ পদের প্রয়োজন রয়েছে।

এক নজরে একজন ইন্টারপ্রেটার

সাধারণ পদবী: ইন্টারপ্রেটার, ট্রান্সলেটর, দোভাষী
বিভাগ: শিক্ষা
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম, কোম্পানি, ফ্রিল্যান্সিং
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ০ – ৫ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳৫০,০০০ – ৳৮০,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: ২০ – ৩৫ বছর
মূল স্কিল: ভাষাগত দক্ষতা, যোগাযোগের দক্ষতা
বিশেষ স্কিল: মনোযোগ দিয়ে অন্যের কথা শুনতে পারা, পর্যবেক্ষণ ক্ষমতা, সাংস্কৃতিক সচেতনতা, ধৈর্য

একজন ইন্টারপ্রেটার কোথায় কাজ করেন?

আমাদের দেশে সাধারণত নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোতে ইন্টারপ্রেটার বা ট্রান্সলেটরের পদ পাওয়া যায়:

  • গার্মেন্টস, টেক্সটাইল ও কন্সট্রাকশন কোম্পানি;
  • হ্যাচারি বা কৃষি প্রতিষ্ঠান;
  • আন্তর্জাতিক সংস্থা।

প্রাতিষ্ঠানিক কাজের বাইরে চুক্তির ভিত্তিতে অনেকে ব্যক্তিগত ইন্টারপ্রেটার বা ট্রান্সলেটর হিসাবে ফ্রিল্যান্সিং কাজ করে থাকেন।

একজন ইন্টারপ্রেটারের কাজ কী?

একজন ইন্টারপ্রেটারের মূল দায়িত্ব হলো দেশী ও বিদেশী কর্মীদের মধ্যে যোগাযোগ রক্ষা করা। লিখিত, মৌখিক, তাৎক্ষণিক – প্রতিষ্ঠান ও কাজভেদে যোগাযোগের ধরন আলাদা হতে পারে। কিছু ক্ষেত্রে প্রতিবেদন লেখার দায়িত্বও থাকতে পারে আপনার উপর।

দুই পক্ষের মধ্যে ঠিকভাবে যোগাযোগ রাখার জন্য আপনাকে নিচের বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে:

  • আক্ষরিক অনুবাদ না করে ভাবগত ও প্রাসঙ্গিক অনুবাদ করা;
  • কোন পক্ষ কঠিন ভাষা ব্যবহার করলেও অনুবাদের সময় সহজভাবে তা অন্য পক্ষের কাছে ব্যাখ্যা করা;
  • কর্মীদের মনোভাব অনুধাবন করে তাদের বক্তব্যকে সঠিকভাবে উপস্থাপন করা;
  • যোগাযোগের ক্ষেত্রে কারো কোন সমস্যা হচ্ছে কি না, সে ব্যাপারে সার্বক্ষণিক মনোযোগ দেয়া।

একজন ইন্টারপ্রেটারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

শিক্ষাগত যোগ্যতা: সাধারণত যেকোন বিষয়ে ডিপ্লোমা অথবা স্নাতক পাশ হতে হবে।

ভাষাগত যোগ্যতা: প্রয়োজনীয় ভাষা ভালোমতো লিখতে, পড়তে, বুঝতে ও বলতে জানতে হবে। এক্ষেত্রে সে ভাষার উপর কোর্স করা থাকলে বা সার্টিফিকেট থাকলে আপনি অগ্রাধিকার পাবেন।

বয়স: সাধারণত ২০ থেকে ৩৫ বছর।

অভিজ্ঞতা: বড় প্রতিষ্ঠানে কাজ করার জন্য সাধারণত ২-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হয়। অবশ্য কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা ছাড়াও নিয়োগ দেয়া হয়।

যে ভাষার ইন্টারপ্রেটার হিসাবে কাজ করবেন, সে ভাষার দেশে কয়েক বছর অস্থায়ীভাবে বাস করলে বা পড়াশোনা করলে তা খুব কাজে আসবে।

