একজন ফিশারিজ অফিসার উন্নত মাছের জাত উদ্ভাবন, মাছের মড়ক দমন, মাছ চাষে মানুষকে উৎসাহ দেয়া ও মৎস্য চাষীদের কারিগরি প্রশিক্ষণ দেবার কাজ করে থাকেন।
এক নজরে একজন ফিশারিজ অফিসার
সাধারণ পদবী: ফিশারিজ অফিসার, মৎস্য কর্মকর্তাবিভাগ: কৃষি
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম, কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা: কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳২২,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স সীমা: ২২ – ৩২ বছর
মূল স্কিল: মাছ চাষ সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞান, যোগাযোগের দক্ষতা
বিশেষ স্কিল: প্রজেক্ট ব্যবস্থাপনা, সমস্যা সমাধানের দক্ষতা
ফিশারিজ অফিসারের পেশা সম্পর্কিত প্রশ্ন
একজন ফিশারিজ অফিসার কোথায় কাজ করেন?
- সরকারি:
- বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট (বিএফআরআই)
- বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন
- মৎস্য অধিদপ্তর
- মৎস্য প্রশিক্ষণ অ্যাকাডেমি
- জেলা-উপজেলা পর্যায়ের মৎস্য অফিস
- সরকারি খামার
- দেশী-বিদেশী এনজিও (যেমন, FAO)
- বেসরকারি ও প্রাইভেট খামার
- হ্যাচারি
- মাছ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান
একজন ফিশারিজ অফিসারের কাজ কী?
একজন ফিশারিজ অফিসারের মূল দায়িত্ব হলো বিভিন্ন ক্ষেত্রে মৎস্য চাষীদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেয়া। যেমনঃ
- হ্যাচারি ও রেণু
- পোনা ও টেবিল সাইজ মৎস্য উৎপাদন
- মুক্তা উৎপাদন
- কাঁকড়া উৎপাদন
- মাছের খাদ্য তৈরি
- মাছের প্রক্রিয়াজাতকরণ
- মাছ চাষের সরঞ্জাম রক্ষণাবেক্ষণ
সরকারি মৎস্য কর্মকর্তা বা কোন এনজিওতে বিশেষজ্ঞ হিসাবে কাজ করলে বিভিন্ন পর্যায়ের খামার পরিদর্শন করতে হতে পারে। এছাড়া, মাছ চাষের উপর নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে।
বেসরকারি কোন খামারে কাজ করলে মাছ চাষের প্রাথমিক তদারকির দায়িত্ব পালন করতে হবে।
একজন ফিশারিজ অফিসারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতাঃ ফিশারিজ ও এর সাথে সম্পর্কিত বিষয়ে ডিগ্রি থাকা প্রয়োজন। যেমনঃ
- বিএসসি ইন ফিশারিজ (অনার্স)
- অনার্সসহ এমএসসি ইন মেরিন সায়েন্স
- অনার্সসহ এমএসসি প্রাণিবিদ্যা (ফিশারিজ)
এছাড়া ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, ফিশারিজ ম্যানেজমেন্ট, অ্যাকুয়াকালচার ও ফিশারিজ টেকনোলজির উপর এমএসসি ডিগ্রি অর্জন করলে চাকরির বাজারে প্রাধান্য পাবেন।
একজন ফিশারিজ অফিসারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
মাছ চাষ ও মৎস্য খামার সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞান থাকা আপনার জন্য আবশ্যক।
কোথায় পড়বেন ফিশারিজ?
