ফটোসাংবাদিক

প্রিন্ট মিডিয়াতে খবর প্রচারের অন্যতম মাধ্যম স্থির চিত্র। আর এই স্থির চিত্রের কারিগর একজন ফটো সাংবাদিক।

সাধারণ পদবী:  ফটো সাংবাদিক

বিভাগ:  সাংবাদিকতা

কর্মস্থলঃ  প্রিন্ট মিডিয়া, অনলাইন পোর্টাল

ক্যারিয়ারের ধরন:  পার্ট টাইম/ফুল টাইম

লেভেল: এন্ট্রি/ মিড

অভিজ্ঞতা: প্রতিষ্ঠানভেদে আলাদা

বেতন সীমা: নিয়মিত কাজের ক্ষেত্রে প্রতিষ্ঠানভেদে ২৫-৪০ হাজার

বয়স সীমা:  নির্দিষ্ট বয়সসীমা নেই কর্মক্ষম হওয়াই যথেষ্ট

মূল স্কিল : ফটোগ্রাফি এবং ক্যামেরা পরিচলনার দক্ষতা, সাংবাদিকতার নিয়ম, শিষ্টাচার সম্পর্কে জ্ঞান, দায়িত্বপ্রাপ্ত কাজ সম্বন্ধে ধারণা, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জ্ঞান

বিশেষ স্কিল:  সাহসিকতা, বুদ্ধিমত্তা, সততা, পরিশ্রমী, সৃজনশীল

একজন ফটো সাংবাদিক কোন ধরনের প্রতিষ্ঠান বা শিল্পে কাজ করেন?

একজন ফটো সাংবাদিক মূলত প্রিন্ট মিডিয়াতে কাজ করেন। প্রায় সকল ধরনের পত্রিকা, ম্যাগাজিনে ফটো সাংবাদিক প্রয়োজন। এছাড়া ওয়েব পোর্টালেও একজন ফটো সাংবাদিক হিসেবে কাজের সুযোগ আছে।

একজন ফটো সাংবাদিক কী ধরনের কাজ করেন?

একজন ফটো সাংবাদিকের প্রধান দায়িত্ব কোন এজেন্ডা প্রচার না করে সর্বদা নিরপেক্ষ ভাবে সাংবাদিকতা করা। একজন ফটো সাংবাদিক তার কাজের বিভাগ অনুযায়ী ছবি তোলেন। স্পোর্টস, আর্টস, ফ্যাশন, ফুড, লোকাল নিউজ সহ বিভিন্ন বিভাগে একজন ফটো সাংবাদিক বিভিন্ন ধরনের ইভেন্টের ছবি তোলেন। একজন ফটো সাংবাদিকের কাজের মধ্যে পরে গুরুত্বপূর্ণ যে কোন ঘটনা, সেমিনার, সভা স্থলে গিয়ে ছবি তোলা তেমনি কারোর সাক্ষাৎকার নেবার সময় ঐ ব্যক্তির পোট্রেট তুলে থাকেন। ফ্যাশন শো, রাজনৈতিক সভা, আন্দোলন, খেলা, উতসব, সংঘর্ষ সব কিছুই ফটো সাংবাদিকতার আওতায়। একজন সাংবাদিক নিজ উদ্যোগে অথবা পত্রিকা থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে কোথাও ইভেন্টের ফুটেজ আনতে যান। এ কাজে মাঝে মাঝে প্রচুর ঝুঁকি থাকে। এজন্য একজন সাংবাদিককে কাজের সময় সাহসিকতা, সততা এবং বুদ্ধির পরিচয় দিতে হয়।

একজন ফটো সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতা কী?

একজন ফটো সাংবাদিকের মূল দক্ষতা পত্রিকার জন্য উপযুক্ত ছবি তোলা যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাশ শিক্ষার্থীরাই ফটোসাংবাদিক হিসেবে কাজ করতে পারেন তবে সাংবাদিকতা ও গণ মাধ্যম বিভাগের শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হয় ফটোগ্রাফিতে ডিপ্লোমা ডিগ্রি বা কোন সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকলেও কাজে অগ্রাধিকার পাওয়া যায়

একজন ফটো সাংবাদিকের কী কী দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  •         ফটোগ্রাফিতে অবশ্যই সৃজনশীলতা এবং দক্ষতার পরিচয় হতে হবে
  •         ফটোগ্রাফিক ডিভাইস চালনায় দক্ষ হতে হবে
  •         ফটো সাংবাদিকতার মূল্যবোধ, শিষ্টাচার সম্বন্ধে ধারণা রাখতে হবে
  •         প্রয়োজনে ঝুঁকি নিতে হবে এবং কাজে সততা ও সাহসিকতার পরিচয় দিতে হবে
  •         বুদ্ধিমত্তা ও যুক্তির মাধ্যমে কাজ করতে হবে
  •         সাংবাদিকতার বিভাগ সম্পর্কে সম্যক ধ্যারণা রাখতে হবে
  •         চারপাশে চলমান ঘটনাবলি সম্পর্কে সজাগ থাকতে হবে

কোথায় পড়াশোনা করবেন ফটো সাংবাদিক হতে চাইলে?

