ডাক্তারদের প্রকারভেদ

অর্থোপেডিস্টঃ হাড়ের সমস্যা ও রোগের চিকিৎসা করেন।

কার্ডিওলজিস্টঃ হৃদরোগের সমস্যার সমাধান দিয়ে থাকেন সাধারণত একজন কার্ডিওলজিস্ট।

ডার্মাটোলজিস্টঃ ত্বকসংক্রান্ত সমস্যার সমাধান দেন।

ডেন্টিস্টঃ রোগীর দাঁত, মাড়ি, চোয়াল ও মুখের ক্ষয় এবং অন্যান্য রোগ নির্ণয় ও নিরাময়ের জন্য পরামর্শ, পরীক্ষা, অস্ত্রোপচার ও খাদ্যতালিকা তৈরির কাজ করে থাকেন।

অপথালমোলজিস্টঃ মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া বাংলাদেশে বেশ পরিচিত দুইটি সমস্যার নাম। এছাড়া চোখে ছানি পড়াতেও বাংলাদেশের অনেক মানুষকেই আক্রান্ত হতে দেখা যায়। এসব বেশ সাধারণ সমস্যা ছাড়াও চোখের নানা রকম গুরুতর সমস্যার সমাধানের বিষয়টি দেখভাল করেন একজন চোখের ডাক্তার বা অপথালমোলজিস্ট।

গাইনিকোলজিস্টঃ ত্রীপ্রজননতন্ত্রের (ওভারি,জরায়ু,যোনি) যে কোন প্রকার রোগ নির্ণয় এবং নিরাময়ের জন্য চিকিৎসা করে থাকেন।

নিউরোলজিস্টঃ নার্ভ বা স্নায়ুসংক্রান্ত সমস্যার সমাধান দিয়ে থাকেন।

ইএনটি বিশেষজ্ঞঃ ঠান্ডা-কাশির সমস্যায় আক্রান্ত হননি এমন মানুষের সংখ্যা বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। এসব বেশ সাধারণ সমস্যা ছাড়াও নাক, কান ও গলা সংক্রান্ত নানা রকম গুরুতর সমস্যার সমাধানের বিষয়টি দেখভাল করেন একজন নাক, কান ও গলা ডাক্তার বা ইএনটি বিশেষজ্ঞ।

অনকোলজিস্টঃ যে কোন প্রকার ক্যান্সার সনাক্ত, প্রতিরোধ এবং নিরাময়ের জন্য চিকিৎসা করে থাকেন একজন অনকোলজিস্ট।

পেডিয়াট্রিশিয়ানঃ শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে একজন চিকিৎসক শিশু রোগীকে সেবা দিতে, শিশু রোগীর স্বাস্থ্যপরীক্ষা করে থাকেন।প্রয়োজনীয় ঔষুধ ও পরামর্শ প্রদান করে থাকেন।

হেমাটোলজিস্টঃ হেমাটোলজিস্ট থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার সহ রক্ত সংক্রান্ত অনেক প্রাণঘাতী রোগের চিকিৎসা করেন।

নেফ্রোলজিস্টঃ কিডনি সংশ্লিষ্ট যে কোন ধরনের রোগ সনাক্ত, প্রতিকার ও প্রয়োজনীয় চিকিৎসা করে থাকেন

2 thoughts on “ডাক্তারদের প্রকারভেদ”

Leave a Comment