গার্মেন্টস শিল্পের বিভিন্ন বিভাগ

আমাদের দেশের সবচেয়ে বড় খাতগুলোর একটি হলো পোশাক বা গার্মেন্টস শিল্প। এ শিল্পের উৎপাদন প্রক্রিয়া বেশ জটিল ও বিশাল পরিসরের। পোশাক তৈরির একেক ধাপে একেক বিভাগ কাজ করে থাকে। গার্মেন্টস শিল্পের বিভিন্ন বিভাগ নিয়ে সংক্ষেপে জানুন এবারের লেখা থেকে।

স্যাম্পল বিভাগ

  • ক্রেতাদের জন্য পুরো পোশাকের নমুনা বা স্যাম্পল তৈরি করা হয়।
  • পোশাকের প্যাটার্নের গ্রেডিং করা হয়।

কাটিং বিভাগ

  • কোয়ালিটি ইন্সপেক্টরের মাধ্যমে ফ্যাব্রিকের মান পরীক্ষা করা হয়।
  • ফ্যাব্রিকের উপর মার্কিং করা হয়। এক্ষেত্রে মেশিনের সাহায্য নেয়া হতে পারে। আবার এখনো অনেকে পুরানো উপায়ে চক দিয়ে মার্কিং করে থাকেন।
  • ফ্যাব্রিক কাটা হয়। স্যাম্পলের মান ঠিক হলে সে অনুযায়ী বাকি ফ্যাব্রিক কেটে সিউয়িং বিভাগে পাঠানো হয়।

সিউয়িং বা সেলাই বিভাগ

ক্রেতার নির্দেশনা অনুযায়ী কাপড় সেলাই করা হয়।

ফিনিশিং বিভাগ

  • সেলাই করা কাপড়ের ত্রুটি খোঁজা হয়। ত্রুটিযুক্ত পোশাক আলাদা করে ফেলা হয়।
  • পোশাকগুলোকে আয়রন করা হয়।
  • ফোল্ড করে সাজানো হয়।
  • কোয়ালিটি কন্ট্রোল অফিসার পোশাকের মান পরীক্ষা করেন।
  • পোশাকের প্যাকেজিং করা হয়।

স্টোর

প্যাকেজ করা পোশাকগুলো গুদামজাত করা হয়। এক্ষেত্রে উৎপাদনকৃত পোশাকের সঠিক হিসাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টোর থেকে যথাযথ সময়ে পোশাকের প্যাকেজ শিপমেন্টের জন্য পাঠানো হয়।

উল্লেখ্য যে, সব যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের জন্য গার্মেন্টস শিল্পে মেইনটেন্যান্স বিভাগও থাকে।

Leave a Comment