জিআরই ও জিম্যাটের প্রস্তুতি নেবেন কীভাবে?

উচ্চশিক্ষার ক্ষেত্রে জিআরই (GRE) ও জিম্যাট (GMAT) সুপরিচিত দুইটি স্ট্যান্ডার্ড টেস্ট। সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে পোস্টগ্র্যাজুয়েশন করার জন্য এ পরীক্ষাগুলো দিতে হয়। মূলত বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও মানবিক ইত্যাদি বিষয়ে লাগে জিআরই স্কোর। তবে আপনার লক্ষ্য বিজনেস স্কুল হলে জিম্যাট স্কোর দরকার হবে। এবারের লেখায় জেনে নিন জিআরই ও জিম্যাটের প্রস্তুতি সম্পর্কে।

জিআরই কী? কী কারণে লাগে?

‘Graduate Record Examination’-কে সংক্ষেপে বলা হয় জিআরই। এটি একটি কম্পিউটার অ্যাডাপটিভ পরীক্ষা, তাই কম্পিউটারে বসেই এ পরীক্ষা দিতে হয়। সাধারণত উত্তর আমেরিকাতে সায়েন্স ও আর্টস নিয়ে ব্যাচেলর পরবর্তী পড়াশোনার জন্য জিআরই স্কোরের দরকার হয়। স্কোর ভালো হলে স্কলারশিপ পাবার পথ অনেকটা সহজ হয়ে যায়।

জিআরই কোন কোন বিষয়ের উপর নেয়া হয়?

জিআরই সাধারণত দুই ধরনের হয়।

  • বিষয়ভিত্তিক জিআরই
  • সাধারণ জিআরই

বিষয়ভিত্তিক জিআরই

সাধারণত ৮টি বিষয়ের উপর বিষয়ভিত্তিক জিআরই দেয়া যায়। এগুলো হল:

  • প্রাণরসায়ন, কোষ এবং আণবিক জীববিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • রসায়ন
  • কম্পিউটার সায়েন্স
  • ইংরেজি সাহিত্য
  • গণিত
  • পদার্থবিজ্ঞান
  • মনোবিজ্ঞান

সাধারণ জিআরই

সাধারণ জিআরই পরীক্ষায় মূলত তিনটি অংশ থাকে।

  • Verbal Reasoning: এখানে মূলত ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করা হয়। ২টি সেকশন থাকে। প্রতিটি সেকশনে থাকে ২০টি প্রশ্ন ও ৩০ মিনিট সময়। এ অংশে যেসব দক্ষতা যাচাই করা হয়, সেগুলো হলো:
    • কোন একটি লেখা থেকে সিদ্ধান্ত নেয়া; লেখায় লেখকের দৃষ্টিভঙ্গি বা উদ্দেশ্য বুঝতে পারা; শব্দগুলোর বহুমাত্রিক অর্থ অনুধাবন করা
    • একটি লেখা থেকে তার ধরন, মূল পয়েন্ট-গৌণ পয়েন্ট, এবং তার সারমর্ম অনুধাবন করতে পারা
    • শব্দ ও বাক্যের সঠিক অর্থ বুঝতে পারা
  • Quantitative Reasoning: এ অংশে গাণিতিক দক্ষতা যাচাই করা হয়। সাধারণত একটি অনস্ক্রিন ক্যালকুলেটর থাকে ব্যবহারের জন্য। ২টি সেকশনে বিভক্ত। প্রতি সেকশনে থাকে ২০টি প্রশ্ন ও ৩৫ মিনিট সময়। যেসব দক্ষতা যাচাই করা হয়:
    • গাণিতিক তথ্য বুঝতে পারা ও তার ব্যাখ্যা করতে পারা
    • গাণিতিক সুত্র ব্যবহার করে সমস্যার সমাধান করা
    • পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ও ডাটা অ্যানালাইসিসের সাধারণ দক্ষতা
  • Analytical Writing: বিশ্লেষণধর্মী লেখায় আপনি কতটা পারদর্শী, এ অংশে মূলত তা যাচাই করা হয়। ‘Analysis of Issue’ ও ‘Analysis of Argument’ – এ ২টি রচনা লিখতে হয়। প্রতিটার জন্য ৩০ মিনিট করে সময় বরাদ্দ থাকে। যেসব দক্ষতার দিকে এখানে নজর দেয়া হয়, সেগুলো হলো:
    • জটিল বিষয়কে সহজ ও পরিষ্কারভাবে বলতে পারা
    • প্রাসঙ্গিক উদাহরণ ও যুক্তির ব্যবহার
    • গোছানো ও ধারাবাহিক লেখা
    • প্রাসঙ্গিক তথ্য ও শব্দের ব্যবহার
  • আনস্কোরড ও রিসার্চ নামে দুইটি অংশ আসতেও পারে, আবার নাও আসতে পারে। এ নিয়ে চিন্তার কিছু নেই। এগুলো মূলত জিআরই পরীক্ষার নিয়ন্ত্রকদের গবেষণার অংশ।

জিআরই স্কোরিং কীভাবে হয়?

