সারেং

একজন  সারেং স্টিমার, লঞ্চ, ছোট জাহাজ ও অন্যান্য মানুষ পরিবহনকারী জলযান চালিয়ে  থাকেন। একটি জলযানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে থাকে।

সাধারণ পদবী: সারেং

বিভাগ: পরিবহন

প্রতিষ্ঠানের ধরন: সরকারী,বেসরকারী কোম্পানির স্টিমার, লঞ্চ, ছোট জাহাজ ও অন্যান্য মানুষ পরিবহনকারি জলযান

ক্যারিয়ারের ধরন:ফুল টাইম

লেভেল: মিড

অভিজ্ঞতা সীমা: কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ

সম্ভাব্য বেতন সীমা: ৳২২৫০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ

সম্ভাব্য বয়স সীমা: কাজসাপেক্ষ

মূল স্কিল: দক্ষতার সাথে জলযান নিয়ন্ত্রন

বিশেষ স্কিল: ভাল ম্যাপ বোঝার দক্ষতা

একজন সারেং কী ধরনের সংস্থা বা প্রতিষ্ঠানে কাজ করেন?

  •        গ্রীন লাইন
  •        সুন্দরবন এক্সপ্রেস
  •        করতোয়া এক্সপ্রেস
  •        পদ্মা ক্লাসিক ইত্যাদি

একজন সারেং কী ধরনের কাজ করে থাকেন?

  •        জলযান চালনা
  •        সঠিকভাবে জলযান নিয়ন্ত্রন
  •        প্রাকৃতিক দুর্যোগের সময় সঠিকভাবে জলযান নিয়ন্ত্রন
  •        নতুন সারেং নিয়গ ও প্রশিক্ষণ প্রদান করা।

একজন সারেং এর কী ধরনের যোগ্যতা থাকে?

একজন সারেং হতে হলে কমপক্ষে এইচ.এস.সি পাশ হতে হবে এবং সহকারী সারেং হিসাবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

একজন সারেং এর কী ধরনের জ্ঞান ও দক্ষতা থাকা দরকার?

  •        ভাল ম্যাপ বোঝার দক্ষতা
  •        প্রাকৃতিক দুর্যোগের সময় সঠিকভাবে জলযান নিয়ন্ত্রন করার দক্ষতা
  •        সংখ্যাসূচক তথ্য নিয়ে কাজ করার ক্ষমতা, বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের দক্ষতা
  •        ভাল ব্যবস্থাপনার দক্ষতা

কোথায় শিখবেন সারেং এর কাজ?

বাংলাদেশের সরকার স্বীকৃত যেকোনো কলেজ থেকে কমপক্ষে এইচ.এস.সি পাশ হওয়ার পর কাজ শেখা যায় অথবা মেরিন একাডেমী থেকে ট্রেনিংও নেয়া যেতে পারে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলঃ

  •        Dhaka college
  •        Bangladesh Marine Academy
  •        Chittagong college
  •        Feni College

একজন সারেং এর মাসিক আয় কত?

প্রতিষ্ঠান ভেদে একজন সারেং এর মাসিক আয় ভিন্নতর হতে পারে। তবে সাধারনত ৳২২৫০০-৳২৫০০০ পদোন্নতি ও অভিজ্ঞতার সাথে সাথে বাড়তে থাকে। তবে ব্যক্তিগত দক্ষতা,প্রশিক্ষন ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন সারেং এর?

সকল প্রকার সরকারি,বেসরকারি কোম্পানির স্টিমার, লঞ্চ, ছোট জাহাজ ও অন্যান্য মানুষ পরিবহনকারী জলযান চালানোর কাজে সারেং এর চাহিদা দিনদিন বেড়েই চলেছে। তাই অভিজ্ঞতা,দক্ষতা ও সততাকে কাজে লাগিয়ে এ পেশায় উন্নত আয় ও সম্মান পাওয়া সম্ভব।

 

Leave a Comment