বিসিএস লাইভস্টক

প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ভেটেরিনারি সার্জন, প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণি উন্নয়ন কর্মকর্তা নিয়োগ দেয়া হয় বিসিএস লাইভস্টক ক্যাডারের মাধ্যমে। কারিগরি এ পদে কাজ করতে চাইলে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রাণিসম্পদ কার্যালয় ছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট, চিড়িয়াখানা ও বিভিন্ন সরকারি প্রজনন কেন্দ্র ও খামারে লাইভস্টক ক্যাডাররা কাজ করেন।

এক নজরে বিসিএস লাইভস্টক ক্যাডার

এন্ট্রি লেভেলে সাধারণ পদবী: ভেটেরিনারি সার্জন, বৈজ্ঞানিক কর্মকর্তা, থানা প্রাণী সম্পদ কর্মকর্তা (মেট্রো), প্রভাষক, হাঁস-মুরগি উন্নয়ন কর্মকর্তা, প্রাণি উন্নয়ন কর্মকর্তা, সহকারী হাঁস-মুরগি সম্প্রসারণ কর্মকর্তা, জু-অফিসার
বিভাগ: পাবলিক সার্ভিস
প্রতিষ্ঠানের ধরন: সরকারি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ০ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য মূল বেতন: ৳২২,০০০ (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড)
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: ২১ – ৩০ বছর
মূল স্কিল: প্রাণীর খাদ্য, পুষ্টি, প্রজনন, রোগ ও চিকিৎসা সংক্রান্ত জ্ঞান
বিশেষ স্কিল: কৃষি অর্থনীতি সম্পর্কিত ধারণা, ধৈর্য, মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা

বিসিএস লাইভস্টক ক্যাডারের কাজ সম্পর্কিত প্রশ্ন

বিসিএস লাইভস্টক ক্যাডারে নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা কোথায় কাজ করেন?

প্রাণিসম্পদ সম্পর্কিত বিভিন্ন সরকারি দপ্তরে একজন কর্মকর্তা নিযুক্ত হন। যেমন:

  • উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রাণিসম্পদ কার্যালয়
  • প্রাণিসম্পদ অধিদপ্তর
  • বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট

এর বাইরে বাংলাদেশ সরকার পরিচালিত চিড়িয়াখানা, পশু প্রজনন কেন্দ্র ও খামারগুলোতে বিসিএস লাইভস্টক ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করে থাকেন।

বিসিএস লাইভস্টক ক্যাডারে নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা কী ধরনের কাজ করেন?

পদের ভিত্তিতে একজন কর্মকর্তার কাজের ধরন নির্ধারিত হয়। যেমন, একজন ভেটেরিনারি সার্জনের দায়িত্বের মধ্যে রয়েছে:

  • পশু-পাখির রোগ নির্ণয় করা;
  • পশু-পাখির রোগ নিরাময়ে ঔষধ ও চিকিৎসা দেয়া;
  • প্রয়োজনে পশু-পাখিকে টিকা দেয়া;
  • পশু-পাখির খাদ্য তালিকা তৈরি করা;
  • পশু-পাখির মহামারি রোগের ক্ষেত্রে চিকিৎসার ক্যাম্প পরিচালনা করা ও জনগণকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া।

একজন প্রাণি উন্নয়ন কর্মকর্তা বা হাঁস-মুরগি উন্নয়ন কর্মকর্তা সাধারণত পশু খামারে কাজ করেন। এক্ষেত্রে তাকে প্রাণির খাদ্য, পুষ্টিসহ খামারের আর্থিক লেনদেনের দেখভালো করতে হয়।

প্রভাষক হিসাবে নিয়োগ পেলে একজন কর্মকর্তাকে ভেটেরিনারি ট্রেনিং ইন্সটিটিউট ও লাইভস্টক ট্রেনিং ইন্সটিটিউটে শিক্ষকতার কাজ করতে হয়।

একজন বৈজ্ঞানিক কর্মকর্তা প্রাণিসম্পদ গবেষণাগার, প্রাণিসম্পদ রোগ অনুসন্ধান গবেষণাগার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, কৃত্রিম প্রজনন কেন্দ্র ও পশু-পুষ্টি গবেষণাগারে কাজ করেন। তিনি প্রাণির স্বাস্থ্য, পুষ্টি, প্রজনন, রোগ, চিকিৎসা ও উন্নত প্রজাতি আবিষ্কারসহ বিভিন্ন বিষয়ে গবেষণা করেন।

একজন জু-অফিসার চিড়িয়াখানার পশু-পাখির খাদ্য তালিকা, পুষ্টি, টিকাসহ স্বাস্থ্য উন্নয়ন সম্পর্কিত দায়িত্ব পালন করেন।

বিসিএস লাইভস্টক ক্যাডারে নিয়োগ পাবার পদ্ধতি কী?

