ওয়েব ডিজাইনারের চাকরি কীভাবে পাবেন?

আমাদের দেশে ওয়েব ডিজাইনারদের চাহিদা দিন দিন বাড়ছে। আপনি যদি ওয়েব ডিজাইনারের চাকরি পেতে চান, তাহলে এ লেখা থেকে প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিন। উল্লেখ্য যে, এখানে ওয়েব ডিজাইনে ফ্রিল্যান্সিংয়ের উপর কোন তথ্য দেয়া হচ্ছে না। বরং সরাসরি চাকরি পাবার ব্যাপারে কথা বলছি আমরা।

Powered by Kormo App - ক্যারিয়ারকী (CareerKi)

লেখাটি পড়ার সুযোগ পাচ্ছেন ‘Kormo’ অ্যাপের সৌজন্যে। উল্লেখ্য যে, অ্যাপটি বর্তমানে ইনঅ্যাক্টিভ।

ওয়েব ডিজাইনারের চাকরিতে আপনাকে কী করতে হবে?

ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন তৈরির জন্য প্রাথমিক পরিকল্পনা, ডিজাইন ও ইউজার এক্সপেরিয়েন্স (UX) নিয়ে কাজ করার দায়িত্ব থাকবে আপনার উপর। তবে প্রতিষ্ঠানভেদে কাজের ধরন আলাদা হবে।

আপনার দায়িত্বের মধ্যে পড়বে –

  • প্রজেক্টের খুঁটিনাটি সম্পর্কে পরিষ্কার ধারণা নেয়া
  • ওয়েবপেইজ/ওয়েবসাইট/অ্যাপ্লিকেশনের প্রাথমিক লেআউট তৈরি করা
  • প্রজেক্টের জন্য গ্রাফিক্স, অ্যানিমেশন কিংবা ডিজিটাল ফটোগ্রাফি ডিজাইন করা
  • প্রাথমিক ডিজাইন উপস্থাপন করা
  • প্রয়োজনীয় কোড লেখা
  • দরকার হলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করা
  • প্রজেক্টের শর্ত অনুযায়ী ওয়েবসাইট/অ্যাপ্লিকেশনের ডিজাইন ঠিক রাখা
  • ওয়েবপেইজ/অ্যাপ্লিকেশনের ভিজ্যুয়াল কন্টেন্ট ঠিকভাবে কাজ করছে কি না, তা পরীক্ষা করা
  • কাজ শেষ হলে প্রজেক্ট হস্তান্তর করা
  • প্রয়োজন হলে ওয়েবপেইজ/অ্যাপ্লিকেশনের লেআউট আপডেট করা

ওয়েব ডিজাইনারের চাকরিতে আপনি বেতন কত পাবেন?

একেবারে শুরুর দিকে গড়ে মাসিক ৳২০,০০০ – ৳২৫,০০০ বেতন পাবেন। কাজের মান ভালো হলে আয়ও বাড়বে।

ওয়েব ডিজাইনারের চাকরি করতে হলে ডিগ্রি আর সার্টিফিকেটের দরকার আছে কি?

ওয়েব ডিজাইন ক্রিয়েটিভিটি আর দক্ষতার কাজ। তবে এ সংক্রান্ত ডিগ্রি আর সার্টিফিকেট থাকলে আমাদের দেশের নিয়োগদাতারা কিছুটা আস্থা পান। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে আপনার পোর্টফোলিও চাকরি পাবার জন্য সবচেয়ে ভালো উপায়।

কীভাবে হবেন ওয়েব ডিজাইনার?

তিন উপায়ে ওয়েব ডিজাইনার হতে পারবেন আপনিঃ

  • নির্দিষ্ট কিছু বিষয়ে ডিগ্রি নিয়ে
  • কোর্স বা ট্রেনিংয়ের মাধ্যমে
  • নিজে নিজে প্র্যাকটিস করে

প্রাতিষ্ঠানিকভাবে ওয়েব ডিজাইনার হতে চাইলে মাল্টিমিডিয়া ডিজাইন বা ডিজিটাল মিডিয়া প্রোডাকশনে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি নিতে পারেন। তাছাড়া কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকলেও চলবে। অবশ্য এগুলো মূলত ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিংয়ের বিষয়।

ওয়েব ডিজাইনের উপর বিভিন্ন কোর্স বা ট্রেনিং করার সুযোগ রয়েছে আপনার জন্য। যেমনঃ

  • ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
  • মাল্টিমিডিয়া ডিজাইন
  • ইউজার এক্সপেরিয়েন্স (UX) ও ইউজার ইন্টারফেস (UI) ডিজাইন
  • ডিজিটাল ইমেজিং

এগুলোর মাধ্যমে আপনি শিখতে পারবেনঃ

  • কোডিং: HTML, CSS, JavaScript, jQuery, Dreamweaver
  • ডিজাইন ও গ্রাফিক্স: Photoshop, Illustrator, InDesign
  • কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম: WordPress, Drupal, Joomla

টেকনিক্যাল দক্ষতা অর্জনের পাশাপাশি আপনার সমস্যা সমাধানের দক্ষতা বাড়ান। তাছাড়া, অন্যদের সাথে মিলে কাজ করার মানসিকতা তৈরি করুন।

ডিগ্রি বা সার্টিফিকেট থাকুক বা না থাকুক, কাজের পোর্টফোলিও থাকলে আপনি নিয়োগদাতাদের কাছে গ্রহণযোগ্যতা পাবেন। এ কারণে ড্রিবল (Dribble) বা বিহ্যান্স (Behance) প্লাটফর্মে আপনার করা ওয়েব ডিজাইনের কাজ আপলোড করুন নিয়মিত।

ওয়েব ডিজাইনারের চাকরি কোথায় পাবেন?

সরকারি প্রতিষ্ঠান ও এনজিওতে সরাসরি নিয়োগ খুব কম দেয়া হয় এ চাকরিতে। তবে এসব প্রতিষ্ঠান ওয়েব ডিজাইনের কাজ প্রজেক্ট আকারে আইটি কোম্পানি ও ফার্মগুলোকে দিয়ে থাকে। তাই সে প্রতিষ্ঠানগুলোতে আপনার চাকরি পাবার সুযোগ সবচেয়ে বেশি। পাশাপাশি মার্কেটিং এজেন্সিতেও আপনি কাজ করতে পারবেন।

Leave a Comment