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মত সরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ(AIUB), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসেও(ULAB) বিষয়টি মিডিয়া স্টাডিজসহ বিভিন্ন নামে পড়ানো হচ্ছে

জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট, বাংলাদেশ ইন্সটিটিউট অফ জার্নালিজমে ফটো সাংবাদিকতার উপর কোর্স করানো হয়। এর পাশাপাশি পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট, কাউন্টার ফটোতে ফটোগ্রাফির উপর কোর্স করানো হয়।

একজন ফটো সাংবাদিকের কাজের ক্ষেত্র ও সুযোগ কেমন?

বর্তমানে বাংলাদেশে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক অসংখ্য পত্রিকা বের হচ্ছে। দেশে সাক্ষরতার হার বৃদ্ধির সাথে সাথে পত্রিকা পাঠ করা মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আবার ইন্টারনেট ব্যবহার বহুলাংশে বৃদ্ধির ফলে জনপ্রিয় পত্রিকা গুলোর অনলাইন ভার্সন বা স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টাল এখন অনেক জনপ্রিয়। আবার আকাশ সংস্কৃতির এ যুগে বাংলাদেশের মানুষও এখন ফ্যাশন সচেতন। ফ্যাশন ও লাইফ স্টাইল ম্যাগাজিনগুলোর কদর বরাবরই আছে এ দেশে। এসব মিলিয়ে এখন ফটো সাংবাদিক হিসেবে বাংলাদেশে কাজের সুযোগ অনেক। আগে গুটি কয়েক মানুষ সাহসিকতার পরিচয় দিয়ে এ পেশায় আসলেও এখন ছাত্র বয়স থেকেই অনেকেই বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত হচ্ছে এবং অভিজ্ঞ হয়ে ফটো সাংবাদিকতাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছে।

একজন ফটো সাংবাদিকের মাসিক আয় কেমন?

একজন ফটো সাংবাদিক বিভিন্নভাবে পত্রিকা-ম্যাগাজিনের সাথে চুক্তিবদ্ধ হতে পারেন। সে অনুযায়ী একজন ফটোসাংবাদিকের মাসিক আয়ও ভিন্ন ভিন্ন। তবে অধিকাংশ পত্রিকা মজুরী বোর্ডের নিয়ম অনুযায়ী বেতন দেয়না।

পার্ট টাইম হিসেবে কাজ করা একজন ফটো সাংবাদিক প্রতিটি ঘটনার ফুটেজ সংগ্রহের জন্য পত্রিকাভেদে ৫০০-১০০০ টাকা পান। একজন ফিচার সাংবাদিক ৭/৮ টি ছবির জন্য ৩-৫ হাজার টাকা পেয়ে থাকেন।

একজন ৪/৫ বছরের অভিজ্ঞ ফটো সাংবাদিক নিয়মিত কাজ করলে পত্রিকাভেদে মাসে ২৫-৪০ হাজার টাকা উপার্জন করতে পারেন।

ম্যাগাজিনের মধ্যে হাতে গোনা কটি লাইফস্টাইল এবং ফ্যাশন ম্যাগাজিন ব্যতীত অধিকাংশ ম্যাগাজিনে ফটো সাংবাদিকদের সম্মানি অত্যন্ত কম।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন ফটো সাংবাদিকের?

ফটো সাংবাদিকতা যত না একটি পেশা তার থেকে বেশি একটি শিল্প। কাজেই এ পেশায় খ্যাতি একটি বড় ব্যাপার। একজন ফটো সাংবাদিক তার সৃজনশীলতা এবং সাহসিকতার মাধ্যমে সমাজে আলোড়ন তোলবার ক্ষমতা রাখেন।

শুরুতে জুনিয়র আর্টিস্ট হিসেবে কোন পত্রিকায় পার্ট টাইম কাজের অভিজ্ঞতা থাকলে পরবর্তীতে যে কোন পত্রিকায় নিয়মিত ভিত্তিতে কাজ পাওয়া সম্ভব। অধিক দক্ষ, অভিজ্ঞ এবং কর্মপটু হলে পত্রিকা একজন ফটো সাংবাদিকের চাকুরি স্থা্যীকরণ করে থাকে। এরপর কাজে দক্ষতার পরিচয় দিলে ধীরে ধীরে সিনিয়র ফটো জার্নালিস্ট এবং চীফ ফটো জার্নালিস্ট হওয়া সম্ভব।

 

3 thoughts on “ফটোসাংবাদিক”

Leave a Comment