বিসিএস ফিশারিজ: উপজেলা মৎস্য কর্মকর্তা

দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা মেটাতে মাছ ও মৎস্য জাতীয় খাবারের ভূমিকা অপরিসীম। সেই মাছকে আরো সহজলভ্য ও সুলভ করে মানুষের পুষ্টি চাহিদা পূরণে কাজ করে যাচ্ছেন দেশের ফিশারিজ ক্যাডারেরাতারা উন্নত মাছের জাত উদ্ভাবন, মাছের মড়ক দমন, মাছ চাষকে উৎসাহ প্রদান করা, মৎস্য চাষীদের কারিগরি প্রশিক্ষণ প্রদান করার কাজ করে থাকেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় ক্যাডার হিসেবে উত্তীর্ণ অফিসারদের দ্বারা বাংলাদেশ সরকার বিভিন্ন প্রজেক্ট পরিচালনা ও উন্নয়ন করে থাকে।

সাধারণ পদবী:  বিসিএস ক্যাডার (ফিশারিজ)

বিভাগ: মৎস্য অধিদপ্তর    

কর্মস্থলঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নে প্রজেক্টগুলোতে।

ক্যারিয়ারের ধরন: ফুল টাইম

লেভেল: এন্ট্রি

অভিজ্ঞতা: পুর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। বিসিএস ফিসারিজ ক্যাডার হিসেবে উত্তীর্ণ হলে বাংলাদেশ ইন্সটিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট(BIAM) বা পল্লী উন্নয়ন একাডেমি(আরডিএ) বগুড়াতে ২ মাসের বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়া সিভিল সার্ভিসে যোগদানের পরও দেশেবিদেশে বিসিএস ক্যাডারদের অসংখ্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়

বেতন সীমা: জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড অনুযায়ী মূল বেতন ৳১৮০০০৳২২,৫০০ কর্মস্থল অনুযায়ী বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে শুরুতে মাসিক বেতন ৳৩২,০০০৳৩৭,০০০

বয়স সীমা:  বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বয়স ২১৩২ বছরের মধ্যে থাকতে হবে

মূল স্কিল : মৎস্য ও মৎস্য জাতীয় প্রাণী বিষয়ক জ্ঞান, মৎস্য ও রোগতত্ব বিষয়ে জ্ঞান, দ্রুত রোগ নির্ণয় ও নিরাময়ের দক্ষতা

বিশেষ স্কিল:  মৎস্য জাতীয় প্রাণীর রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্র ব্যবহারেরে দক্ষতা

একজন ফিশারিজ ক্যাডার কী ধরনের সংস্থা বা প্রতিষ্ঠানে কাজ করেন?

·         মৎস্য অধিদপ্তর

·         বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট (বিএফআরআই)

·         জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা

·         বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন

·         সকল সরকারি মৎস্য খামার

একজন ফিশারিজ ক্যাডার কী ধরনের কাজ করেন?

  •         মৎস্য গবেষণা ও উন্ন্যন।
  •         মৎস্য চাষিদের প্রশিক্ষণ প্রদান।
  •         হ্যাচারি ও রেণু উৎপাদন করা।
  •         পোনা ও টেবিল সাইজ মৎস্য উৎপাদন করা
  •         মুক্তা উৎপাদন করা
  •         কাঁকড়া উৎপাদন করা
  •         মৎস্য খাদ্য উৎপাদন করা

একজন ফিশারিজের ক্যাডারের শিক্ষাগত যোগ্যতা কী?  

বাংলাদেশ সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ বিভাগে স্নাতক ডিগ্রী।এগুলোর মধ্যে উল্লেখযোগ্যঃ

  •         Bangladesh Agriculture University
  •         University of Dhaka
  •         University of Chittagong
  •         Marine Fisheries Academy (MFA)
  •         Bongomata Sheikh Fazilatunnesa Mujib University of Science and Technology

একজন ফিশারিজের ক্যাডারের কী কী দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  •         গবেষণার মাধ্যমে মাছের জাত উন্নয়ন
  •         মছের রোগ নির্ণয় ও নিরাময়
  •         মৎস্য প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে ধারনা
  •         প্রশিক্ষণ প্রদানের দক্ষতা

বিসিএস পরীক্ষার ধাপ কী কী?

শুরুতে  প্রিলিমিনারি টেস্ট হয় যেখানে ২০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নে পরীক্ষা হয়। এ ধাপে উত্তীর্ণ হলে ৯০০ নাম্বারের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯০০ নাম্বাররে মধ্যে ২০০ নাম্বার ফিসারিজ বিভগের উপর বরাদ্দ থাকে। লিখিত পরীক্ষায় ৫০ ভাগ নাম্বার পাওয়া পরীক্ষার্থীদের ভাইভার জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

একজন ফিশারিজের ক্যাডারের কজের ক্ষেত্র ও সুযোগ কেমন?

বাংলাদেশের ইউনিয়ন,উপজেলা,জেলা পর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত প্রজেক্টগুলতে প্রতিবছর প্রচুর পরিমাণে ফিশারিজ ক্যাডার নিয়োগ দেয়া হয়। এছাড়াও সরকার নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছে দেশের মুল্যবান সম্পদ মৎস্য সম্পদ উন্নয়ন এবং সারাবিশ্বে এর বাজার ছড়িয়ে দিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে অতএব ফিশারিজের কাজের ক্ষেত্র ও সুযোগ দিন দিন বেড়ে চলেছে।

একজন ফিশারিজের ক্যাডারের মাসিক আয় কেমন?

জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড অনুযায়ী মূল বেতন ৳১৮০০০৳২২,৫০০কর্মস্থল অনুযায়ী বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে শুরুতে মাসিক বেতন ৳৩২,০০০৳৩৭,০০০ পদোন্নতি না হলে গ্রেডের সর্বোচ্চ বেতন ৳৫৩০৬০

ক্যারিয়ার কেমন হতে পারে একজন ফিশারিজের ক্যাডারের?

সরকারি ক্ষেত্রে বর্তমানে ফিশারিজ ক্যাডারদের চাহিদা দিন দিন বেড়ে চলেছে এছাড়াও বেসরকারি সংস্থা যেমন বাংলাদেশ রুরাল এডভান্সমেন্ট কমিটি (ব্রাক), প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রভৃতিতে বিভিন্ন প্রজেক্টে ফিশারিজ ক্যাডার হিসেবে কাজের যেমন সুযোগ আছে তেমনি আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিস সেন্টার, নেচার কনজারভেশন মুভমেন্টে ফিশারিজ গ্রাজুয়েটরা সম্মানের সাথে কাজ করছে। সেই সাথে ব্যক্তিগত মৎস্য খামার, হ্যাচারি, মৎস্য খাদ্য প্রস্তুতকারি কোম্পানি এবং মৎস্য প্রক্রিয়াজাতকরন শিল্পসমূহে তাঁদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে।

 

 

Leave a Comment