সিকিউরিটি অফিসার

একজন সিকিউরিটি অফিসার যেকোনো প্রতিষ্ঠান বা সংস্থার যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা রক্ষনাবেক্ষন করে থাকেন। এছাড়াও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন স্থাপনা বা যন্ত্রপাতির নৈশকালীন দেখভাল করা ও একাজে নিয়োজিত কর্মীদের কাজের সমন্বয় করা তার দায়িত্ব। সারা বিশ্বেই যখন নিরাপত্তা একটি জনগুরুত্বপূর্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে সেখানে সকল প্রতিষ্ঠানই নিরাপত্তা বিধানের জন্য বিশেষায়িত নিরাপত্তা ব্যবস্থার দিকে ঝুঁকে পড়েছে তাই চ্যালেঞ্জিং এই কাজের সুযোগ ও ক্ষেত্র বেড়েছে বহুগুণ।

এক নজরে একজন সিকিউরিটি অফিসার

সাধারণ পদবী: সিকিউরিটি অফিসার
বিভাগ:নিরাপত্তা বিভাগ
প্রতিষ্ঠানের ধরন:সরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি, অন্যান্য
ক্যারিয়ারের ধরন:পার্ট-টাইম, ফুল টাইম
লেভেল:এন্ট্রি, মিড
অভিজ্ঞতা সীমা:কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ
সম্ভাব্য বেতনসীমা: ৳১৫,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
সম্ভাব্য বয়সসীমা:কাজসাপেক্ষ
মূল স্কিল: নিরপত্তা ব্যবস্থার রক্ষনাবেক্ষন, নিরাপত্তা কর্মীদের কাজের সম্বন্বয় করা
বিশেষ স্কিল:বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা

কোন ধরণের শিল্প বা সংস্থায়একজন সিকিউরিটি অফিসার কাজ করেন?

সরকারি বা বেসরকারি বিভিন্ন সংস্থায় সিকিউরিটি অফিসারদের কাজের সুযোগ আছে। অনেক সময় সরকারি পুলিশ বা আনসার বাহিনীর লোকবলের অভাবে সব জায়গায় তাদের মোতায়েন সম্ভব হয়না তখন বেসরকারি ভাবে সিকিউরিটি অফিসারদের নিয়োগ দেয়া হয়। তাই বেসরকারি ব্যাংক, বীমা, বহুজাতিক কোম্পানি, বিদ্যুৎ বা সার উৎপাদন কারখানা, বিমানবন্দর, হাসপাতালসহ দেশের অভ্যন্তরের গুরুত্বপূর্ন সম্মেলন, মেলা, প্রদর্শণীস্থলে কাজের সুযোগ আছে।

একজন সিকিউরিটি অফিসার কী ধরনের কাজ করেন?

  • উন্নত নিরাপত্তা কৌশল দ্বারা প্রতিষ্ঠানের জননিরাপত্তা ও অফিসারের মালামাল, যন্ত্রপাতির নিরাপত্তা বিধান করা।
  • প্রতিদিন নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন তৈরি করা।
  • প্রয়োজনে বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা ও তথ্য দিয়ে সাহায্য করা।
  • প্রতিমাসে নিরাপত্তা ড্রিল পরিচালনা করা।
  • সিকিউরিটি রেজিষ্টারে প্রত্যেক অতিথী তাদের তথ্য দিয়েছেন কিনা তার হালনাগাদ রাখা
  • সিসি টিভির মাধ্যমে গুরুত্বপূর্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা।
  • সকল নিরাপত্তা কর্মীর কাজের রোষ্টার তৈরি করা ও তাদের সমন্বয় করা।
  • অফিস বা কারখানা থেকে কোনো আসবাব বা যন্ত্র নিয়ে যাওয়ার আগে তার বৈধতা যাচাই করা বা কোনো মালামাল নিয়ে প্রবেশ করার আগে তা নীরিক্ষা করে দেখা।
  • নিরাপত্তারক্ষী ও সাধারন কর্মচারীদের অগ্নিকান্ডের সময় কি করনীয় তা ব্যাখা করা।

একজন সিকিউরিটি অফিসারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

সামরিক বা বেসামরিক বাহিনীতে কাজের অভিজ্ঞতা থাকলে তাদের কাজের সুযোগ পাবার অগ্রাধিকার পাওয়া যায়। এছাড়াও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা রক্ষনাবেক্ষনের জন্য সিসি টিভি ফুটেজ পর্যালোচনার সক্ষমতা এবং সাধারন কম্পিউটার চালনার দক্ষতা থাকা জরুরি।

একজন সিকিউরিটি অফিসারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • নেতৃত্ব দানের ক্ষমতা
  • জরুরী অবস্থায় দায়িত্বপালন করা।
  • নিরাপত্তা কর্মীদের সম্বন্বয় করা
  • তাৎক্ষনিক সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা।
  • শারীরিক ফিটনেস থাকা।
  • আইনপ্রয়োগকারী সংস্থার সাথে দাপ্তরিক কাজে অংশ নিতে পারা

কোথায় শিখবেন সিকিউরিটি অফিসারের কাজ?

সাধারনত অবসরপ্রাপ্ত সেনা বা পুলিশ বাহিনীর কর্মকর্তাগন এই কাজের সুযোগ পেয়ে থাকেন তাই আলাদা করে কোনো পেশাদারি বা কারিগরি জ্ঞান অর্জনের সুযোগ নেই, তবে কিছু কিছু প্রতিষ্ঠান নিয়োগ দেয়ার পর স্বল্পমেয়াদি বুনিয়াদি প্রশিক্ষনের ব্যবস্থা করেন যা তাদের নতুন কর্মস্থলের জন্য বিশেষ সহায়ক।

একজন সিকিউরিটি অফিসারের মাসিক আয় কেমন?

সিকিউরিটি অফিসার পদেও অভিজ্ঞতা থাকাটা খুব জরুরি। কাজের অভিজ্ঞতা থাকলে মাসে ১৫,০০০টাকা পর্যন্ত আয় করা সম্ভব। খ্যাতনামা প্রতিষ্ঠানে যা অভিজ্ঞতার সাথে সাথে বেড়ে ৫০,০০০টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন সিকিউরিটি অফিসারের?

সিকিউরিটি অফিসারের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারলে ভবিষ্যতে অভিজ্ঞতা থাকলে চীফ সিকিউরিটি অফিসার পর্যন্ত পদোন্নতি সম্ভব যা অত্যন্ত মর্যাদার। এছাড়াও ভালো সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে বিদেশেও কাজের সুযোগ পাওয়া সম্ভব। উচ্চতর পেশাদারি প্রশিক্ষণ ও কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সততা থাকলে এপেশাও হতে পারে আপনার কাংখিত ভবিষ্যত ক্যারিয়ার।

Leave a Comment