শেফ কত ধরনের?

শেফ বলতে সাধারণত হোটেল-রেস্টুরেন্টে রান্নার দায়িত্বে থাকা কাউকে বোঝায়। কিন্তু চাকরির দিক থেকে চিন্তা করলে ব্যাপারটা অত সরল নয়। রান্নাঘরের কাজ অনুযায়ী শেফের দায়িত্বও বদলে যায়। সে দায়িত্বগুলো নিয়ে আগে থেকে হালকাপাতলা ধারণা রাখলে এ চাকরিতে আসার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আপনার। শেফ কত ধরনের হয়, সে সম্পর্কে এবারের লেখায় জেনে নিন।

Powered by Kormo App - ক্যারিয়ারকী (CareerKi)

লেখাটি পড়ার সুযোগ পাচ্ছেন ‘Kormo’ অ্যাপের সৌজন্যে। উল্লেখ্য যে, অ্যাপটি বর্তমানে ইনঅ্যাক্টিভ।

দায়িত্বের দিক থেকে শেফ কত ধরনের হয়?

বড় হোটেল আর রেস্টুরেন্টগুলোতে পুরো রান্নাঘরের কাজ কয়েকজন শেফের মধ্যে ভাগ করে দেয়া হয়। যেমনঃ

কমি শেফ

রান্নাবান্নার উপর প্রশিক্ষণ নিয়ে আপনি এন্ট্রি লেভেলের শেফ হিসাবে যোগদান করলে মূলত একজন কমি শেফ হিসাবে কাজ করার সুযোগ পাবেন। এক্ষেত্রে আপনাকে সিনিয়র কোন শেফের তত্ত্বাবধানে কাজ করতে হবে।

ডেমি শেফ ও সিনিয়র শেফ

আপনি যখন নির্দিষ্ট কোন ডিশ বানানোতে দক্ষ হবেন, তখন ডেমি শেফ হিসাবে নিয়োগ পাবেন। যেমন, আপনার দক্ষতা হয়তো মাছের ডিশ তৈরি করার উপর। এক্ষেত্রে মাছের ডিশ বানাতে কমি শেফদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন আপনি।

কাজ প্রায় এক হওয়া সত্ত্বেও বহু প্রতিষ্ঠানে ডেমি শেফ ও সিনিয়র শেফের পদ আলাদাভাবে রাখা হয়। এর কারণ হলো, সিনিয়র শেফ সাধারণত রান্নাঘরের কোন একটি অংশের পুরো দায়িত্ব পান। স্টেশন চিফ হিসাবেও পদটি পরিচিত। খাবারের মেন্যুর ভিত্তিতে এক রান্নাঘরে কয়েকজন সিনিয়র শেফ থাকতে পারেন।

সু শেফ বা অ্যাসিস্ট্যান্ট শেফ

রান্নাঘরের দ্বিতীয় সর্বোচ্চ পদ এটি। এ পদে আপনার কাজ হবেঃ

  • বিভিন্ন ডিশ ঠিকভাবে তৈরি করা হচ্ছে কি না, তা তত্ত্বাবধান করা।
  • নতুন শেফ ও রাঁধুনিদের প্রশিক্ষণ দেয়া।
  • এক্সিকিউটিভ চিফের নির্দেশনা পালন করতে রান্নাঘরের কর্মীদের সাহায্য করা।

এক্সিকিউটিভ শেফ

একজন এক্সিকিউটিভ শেফ হোটেল-রেস্টুরেন্টের রান্নাঘরের সামগ্রিক দায়িত্বে থাকেন। আপনার কাজের মধ্যে পড়বেঃ

  • মেন্যু ও খাবারের ডিশ নির্বাচন করা।
  • খাবার তৈরি করার জন্য শেফদের দরকারি নির্দেশনা দেয়া।
  • রান্নাঘরের যাবতীয় উপকরণ ও খরচের হিসাব রাখা।
  • রান্নাঘরের শেফ ও কর্মীদের দায়িত্ব নির্ধারণ করা।
  • নতুন রেসিপি নিয়ে পরীক্ষা চালানো।

ডিশ বানানোর দিক থেকে শেফ কত প্রকার?

একেক জন শেফ একেক ধরনের ডিশ বানানোর বেলায় দক্ষ। যেহেতু খাবারের বৈচিত্র্য নির্দিষ্ট সংখ্যায় আটকে নেই, সেহেতু প্রতিটি প্রতিষ্ঠান নিজেদের মেন্যুর ভিত্তিতে বিশেষজ্ঞ শেফ নিয়োগ দেয়। তবে এতে উপরের তালিকায় থাকা পদবীগুলোর কোন হেরফের হয় না। তাই আপনার আগ্রহ আর প্রশিক্ষণের ভিত্তিতে স্পেশালাইজেশন নির্ধারিত হবে।

ভেজিটেবল শেফ

মূল দক্ষতাঃ শাকসবজির ডিশ। স্যুপ ও ডিমের ডিশ তৈরিতেও দক্ষতা থাকে অনেক সময়।

প্যান্ট্রি শেফ

মূল দক্ষতাঃ সালাদ জাতীয় ডিশ।

সস শেফ

মূল দক্ষতাঃ সস ও গ্রেভি।

পেস্ট্রি শেফ

মূল দক্ষতাঃ ডেজার্ট জাতীয় খাবার।

ফিশ শেফ

মূল দক্ষতাঃ মাছের ডিশ।

মিট শেফ

মূল দক্ষতাঃ রোস্ট ও হালকা ভাজি করে বানানো মাংসের ডিশ।

ফ্রাই শেফ

মূল দক্ষতাঃ ভাজি করে বানানো খাবার (মাছ-মাংস)।

গ্রিল শেফ

মূল দক্ষতাঃ সরাসরি তাপ দিয়ে পুড়ানো খাবার (মাছ-মাংস)।

বুচার শেফ

মূল দক্ষতাঃ মাংস কাটা। মূলত বড় আকারের হোটেল-রেস্টুরেন্টে এ পদ থাকে।

1 thought on “শেফ কত ধরনের?”

Leave a Comment