ওয়ার্ডপ্রেস ডেভেলপার

একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার ওয়ার্ডপ্রেস থিম ও প্লাগইন তৈরি ও আপডেটের কাজ করে থাকেন। ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তার কারণে এ পেশার চাহিদা অনেক।

এক নজরে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার

সাধারণ পদবী: ওয়ার্ডপ্রেস ডেভেলপার
বিভাগ: তথ্যপ্রযুক্তি, কম্পিউটার ও ইন্টারনেট
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি, ফ্রিল্যান্সিং, অন্যান্য
ক্যারিয়ারের ধরন: পার্ট-টাইম, ফুল টাইম
লেভেল: এন্ট্রি, মিড, টপ
অভিজ্ঞতা সীমা: কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য আয়: ৳২৫,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স সীমা: প্রতিষ্ঠানসাপেক্ষ
মূল স্কিল: কোডিং, ওয়ার্ডপ্রেস ব্যবস্থাপনা
বিশেষ স্কিল: সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা

একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার কোথায় কাজ করেন?

  • আইটি ফার্মে
  • আউটসোর্সিং ফার্মে
  • ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানিতে
  • সরকারি প্রতিষ্ঠান বা প্রজেক্টে (যেখানে অনলাইন কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজ রয়েছে)
  • বেসরকারি প্রতিষ্ঠান বা প্রজেক্টে (যেখানে অনলাইন কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজ রয়েছে)
  • মিডিয়া কোম্পানিতে

একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের কাজ কী?

  • ক্লায়েন্টের চাহিদা বা প্রজেক্টের মূল কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা নেয়া ও পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে যোগাযোগ রাখা
  • ওয়েবপেইজ/ওয়েবসাইট/অ্যাপ্লিকেশনের প্রাথমিক লেআউট তৈরির ব্যাপারে ওয়েব ডিজাইনারের সাথে আলোচনা করা
  • প্রজেক্টের জন্য আলাদা ওয়েব ডিজাইনার না থাকলে ওয়েবপেইজ/ওয়েবসাইট/অ্যাপ্লিকেশনের প্রাথমিক লেআউট তৈরি করা
  • ডিজাইনের ভিত্তিতে থিম বা প্লাগইনের প্রাথমিক ভার্সন তৈরি করা
  • থিম বা প্লাগইনের কার্যকারিতা বিভিন্ন ডিভাইসে ও ব্রাউজারে পরীক্ষা করা
  • থিম বা প্লাগইনের চূড়ান্ত ভার্সন রিলিজ করা
  • নিয়মিত থিম বা প্লাগইন আপডেট করা
  • প্রজেক্টের ক্ষেত্রে কাজ শেষ হবার পর ক্লায়েন্টের কাছে প্রজেক্ট হস্তান্তর করা
  • প্রয়োজন হলে পরবর্তীতে ক্লায়েন্টকে টেকনিক্যাল সহায়তা দেয়া

কী ধরনের যোগ্যতা থাকতে হয় একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের?

ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে কাজ পেতে চাইলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার কোন বাধ্যবাধকতা নেই। তবে কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রি থাকলে তা কাজে দেবে।

প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকুক বা না থাকুক, কাজের পোর্টফোলিও থাকলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। আপনি যদি বিভিন্ন ছোট কোর্সের মাধ্যমে বা নিজে নিজে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কাজ শেখেন, তাহলে আপনার জন্য পোর্টফোলিও থাকা খুব গুরুত্বপূর্ণ। অবশ্য ডিগ্রিধারী ডেভেলপারদের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য।

একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

প্রজেক্টের উপর টেকনিক্যাল জ্ঞানের ধরন নির্ভর করে। এরপরও সাধারণ উদাহরণ হিসাবে নিচের স্কিলগুলোর কথা বলা যায় –

  • ফ্রন্ট-এন্ড কোডিং স্কিল: HTML, CSS, JavaScript, jQuery
  • ব্যাক-এন্ড কোডিং স্কিল: PHP
  • ডাটাবেইজ ম্যানেজমেন্ট: MySQL
  • সাইবার সিকিউরিটি
  • গিটহাব (GitHub)
  • অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API): REST API

নন-টেকনিক্যাল দক্ষতার মধ্যে আপনার প্রয়োজন হবে –

  • সৃজনশীল উপায়ে ও যৌক্তিকভাবে সমস্যা সমাধানের দক্ষতা
  • বিশ্লেষণী ক্ষমতা, যা খুঁটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণে সাহায্য করতে পারে
  • নিজে নিজে কাজ করার পাশাপাশি অন্যদের সাথেও কাজ করার মানসিকতা থাকা
  • বিভিন্ন ধরনের কাজ একসাথে সামলানোর দক্ষতা

ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোথায় শিখবেন?

বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, কম্পিউটার সিস্টেম ডিজাইন কিংবা ইনফরমেশন টেকনোলজির উপর অনার্স-মাস্টার্স ডিগ্রি নিতে পারেন।

এর বাইরে বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের উপর শর্ট কোর্স ও ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। যেমন:

নিজে থেকে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মূল বিষয়গুলো শিখতে চাইলে ওয়ার্ডপ্রেসের অফিশিয়াল কোডেক্সে যেতে পারেন।

একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের মাসিক আয় কত?

আমাদের দেশে অভিজ্ঞতা ছাড়া বা স্বল্প অভিজ্ঞ ওয়ার্ডপ্রেস ডেভেলপারের আনুমানিক গড় আয় মাসিক ৳২৫,০০০ টাকা। দেশের বাইরে গেলে আয় মাসিক ৳২০০,০০০ টাকা থেকে ৳৪০০,০০০ টাকা বা তার বেশিও হতে পারে।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের?

শুরুতে শুধু প্রজেক্ট নির্ভর ছোট বা মাঝারি আকারের কাজ করলেও চার-পাঁচ বছরের মধ্যে সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার পদে উন্নীত হবেন। এক্ষেত্রে বড় আকারের প্রজেক্ট বা বড় মাপের ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া আপনার দক্ষতা আর নন-টেকনিক্যাল জ্ঞানের ভিত্তিতে নিজের দল চালানোর কাজ পেতে পারেন।

কনসালট্যান্ট বা ফ্রিল্যান্সার হিসাবেও সার্ভিস দিতে পারেন অন্যদের। এক্ষেত্রে আয়ের সুযোগ আরো বড় হবে।

6 thoughts on “ওয়ার্ডপ্রেস ডেভেলপার”

Leave a Comment