রেডিও জকি

একজন রেডিও জকি বা আরজে রেডিও স্টেশনের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে থাকেন। এক্ষেত্রে শ্রোতাদের সাথে যোগাযোগ করা, অনুষ্ঠান অনুযায়ী গান নির্বাচন আর কথার ফাঁকে ফাঁকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেয়া আপনার কাজের মধ্যে পড়বে।

এক নজরে একজন রেডিও জকি

সাধারণ পদবী: রেডিও জকি
বিভাগ: গণমাধ্যম
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: পার্ট-টাইম, ফুল-টাইম
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা: ০ – ১ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য আয়: ৳১০,০০০/মাস – কাজের ধরন ও প্রতিষ্ঠানসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়সসীমা: ১৮ – ২৫ বছর
মূল স্কিল: সুন্দর বাচনভঙ্গি, যোগাযোগের দক্ষতা
বিশেষ স্কিল: সমসাময়িক বিষয় সম্পর্কে জ্ঞান
ক্যারিয়ারকীর ইউটিউব চ্যানেল থেকে নেয়া

একজন রেডিও জকি কোথায় কাজ করেন?

  • বাংলাদেশ বেতার
  • প্রাইভেট রেডিও স্টেশন
  • কমিউনিটি রেডিও স্টেশন
  • অনলাইন রেডিও

একজন রেডিও জকির কাজ কী?

  • রেডিও শো উপস্থাপনা করা
  • অনুষ্ঠানের ধরন অনুযায়ী গান নির্বাচন
  • অনুষ্ঠানের অতিথি ও শ্রোতাদের সাথে কথোপকথন
  • গান সম্পর্কে বিভিন্ন তথ্য দেয়া
  • বিভিন্ন সমসাময়িক বিষয়ে তথ্য জানানো

একজন রেডিও জকির কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

এ পেশায় আসতে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না। সাধারণত পার্ট-টাইম রেডিও জকি হিসাবে কাজ করতে ন্যূনতম বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী হওয়া প্রয়োজন।

ফুল-টাইম রেডিও জকি হিসাবে কাজ করতে হলে আপনাকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে।

বিভিন্ন নিউজ প্রেজেন্টেশন কোর্সের প্রতিষ্ঠান এ পেশার জন্য কোর্স করিয়ে থাকে। কাজ পাবার ক্ষেত্রে কোর্সগুলো সাহায্য করতে পারে আপনাকে।

একজন রেডিও জকির কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • সুন্দর বাচনভঙ্গি
  • স্পষ্ট ও আকর্ষণীয় উচ্চারণ
  • বাংলা ও ইংরেজিতে কথা বলার ক্ষমতা
  • সাবলীল উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা
  • গানের প্রতি আগ্রহ এবং বিভিন্ন ধরনের নতুন-পুরানো গান সম্পর্কে ভালো ধারণা থাকা
  • যেকোন পরিস্থিতি সামাল দেয়ার ক্ষমতা

কোথায় শিখবেন রেডিও জকির কাজ?

কোন ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এ পেশায় যুক্ত হওয়া সম্ভব। তবে আত্মবিশ্বাস বাড়াতে ও কাজের প্রক্রিয়া শেখার জন্য কোন প্রতিষ্ঠান থেকে কোর্স করে নিতে পারেন। যেমনঃ

  • JobsA1: নিউজ প্রেজেন্টেশন ও আরজে কোর্স করিয়ে থাকে
  • Radio Jyoti: ৳৩,০০০ ফির বিনিময়ে আরজে কোর্স করিয়ে থাকে

বাচনভঙ্গি সুন্দর করার জন্য বাংলাদেশ ইন্সটিটিউট অফ জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার ‘Public Speaking and Image Building ‘ কোর্স করে নিতে পারেন।

একজন রেডিও জকির মাসিক আয় কেমন?

ফুল-টাইম কাজের ক্ষেত্রে প্রাথমিকভাবে এ পেশায় মাসিক ৳১০,০০০ – ৳২০,০০০ আয় করা সম্ভব। কাজে ধরন ও অভিজ্ঞতার ভিত্তিতে এ আয় বাড়বে।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন রেডিও জকির?

একজন আরজে শুরুতে অন এয়ার হয়ে রেডিওর অনুষ্ঠান পরিচালনার কাজ করে থাকলে পরবর্তীতে রেডিও চ্যানেলের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লাইভ স্ট্রিমিং, প্রোমো- কমার্শিয়ালে কাজ বা পরবর্তীতে অপারেশন হেডসহ বিভিন্ন দায়িত্ব গ্রহণ করতে পারেন। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষতা আর জনপ্রিয়তা লাভ করলে এ পেশা হতে পারে সম্মান, পরিচিতি ও ভালো আয়ের উৎস।

4 thoughts on “রেডিও জকি”

Leave a Comment