থ্রিডি আর্টিস্ট

একজন থ্রিডি আর্টিস্ট ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারভিত্তিক মডেল, অ্যানিমেশন ও গ্রাফিকস তৈরি করেন। আর্কিটেকচার থেকে শুরু করে গেম ডেভেলপমেন্ট – বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবেন এ পেশায়।

এক নজরে একজন থ্রিডি আর্টিস্ট

সাধারণ পদবী: থ্রিডি আর্টিস্ট, থ্রিডি মডেলার
বিভাগ: ক্রিয়েটিভ ক্যারিয়ার
প্রতিষ্ঠানের ধরন: প্রাইভেট ফার্ম, কোম্পানি
ক্যারিয়ারের ধরন: পার্ট-টাইম, ফুল-টাইম, ফ্রিল্যান্সিং
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা: কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳১৫,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স সীমা: ২২ – ২৮ বছর
মূল স্কিল: ডিজাইন সফটওয়্যার ব্যবহারে পারদর্শিতা, সৃজনশীলতা
বিশেষ স্কিল: যোগাযোগের দক্ষতা

একজন থ্রিডি আর্টিস্ট কোথায় কাজ করেন?

  • ফার্নিচার প্রস্তুতকারক প্রতিষ্ঠান
  • রিয়েল এস্টেট ও আর্কিটেকচার ফার্ম/কোম্পানি
  • ইন্টেরিয়র ডিজাইন ফার্ম/কোম্পানি
  • ভিডিও প্রোডাকশন ফার্ম/কোম্পানি
  • গেম ডেভেলপমেন্ট ফার্ম/কোম্পানি
  • সফটওয়্যার ফার্ম/কোম্পানি
  • বিজ্ঞাপনী সংস্থা

একজন থ্রিডি আর্টিস্ট কী ধরনের কাজ করেন?

  • মডেল ডিজাইনের প্রাথমিক খসড়া বা ড্রাফট তৈরি করা;
  • পরিকল্পনা অনুযায়ী বাস্তবসম্মত মডেল বানানো।

ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনার কাজ আলাদা হবে। যেমনঃ

  • ইন্টেরিয়র ডিজাইন ফার্মে কাজ করলে বাসা-বাড়ির অভ্যন্তরীণ গঠন কিংবা আসবাবপত্র কোথায় কীভাবে বসানো হবে, তার নকশা তৈরি করা।
  • ফার্নিচার প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কাজ করলে আসবাবপত্রের মডেল বানানো।

একজন থ্রিডি আর্টিস্টের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

শিক্ষাগত যোগ্যতাঃ রিয়েল এস্টেট বা আর্কিটেকচার ফার্ম/কোম্পানিতে চাকরির ক্ষেত্রে আর্কিটেকচার বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি থাকা প্রয়োজন।

ইন্টেরিয়র ডিজাইন ফার্ম/কোম্পানির ক্ষেত্রে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি চাওয়া হতে পারে।

মাল্টিমিডিয়া ডিজাইন নিয়ে পড়াশোনা করে থাকলেও বিভিন্ন কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন।

অভিজ্ঞতাঃ ১ – ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রাধান্য পাবেন।

একজন থ্রিডি আর্টিস্টের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

কম্পিউটার ডিজাইনের বিভিন্ন সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকা আপনার জন্য আবশ্যক। যেমনঃ

  • Autodesk 3ds Max
  • Autodesk Maya
  • Autodesk Mudbox
  • Modo
  • Adobe Photoshop

অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাইলে ‘Blender’ বা ‘Cinema 4D’ ব্যবহার করতে হতে পারে।

এ পেশায় সফলতা পেতে হলে দরকার –

  • সৃজনশীলতা
  • যোগাযোগের দক্ষতা
  • দলগত কাজে দক্ষতা

কোথায় শিখবেন থ্রিডি আর্টিস্টের কাজ?

আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইন নিয়ে পড়াশোনা করলে থ্রিডি মডেলিং সফটওয়্যারের ব্যবহার শেখা সম্ভব।

সরাসরি থ্রিডি আর্ট নিয়ে পড়াশোনা করার সুযোগ আমাদের দেশে সীমিত। তবে মাল্টিমিডিয়া ডিজাইনের শিক্ষার্থীরা এ বিষয়ের উপর কাজ শিখতে পারেন। এমন কিছু ডিগ্রি ও কোর্স হলোঃ

একজন থ্রিডি আর্টিস্টের মাসিক আয় কেমন?

কাজ ও প্রতিষ্ঠান অনুযায়ী আয় নির্ধারিত হয় এ পেশায়। এন্ট্রি লেভেলে সাধারণত ৳১৫,০০০ – ৳৩০,০০০ মাসিক বেতন পাবেন।

একজন থ্রিডি আর্টিস্টের ক্যারিয়ার কেমন হতে পারে?

এ পেশার বহু মানুষ চুক্তিভিত্তিক প্রজেক্টে কাজ করেন বলে গতানুগতিক পদোন্নতি তাদের জন্য প্রযোজ্য নয়। কোন প্রতিষ্ঠানে চাকরি করলে ক্যারিয়ারের ধরন আলাদা হয়। সর্বোচ্চ পর্যায়ে ডিজাইন দলের প্রধান হিসাবে নিয়োগ পেতে পারেন।

Leave a Comment