সার্ভেয়ার

একজন সার্ভেয়ার নির্মাণ ও জমি সংক্রান্ত কাজে ভূমি জরিপ করে থাকেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও প্রজেক্টে এ পেশায় কাজ করার সুযোগ রয়েছে।

এক নজরে একজন সার্ভেয়ার

সাধারণ পদবী: সার্ভেয়ার
বিভাগ: কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, চুক্তিভিত্তিক
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ০ – ৩ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳২০,০০০ – ৳৩০,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: ২৫ – ৩০ বছর
মূল স্কিল: ভূমি জরিপ সংক্রান্ত ধারণা
বিশেষ স্কিল: ধৈর্য, যেকোন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেবার ক্ষমতা

একজন সার্ভেয়ার কোথায় কাজ করেন?

  • সরকারি প্রতিষ্ঠান, যেমনঃ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ভূমি অফিস
  • রিয়েল এস্টেট কোম্পানি
  • ঠিকাদারী প্রতিষ্ঠান
  • কনস্ট্রাকশন কোম্পানি
  • শিল্প-কারখানা

একজন সার্ভেয়ার কী ধরনের কাজ করেন?

  • ভূমি জরিপ করা;
  • সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজের একটি আনুমানিক হিসাব তৈরি করা;
  • নির্মাণাধীন প্রজেক্টটি কীভাবে সম্পাদিত হবে, তার নকশা তৈরি করা;
  • প্রজেক্টের জন্য প্রয়োজনীয় সামগ্রীর সামগ্রিক হিসাব ঠিক করা;
  • প্রজেক্ট চলার বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় সামগ্রীর সামগ্রিক হিসাবের পর্যালোচনা করা;
  • স্থাপনা নির্মাণে নিযুক্ত সিভিল ইঞ্জিনিয়ারকে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেয়া।

একজন সার্ভেয়ারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

শিক্ষাগত যোগ্যতাঃ সাধারণত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রির প্রয়োজন হয়। কিছু ক্ষেত্রে এ বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারীরা নিয়োগ পান।

বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে এ পেশায় আসা সম্ভব। বিশেষ করে রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন কোম্পানিতে কাজের বেলায় প্রশিক্ষণ থাকার দরকার পড়ে।

অভিজ্ঞতাঃ সাধারণত এক বছরের অভিজ্ঞতা থাকলে সার্ভেয়ার হিসেবে নিয়োগ পাওয়া যায়। তবে বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউটের সনদ এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।

বড় প্রজেক্টগুলোর ক্ষেত্রে ৫ – ৮ বছরের অভিজ্ঞতা চাওয়া হয় নিয়োগের ক্ষেত্রে।

বিশেষ শর্তঃ সার্ভেয়ারের কাজ সাইটভিত্তিক এবং কাজটি বেশ কষ্টসাধ্য। তাই সাধারণত পুরুষ প্রার্থীদেরকে সার্ভেয়ার হিসেবে নিয়োগ দেয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতেও এর উল্লেখ করা থাকে।

একজন সার্ভেয়ারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • জরিপ ও পরিমাপ বিষয়ে সম্যক ধারণা;
  • মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, প্রজেক্ট, অটোক্যাড (AutoCAD) ও হিসাবের সফটওয়্যার ব্যবহারে পারদর্শিতা;
  • ধৈর্য;
  • যেকোন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেবার ক্ষমতা।

কোথায় পড়বেন একজন সার্ভেয়ার হতে?

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রি দেয়, এমন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেঃ

একজন সার্ভেয়ারের মাসিক আয় কেমন?

এন্ট্রি লেভেলে মাসিক আয় সাধারণত ৳২০,০০০ হয়। নিয়োগের শুরুতে উপার্জন কিছুটা কম হলেও ধীরে ধীরে এটি বৃদ্ধি পায়। এ পেশায় মাসে সর্বোচ্চ ৳৬০,০০০ আয় করা সম্ভব।

একজন সার্ভেয়ারের ক্যারিয়ার কেমন হতে পারে?

সার্ভেয়ার হিসেবে কাজ করলে সাধারণত পদোন্নতির কোন সুযোগ নেই। কিছু বড় আকারের প্রতিষ্ঠানে সহকারী সার্ভেয়ারের একটি পদ থাকে।

অভিজ্ঞতা অর্জনের পর বহু সার্ভেয়ার কন্ট্র্যাক্টর হিসাবে কাজ করেন।

8 thoughts on “সার্ভেয়ার”

  1. Md. Faruk ahmed mollah. village : Harishwer taluk. po: Rajarhat. so: Rajarhat. Dis: Kurigram. job side :Toma Construction Ltd. position: surveyor. Project name : (1)Khulna coal based power plant Connecting Road project. (2) Akhaura-Laksham Double line Railway project. Mir akhter hossain Ltd. Project name : (1) BBA Road Panchooty Muktarpur Under Work of 16 ECB Army Bangladesh. (2) EBBIPCP- 01 Dhaka Nababgonj. Spectra Engineer’s Ltd. Project name : Siddirgonj 335MW Combined Cycle Power plant Narayangonj.

    Reply

Leave a Comment