প্রযোজক

একজন প্রযোজক টেলিভিশন, বেতার অনুষ্ঠান, নাটক,সিনেমা ইত্যাদি প্রযোজনা করেন। বিনোদন শিল্পের এই বিকাশমান সময়ে বিভিন্ন অনুষ্ঠান, নাটক,সিনেমা ইত্যাদির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। দর্শকপ্রিয়তা জয় করতে পারলে এই পেশায় আছে উন্নত আয়,জনপ্রিয়তা সুনাম অর্জনের সুযোগ।

সাধারণ পদবী: প্রযোজক  

বিভাগ: প্রযোজনা  

প্রতিষ্ঠানের ধরন: টেলিভিশন, বেতার, বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্র

ক্যারিয়ারের ধরন: পার্টটাইম, ফুল টাইম

লেভেল: এন্ট্রি, মিড

অভিজ্ঞতা সীমা: কাজ প্রতিষ্ঠানসাপেক্ষ

সম্ভাব্য বেতন সীমা: ৳২২,০০০কাজ, প্রতিষ্ঠান অভিজ্ঞতাসাপেক্ষ

সম্ভাব্য বয়স সীমা: কাজসাপেক্ষ

মূল স্কিল: প্রযোজনা, পরিচালনা, তত্ত্বাবধায়ন ও অর্থায়নের ক্ষমতা এবং দক্ষতা

বিশেষ স্কিল: যেকোনো অনুষ্ঠান,নাটক,সিনেমা প্রযোজনা করার সক্ষমতা

একজন প্রযোজক কোথায় কাজ করেন?

  •         টেলিভিশন, বেতার, নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে
  •         ইউটিউব/ফেসবুক ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম
  •         মঞ্চনাটক/পথ নাটক

একজন প্রযোজক কী ধরনের দায়িত্ব পালন করে থাকেন?

  •         একজন প্রযোজকের মূল দায়িত্ব টেলিভিশন, বেতারে বিভিন্ন অনুষ্ঠান, বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্র প্রযোজনা করা
  •         টাকার ইনফ্লো বা ফান্ডিং বাজেট অনুযায়ী টাকার আউটফ্লো ঠিক রাখা
  •         এছাড়াও অনেক প্রযোজক সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক উন্নয়ন ও সেবামূলক দাতব্য কার্যক্রমের সাথেও নিজেকে সম্পৃক্ত রাখেনযেমনঃ মাদক নিরাময়ে,পাকা পায়খানা ব্যবহারে উৎসাহদানে ও বাল্যবিবাহ প্রতিরোধের জন্য বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান ও নাটক প্রযোজনা করে থাকেন

একজন প্রযোজকের কী ধরনের জ্ঞান ও দক্ষতা থাকা দরকার?

  •         অর্থায়নের ক্ষমতা
  •         টাকার ইনফ্লো বা ফান্ডিং ও বাজেট অনুযায়ী টাকার আউটফ্লো ঠিক করার দক্ষতা।
  •         পরিচালনা করার দক্ষতা
  •         সঠিক সিদ্ধান্ত নেয়ার যোগ্যতা
  •         চরিত্র বাছাই ও যাচাই করার দক্ষতা

একজন প্রযোজকের শিক্ষাগত যোগ্যতা কী?

একজন প্রযোজক যেকোনো নাটকদল/গোষ্ঠীতে যোগ দিয়ে প্রযোজনা রপ্ত করতে পারেন। এছাড়াও চাইলে তিনি বাংলাদেশ সরকার কতৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে “ফিল্ম এন্ড মিডিয়া” বা “চারুকলা” বিভাগে  বি..অনার্স কোর্স /এম.এ কোর্স করা যেতে পারে।

প্রযোজনা কোথায় শিখবেন?

  •         জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে “ফিল্ম এন্ড মিডিয়া” তে পড়াশুনা করে
  •         ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের নাট্যকলা বিভাগের ‘ডিপার্টমেন্ট অব থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ’
  •         বিভিন্ন মঞ্চ নাটকের দল যেমনঃ লোকনাট্য দল, আরন্যক, থিয়েটার আর্ট ইউনিট ইত্যাদি

 

একজন প্রযোজকের মাসিক আয় কত?

বাংলাদেশের সরকারি টেলিভিশন, বেতার অনুষ্ঠানের প্রযোজকরা নবম গ্রেডের স্কেল অনুযায়ী ৳১৯০০০-৳২২৫০০ বেতন দিয়ে শুরু করেন। বেসরকারি ক্ষেত্রে একজন প্রযোজক তার বিনিয়গকৃত অর্থের লভ্যাংশ ভোগ করেন। জনপ্রিয়তা এবং কজের ধরণ অনুযায়ী এটি সাধারণত ৳৪০,০০০-৳৫০,০০০ থেকে শুরু করে লক্ষাধিকও হতে পারে।  

ক্যারিয়ার কেমন হতে পারে একজন প্রযোজকের?

ক্যারিয়ারের শুরুতে একজন প্রযোজকের কাজ দর্শকপ্রিয়তা পেতে অধিকাংশ ক্ষেত্রেই অনেক বেগ পেতে হয়। তবে সততার সাথে কাজ করলে,পেশাদারিত্ব এবং দক্ষতার সাথে ভাল ও সময়োপযোগী কাজ এবং চরিত্র বাছাইয়ের মাধ্যমে কয়েক বছরের মধ্যেই ভালো আয় ও সুনাম অর্জনের সুযোগ রয়েছে।

 

1 thought on “প্রযোজক”

Leave a Comment