বিসিএস লাইভস্টক ক্যাডারে নিয়োগ পাবার ক্ষেত্রে আপনাকে –

  • বিসিএস প্রিলিমিনারী লিখিত পরীক্ষায় (২০০ নম্বরের পরীক্ষা) উত্তীর্ণ হতে হবে;
  • বিসিএস লিখিত পরীক্ষার (১১০০ নম্বরের পরীক্ষা) জন্য বসতে হবে;
  • সরাসরি মৌখিক পরীক্ষায় (২০০ নম্বরের পরীক্ষা) ভালো ফলাফল করতে হবে।

উল্লেখ্য যে, লিখিত পরীক্ষায় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সের উপর ২০০ নম্বর বরাদ্দ থাকে।

বিসিএস লাইভস্টক ক্যাডারে নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তার কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

এ ক্যাডারে নিয়োগ পাবার জন্য ন্যূনতম যোগ্যতা অন্যান্য সব ক্যাডারের মতো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাশের পর আপনাকে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি হতে হবে রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক। আবার পশু চিকিৎসা বিজ্ঞান এবং পশুপালন বিষয়ে বিএসসি অনার্স ডিগ্রি নিয়েও এ ক্যাডারে যোগদান করা সম্ভব।

উল্লেখ্য যে, স্নাতকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পাওয়া আবশ্যক।

বিসিএস লাইভস্টক ক্যাডারে নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তার কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

এ ক্যাডারে আসার জন্য আপনার কয়েকটি বিষয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকতে হবে। যেমন:

  • পশুর খাদ্যাভ্যাস ও প্রয়োজনীয় পুষ্টি
  • পশুর প্রসব, প্রজননসহ অন্যান্য দৈহিক বিষয়
  • পশুর রোগের ধরন ও চিকিৎসা

এর বাইরে আপনার প্রয়োজন:

  • বাংলাদেশের প্রাণিসম্পদ আইন ও প্রাণিরোগ নীতিমালা সম্পর্কিত জ্ঞান;
  • মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা;
  • খামার ব্যবস্থাপনায় দক্ষতা;
  • ধৈর্য;
  • মানসিক চাপ সামলানোর ক্ষমতা;
  • যোগাযোগের দক্ষতা।

কোথায় পড়বেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স?

সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে –

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU)
  • চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়
  • সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU)
  • হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (HSTU)
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
  • শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU)
  • ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের অধিভুক্ত)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদাভাবে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন এবং বিএসসি ইন অ্যানিমেল হ্যাসবেন্ডারি ডিগ্রি দেয়া হয়। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সে ডিগ্রি নিতে পারবেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সে ডিগ্রি নেবার ব্যবস্থা আছে।

বিসিএস লাইভস্টক ক্যাডারে নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তার মাসিক আয় কেমন?

৯ম পে স্কেল অনুসারে একজন সহকারী মহা-হিসাবরক্ষণ কর্মকর্তার বেতন মাসিক ৳২২,০০০ টাকা।

বিসিএস লাইভস্টক ক্যাডারে নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তার ক্যারিয়ার কেমন হতে পারে?

ক্যারিয়ারের শুরুতে ভেটেরিনারি সার্জন, বৈজ্ঞানিক কর্মকর্তা কিংবা হাঁস মুরগি উন্নয়ন কর্মকর্তা হিসাবে কাজ শুরু করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (Upazila Livestock Officer) হতে আনুমানিক ৬-১০ বছর সময় প্রয়োজন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা থেকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (District Livestock Officer) হতে ৮/১০ বছর সময় লাগে। তবে এ পদোন্নতি দক্ষতা, যোগ্যতা এবং পদের প্রাপ্যতার উপর নির্ভর করে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পর বিভাগীয় পর্যায়ে অতিরিক্ত ডেপুটি ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টর হবার সুযোগ থাকে। এছাড়া পশু খামার, গবেষণা কেন্দ্র, প্রজনন কেন্দ্রগুলোর ব্যবস্থাপক বা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়।

ক্যারিয়ারের শীর্ষে একজন লাইভস্টক ক্যাডার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হবার সুযোগ পান।

বিশেষ কৃতজ্ঞতা

শ্যামল কুমার রায়, ভেটেরিনারি সার্জন, পাটগ্রাম, লালমনিরহাট।

2 thoughts on “বিসিএস লাইভস্টক”

  1. Sir,correction plz -শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি),(not শেরে বাংলা )
    Correction করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকতাম

    Reply
    • ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য! আমরা বানান ঠিক করে দিয়েছি।

      Reply

Leave a Comment