কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার

প্রসেসর, সার্কিট বোর্ড ও রাউটারসহ কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার রয়েছে। একজন কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটারের এ ধরনের যন্ত্রাংশ ডিজাইন, নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করে থাকেন।

এক নজরে একজন কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার

সাধারণ পদবী: কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার
বিভাগ: ইঞ্জিনিয়ারিং
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি, ফ্রিল্যান্সিং
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম, চুক্তিভিত্তিক
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳৩০,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: ২৫ বছর
মূল স্কিল: যন্ত্রপাতি সম্পর্কে ভালো জ্ঞান, সিস্টেম ডিজাইনে পারদর্শিতা
বিশেষ স্কিল: প্রজেক্ট ব্যবস্থাপনা, সম্পদ ব্যবস্থাপনা

একজন কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার কোথায় কাজ করেন?

  • সরকারি প্রতিষ্ঠানে বা প্রজেক্টে, যেখানে জটিল কম্পিউটার যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের কাজ রয়েছে;
  • বেসরকারি প্রতিষ্ঠানে বা প্রজেক্টে, যেখানে জটিল কম্পিউটার যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের কাজ রয়েছে;
  • ব্যাংক ও আর্থিক সেবার প্রতিষ্ঠানে;
  • আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে;
  • কম্পিউটার হার্ডওয়্যার নির্মাণ প্রতিষ্ঠানে।

একজন কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার কী ধরনের কাজ করেন?

  • কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার ও সিস্টেমের নকশা বানানো;
  • কম্পিউটারের যন্ত্রাংশ নির্মাণ করা ও তার কার্যকারিতা পরীক্ষা করা;
  • কম্পিউটারের যন্ত্রাংশের উন্নয়ন ঘটানো ও বিভিন্ন সফটওয়্যারের সাথে এর ব্যবহার উপযোগিতা নিশ্চিত করা;
  • সফটওয়্যার ডেভেলপারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা;
  • নতুন কম্পিউটার প্রযুক্তি নিয়ে গবেষণা করা।

একজন কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেও কম্পিউটার প্রযুক্তির উপর উচ্চতর শিক্ষা নেয়া সম্ভব।

বয়সঃ প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়। সাধারণত আপনার বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

অভিজ্ঞতাঃ এ পেশায় অভিজ্ঞদের প্রাধান্য রয়েছে। সাধারণত ১-২ বছরের অভিজ্ঞতা কাজে আসে।

একজন কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

চাকরিদাতারা আশা করেন যে, একজন এন্ট্রি লেভেলের ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কম্পিউটার প্রযুক্তির মৌলিক বিষয়গুলো নিয়ে ভালোভাবে জানবেন। সিস্টেম ডিজাইনে পারদর্শিতা থাকা গুরুত্বপূর্ণ।

ইঞ্জিনিয়ারিংয়ের গণিত আর পরিসংখ্যানে দক্ষতা থাকা উচিত আপনার। পাশাপাশি সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারকে কীভাবে সামঞ্জস্যপূর্ণ রাখা যায়, সে ব্যাপারে জ্ঞান রাখতে হবে।

নন-টেকনিক্যাল জ্ঞানের মধ্যে উল্লেখযোগ্য হলো –

  • সৃজনশীল উপায়ে ও যৌক্তিকভাবে সমস্যা সমাধানের দক্ষতা;
  • বিশ্লেষণী ক্ষমতা, যা খুঁটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণে সাহায্য করতে পারে;
  • অন্যদের সাথে কাজ করার মানসিকতা থাকা;
  • বিভিন্ন ধরনের কাজ একসাথে সামলানোর দক্ষতা;
  • যন্ত্রপাতি নিয়ে কাজ করার মানসিকতা থাকা;

কোথায় পড়বেন কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং?

বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিএসসি ডিগ্রি নিতে পারেন। আবার ডিপ্লোমা কোর্সেও পড়াশোনার ব্যবস্থা আছে।

একজন কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের মাসিক আয় কেমন?

কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের প্রতিষ্ঠানেভেদে আলাদা। শুধু কম্পিউটার যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত থাকলে মাসিক বেতন ৳৩০,০০০ – ৳৪০,০০০ হয়ে থাকে। হার্ডওয়্যার নির্মাণ প্রতিষ্ঠানগুলোতে মাসিক বেতন ৳৭০,০০০ থেকে শুরু করে লাখ টাকার উপরে হয়ে থাকে।

একজন কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের ক্যারিয়ার কেমন হতে পারে?

এন্ট্রি লেভেলে আপনার ক্যারিয়ার শুরু হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা রিসার্চার হিসাবে। সাধারণত ৫ বছরের মধ্যে সিনিয়র ইঞ্জিনিয়ারের পদ পাবেন। নিজের কাজে দক্ষ হলে ১৫-২০ বছরের মধ্যে প্রতিষ্ঠানের নির্মাণ বিভাগের প্রধান পদে নিযুক্ত হবার সুযোগ রয়েছে।

Leave a Comment