আনুষ্ঠানিক সাক্ষাৎকার নেবার মাধ্যমে প্রায় সময় শিক্ষার্থী আর চাকরিপ্রার্থীদের যোগ্যতা মূল্যায়ন করা হয়। আমাদের দেশে সাধারণত সরাসরি ইন্টারভিউর প্রচলন বেশি। তবে সময়ের সাথে এ অবস্থার পরিবর্তন ঘটছে। বর্তমানে যেকোন ধরনের ইন্টারভিউর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। ইন্টারভিউর ধরন অনুযায়ী আপনার কেমন প্রস্তুতি নেয়া দরকার, সে সম্পর্কে এক নজরে জেনে নিন এবারের লেখায়।
টেলিফোন ইন্টারভিউ
কখন টেলিফোন ইন্টারভিউ প্রযোজ্য?
সাধারণত মূল সাক্ষাৎকার পর্বে আমন্ত্রণ জানানোর আগে।
কেন টেলিফোন ইন্টারভিউ নেয়া হয়?
চাকরিপ্রার্থী সম্পর্কে প্রাথমিক ধারণা পাবার জন্য।
টেলিফোন ইন্টারভিউর সময় কোন বিষয়গুলোতে মনোযোগ দেবেন?
- আত্মবিশ্বাসী হয়ে পরিষ্কার গলায় কথা বলা জরুরি।
- নির্ধারিত সময়ে ব্যস্ততা থাকলে আগেই কর্তৃপক্ষকে জানিয়ে রাখুন।
স্কাইপ ইন্টারভিউ
কখন স্কাইপ ইন্টারভিউ প্রযোজ্য?
সাধারণত আন্তর্জাতিক সংস্থায় চাকরি বা বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে।
কেন স্কাইপ ইন্টারভিউ নেয়া হয়?
চাকরিপ্রার্থী বা শিক্ষার্থী সম্পর্কে সরাসরি ধারণা পাবার জন্য।
স্কাইপ ইন্টারভিউর সময় কোন বিষয়গুলোতে মনোযোগ দেবেন?
- ইন্টারভিউর আগেই বারবার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে নেবেন।
- হেডফোন ও মাউথস্পিকার পরীক্ষা করুন।
- পেশাদারি মনোভাব ফুটে ওঠে, এমন পোশাক পরুন।
- রুমে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন।
- সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করুন।
- কিছু শুনতে বা বুঝতে না পারলে জিজ্ঞাসা করে নিন।
লাঞ্চ/ডিনার ইন্টারভিউ
কখন লাঞ্চ/ডিনার ইন্টারভিউ প্রযোজ্য?
সাধারণত বাইরের দেশে প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে। আমাদের দেশে এমন ইন্টারভিউ এখনো বিরল।
কেন লাঞ্চ/ডিনার ইন্টারভিউ নেয়া হয়?
প্রথাগত ইন্টারভিউর বাইরে গিয়ে চাকরিপ্রার্থীর শারীরিক ভাষা, যোগাযোগের দক্ষতা, উপস্থিত বুদ্ধি ও আদবকায়দা সম্পর্কে ধারণা পাবার জন্য।
লাঞ্চ/ডিনার ইন্টারভিউর সময় কোন বিষয়গুলোতে মনোযোগ দেবেন?
- খাবার টেবিলের আদবকায়দা সম্পর্কে সতর্ক থাকুন।
- টেবিলে ন্যাপকিন, কাঁটাচামচ ও ছুরির ব্যবহার জেনে রাখুন।
- শব্দ করে খাওয়া অনুচিত।
- খেতে বেশ সময় লাগে বা বেশি মনোযোগ দেয়া দরকার, এমন খাবার বাছাই করা থেকে বিরত থাকুন।
- যেহেতু এ ধরনের ইন্টারভিউতে হালকা মেজাজের প্রশ্ন করা হয়, সেহেতু জড়তাহীনভাবে উত্তর দিন।
সরাসরি ইন্টারভিউ
কখন সরাসরি ইন্টারভিউ প্রযোজ্য?
সাধারণত সব প্রতিষ্ঠানে যেকোন নিয়োগের ক্ষেত্রে।
কেন সরাসরি ইন্টারভিউ নেয়া হয়?
চাকরিপ্রার্থীর শারীরিক ভাষা, যোগাযোগের দক্ষতা, উপস্থিত বুদ্ধি ও আদবকায়দা সম্পর্কে সরাসরি ধারণা পাবার জন্য।
সরাসরি ইন্টারভিউর সময় কোন বিষয়গুলোতে মনোযোগ দেবেন?
- আত্মবিশ্বাসের সাথে ঠিকভাবে উত্তর দেবার অভ্যাস গড়ে তুলুন।
- পোশাক নির্বাচনে সতর্ক থাকুন।
- ইন্টারভিউতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান।
- ইন্টারভিউতে ইতিবাচক মনোভাব দেখান।
- অতিরিক্ত আগ্রহ প্রকাশ করা থেকে বিরত থাকুন।
- কোন প্রশ্নের উত্তর জানা না থাকলে প্রশ্নকর্তাকে বলুন।
- উত্তর দেবার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক ও অসংলগ্ন ভাষা এড়িয়ে চলুন।
প্যানেল ইন্টারভিউ
কখন প্যানেল ইন্টারভিউ প্রযোজ্য?
সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা সরকারি নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে।
কেন প্যানেল ইন্টারভিউ নেয়া হয়?
চাকরিপ্রার্থী সম্পর্কে সামগ্রিক ধারণা পাবার জন্য।
প্যানেল ইন্টারভিউর সময় কোন বিষয়গুলোতে মনোযোগ দেবেন?
- সরাসরি ইন্টারভিউর আদবকায়দা সম্পর্কে জেনে রাখুন।
- উপস্থিত সব প্রশ্নকর্তার সাথে হাসিমুখে ভদ্রভাবে কথা বলুন।
- প্রশ্নকর্তার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন।
- নিচের দিকে তাকিয়ে উত্তর দেয়া অনুচিত।
- কোন প্রশ্নকর্তার সাথে তর্কে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন।
It’s so helpfull for everyone
সি ভি তে কি কি প্রয়োজন
ভালো সিভির বৈশিষ্ট্য আর সিভি রিভিউ করার উপায় জানা থাকলে একটা ধারণা পাবেন। এরপরও কোন প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন।
aktu amir cv ta dakhbin shothik ase naki/cv ta thik thak korte pareci naki…
আপনি ক্যারিয়ারকীর ফেসবুক পেইজ ভিজিট করে ইনবক্সে সিভি দিন। আমরা সিভি চেক করে দেবো।
Need help for interview questions
What kind of help do you need?
Ami akjon banker but ami bd jobser maddomay / PDF/MS word Onek Cv Ami others banky Submitt kori but kono response pina .BD jobs amr cv view kory but kono knock koryna. Ai bepary amaky ki kono help kora jaby kina????
আপনি ক্যারিয়ারকীর ফেসবুক পেইজ ভিজিট করে আপনার সিভি পাঠান। আমরা সিভি চেক করে দেবো।
I want to know about marketing interview
really it’s too good.