বিশেষ শর্ত: এ কাজের জন্য প্রায় সময় বিভিন্ন জায়গায় যাবার দরকার হয় বলে বহু বিজ্ঞপ্তিতে পুরুষ প্রার্থীদের নিয়োগ দেবার কথা স্পষ্টভাবে বলা থাকে।

একজন ইন্টারপ্রেটারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

একজন ইন্টারপ্রেটার হিসাবে কাজ করতে চমৎকার ভাষাজ্ঞানের কোন বিকল্প নেই। এর বাইরেও কিছু দক্ষতা থাকা প্রয়োজন:

  • মনোযোগ দিয়ে অন্যের কথা শুনে খুব তাড়াতাড়ি বুঝতে পারা;
  • নিজের প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা;
  • কথোপকথনের মূল বিষয় সম্পর্কে অবগত থাকা;
  • ভিন্নভাষী মানুষদের আচার-আচরণ, প্রথা আর অভ্যাস সম্পর্কে জানা;
  • যোগাযোগের ক্ষেত্রে কারো কোন সমস্যা হচ্ছে কি না, তা অনুধাবন করতে পারা;
  • কোন কারণে ভুল বোঝাবুঝি হলে ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দেয়া।

ইন্টারপ্রেটার হিসাবে কাজ করতে কারিগরি জ্ঞান থাকার বাধ্যবাধকতা নেই। কিন্তু প্রতিবেদন তৈরির কাজ করতে হয় বলে মাইক্রোসফট অফিসে দক্ষ হওয়া প্রয়োজন।

বিদেশী ভাষা শিখবেন কোথায়?

দেশের বিভিন্ন ইন্সটিটিউটে বিদেশী ভাষার ওপর কোর্স করতে পারবেন আপনি। যেমন:

  • আধুনিক ভাষা ইন্সটিটিউট (IML), ঢাকা বিশ্ববিদ্যালয়: ইংরেজি, ফ্রেঞ্চ, আরবি, স্প্যানিশ, চীনা, জাপানি, জার্মান, ফার্সি, রাশিয়ান
  • আলিয়ঁস ফ্রসেজ (Alliance Francaise): ফ্রেঞ্চ
  • গ্যেটে ইন্সটিটিউট (Goethe-Institute Bangladesh): জার্মান
  • ব্রিটিশ কাউন্সিল (British Council): ইংরেজি

একজন ইন্টারপ্রেটারের মাসিক আয় কেমন?

একজন ইন্টারপ্রেটারের আয় কাজ ও প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। সাধারণ হিসাব অনুযায়ী মাসিক আয় ৳২০,০০০ থেকে প্রায় ৳৪৫,০০০ পর্যন্ত হয়।

একজন ইন্টারপ্রেটারের ক্যারিয়ার কেমন হতে পারে?

সাধারণত চুক্তির ভিত্তিতে নিয়োগ দেয়া হয় বলে এ ক্যারিয়ারের কোন নির্দিষ্ট পদোন্নতির লেভেল নেই।

বিশেষ কৃতজ্ঞতা

  • জাপানিজ ইন্টারপ্রেটার, টয়োশিমা অ্যান্ড কোং লিমিটেড, বিজ্ঞপ্তির তারিখ: ১৬ এপ্রিল ২০১৮, বিডিজবস ডট কম।
  • চাইনিজ ইন্টারপ্রেটার, টংওয়েই ফিড মিল বাংলাদেশ লিমিটেড, বিজ্ঞপ্তির তারিখ: ১৮ এপ্রিল ২০১৮, বিডিজবস ডট কম।
  • জাপানিজ ইন্টারপ্রেটার, ক্যাট গার্মেন্ট কোম্পানি লিমিটেড, বিজ্ঞপ্তির তারিখ: ২৫ এপ্রিল ২০১৮, বিডিজবস ডট কম।
  • জাপানিজ ইন্টারপ্রেটার, গ্লাক বিডি ইন্টারন্যাশনাল লিমিটেড, বিজ্ঞপ্তির তারিখ: ৩০ এপ্রিল ২০১৮, বিডিজবস ডট কম।

4 thoughts on “ইন্টারপ্রেটার”

  1. ট্রান্সস্লেটর হওয়ার জন্যে দিক নির্দেশনা চাই।

    Reply

Leave a Comment