- ফ্যাকাল্টি অফ ফিশারিজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
- বিএসসি ইন ফিশারিজ (অনার্স)
- এমএস ইন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স
- এমএস ইন অ্যাকুয়াকালচার
- এমএস ইন ফিশারিজ ম্যানেজমেন্ট
- এমএস ইন ফিশারিজ টেকনোলজি
- পিএইচডি ইন ফিশারিজ
- ফ্যাকাল্টি অফ ফিশারিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়
- এমএস ইন ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট
- এমএস ইন ফিশারিজ টেকনোলজি
- এমএস ইন ফিশারিজ ম্যানেজমেন্ট
- ফ্যাকাল্টি অফ ফিশারিজ, অ্যাকুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
- বিএসসি ইন ফিশারিজ (অনার্স)
- ফ্যাকাল্টি অফ ফিশারিজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
- বিএসসি ইন ফিশারিজ (অনার্স)
- এমএস ইন অ্যাকুয়াকালচার
- এমএস ইন অ্যাকুয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট
- এমএস ইন কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ
- এমএস ইন ফিশ হেলথ ম্যানেজমেন্ট
- এমএস ইন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স
- এমএস ইন ফিশারিজ টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল
- ফ্যাকাল্টি অফ ফিশারিজ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- বিএসসি ইন ফিশারিজ (অনার্স)
- ফ্যাকাল্টি অফ ফিশারিজ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি
- বিএসসি ইন ফিশারিজ (অনার্স)
- এমএস ইন ফিশ বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি
- এমএস ইন অ্যাকুয়াকালচার
- এমএস ইন মেরিন বায়োরিসোর্সেস সায়েন্স
- এমএস ইন ফিশারিজ রিসোর্সেস ম্যানেজমেন্ট
- এমএস ইন ফিশ অ্যান্ড পোস্ট হার্ভেস্ট টেকনোলজি
- ফ্যাকাল্টি অফ ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
- বিএসসি ইন ফিশারিজ (অনার্স)
- ফ্যাকাল্টি অফ ফিশারিজ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- বিএসসি ইন ফিশারিজ (অনার্স)
- এমএস ইন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স
- এমএস ইন ফিশারিজ ম্যানেজমেন্ট
- এমএস ইন ফিশারিজ টেকনোলজি
- ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স, ফ্যাকাল্টি অফ সায়েন্স, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- বিএসসি ইন ফিশারিজ (অনার্স)
- এমএস ইন মেরিন সায়েন্স
- ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স, ফ্যাকাল্টি অফ বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফিশারিজ কলেজ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন)
- ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, ফ্যাকাল্টি অফ বায়োলজিক্যাল সায়েন্সেস, ঢাকা বিশ্ববিদ্যালয়
- ফ্যাকাল্টি অফ মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- ফিশারিজ অ্যান্ড মেরিন টেকনোলজি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়
- ফিশারিজ ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, রাজশাহী বিশ্ববিদ্যালয়
একজন ফিশারিজ অফিসারের মাসিক আয় কেমন?
সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেলের (২০১৫) নবম গ্রেড অনুযায়ী ৳২২,০০০ – ৳৫৩,০৬০ টাকা স্কেলে বেতন পান।
বেসরকারি খামারে চাকরি করলে মাসে গড়ে ৳২০,০০০ – ৳৩০,০০০ উপার্জন করতে পারবেন।
দেশী-বিদেশী এনজিওর কনসালট্যান্ট হিসাবে কাজ করলে বেতন কাজ ও প্রজেক্টভিত্তিক হয়।
ক্যারিয়ার কেমন হতে পারে একজন ফিশারিজ অফিসারের?
সাধারণত সরকারি পর্যায়ে সহকারী ফিশারিজ অফিসার বা টেকনিক্যাল অফিসার হিসাবে ক্যারিয়ার শুরু হবে আপনার। পরবর্তীতে মাছ চাষের সাথে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তার পদে (যেমনঃ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক) নিয়োগ পাওয়া সম্ভব।
কোম্পানির খামারে কাজ করলে ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে প্রধান টেকনিক্যাল অফিসার হতে পারবেন।
need a better job
আপনি কি বর্তমানে কোন চাকরি করছেন? বা কোথাও অ্যাপ্লাই করেছেন?
Ami Zoology te B.Sc, M.Sc.
আপনি কি ফিশারিজ অফিসার হবার জন্য প্রস্তুতি নিচ্ছেন?
Md uzzal rana.
Please share your contact info
Fb, in,or mobile no