  • ‘Verbal Reasoning’ ও ‘Quantitative Reasoning’ – এ দুইটি অংশে ১৩০ করে মোট ২৬০ নম্বর থাকে।
  • পরীক্ষার্থীর উত্তরের উপর নির্ভর করে প্রশ্নের ধরন ঠিক হয়। ধরা যাক, একটি সহজ সমস্যার সমাধান আপনি পারলেন। সেক্ষেত্রে পরের প্রশ্নটি আরেকটু কঠিন আসবে। কিন্তু একটি কঠিন সমস্যার ভুল উত্তর দিলে পরের প্রশ্নটি আবার সহজ আসবে।
  • সবগুলো সঠিক উত্তর নিয়ে একটি প্রাথমিক স্কোর তৈরি করা হয়। এরপর প্রশ্নের ধরন (কঠিন-সহজ) অনুযায়ী চূড়ান্ত স্কোর আসে। কঠিন সমস্যার সমাধানের জন্য বেশি ও সহজের জন্য কম স্কোর থাকে।
  • ‘Analytical Writing’-এ ০-৬ নম্বরের মধ্যে স্কোর করা হয়। কম্পিউটার ও একজন বিশেষজ্ঞ যৌথভাবে এ স্কোরিং করে থাকে।

জিআরইর জন্য অনলাইন/অফলাইন রিসোর্স কী কী?

জিআরই প্রস্তুতির জন্য রয়েছে বিভিন্ন ওয়েবসাইট ও বই। যেমন:

জিম্যাট কী? কী কারণে লাগে?

‘Graduate Management Admission Test’-কে সংক্ষেপে বলা হয় জিম্যাট। জিআরইর মতো এটিও একটি কম্পিউটার অ্যাডাপটিভ টেস্ট। সাধারণত উত্তর আমেরিকার বিজনেস স্কুলগুলোতে এমবিএ করতে চাইলে এ পরীক্ষা দিতে হয়। স্কোরের উপর নির্ভর করে স্কলারশিপ পাবার সম্ভাবনা।

জিম্যাট কোন কোন বিষয়ের উপর নেয়া হয়?

জিম্যাটে সাধারণত চারটি অংশ থাকে।

  • Analytical Writing Assessment: এ অংশে মূলত ক্রিটিক্যালি চিন্তা করার দক্ষতা ও লেখার মাধ্যমে নিজের ভাবনাগুলোকে প্রকাশ করার ক্ষমতা যাচাই করা হয়। ৩০ মিনিট বরাদ্দ থাকে এ অংশের জন্য। বিজনেস সম্পর্কিত কোন একটি আর্গুমেন্টে নিজের মতামত দিয়ে একটি রচনা লিখতে হয় এতে। ০-৬ এর মধ্যে স্কোরিং করা হয়।
  • Integrated Reasoning: এ অংশে গ্রাফিক্স, টেবিল বা টেক্সট ইত্যাদি থেকে তথ্য বিশ্লেষণ করতে হয়। সাথে বিভিন্ন উৎস থেকে আসা তথ্যগুলোর সাহায্যে সমস্যার সমাধান করতে হয়। এ অংশে ১২টি প্রশ্নের জন্য ৩০ মিনিট বরাদ্দ থাকে। ১-৮ এর মধ্যে স্কোরিং করা হয়।
  • Quantitative Reasoning: ডাটা বিশ্লেষণ ও সাধারণ গাণিতিক সমস্যার সমাধান করতে হয় এ অংশে। ৩১টি প্রশ্নের জন্য ৬২ মিনিট বরাদ্দ থাকে। ৬-৫১ এর মধ্যে স্কোরিং করা হয়।
  • Verbal Reasoning: ইংরেজি টেক্সট পড়া ও তা বোঝার দক্ষতা যাচাই করা হয় এ অংশে। সাথে আর্গুমেন্টের ভুল বুঝতে পারা ও সংশোধনের দক্ষতাও যাচাই করা হয়। এ অংশে ৩৬টি প্রশ্নের জন্য ৬৫ মিনিট বরাদ্দ থাকে। ৬-৫১ এর মধ্যে স্কোরিং করা হয়।

জিম্যাটের জন্য অনলাইন/অফলাইন রিসোর্স কী কী?

Leave a Comment