ট্রান্সপোর্ট ম্যানেজার

একজন ট্রান্সপোর্ট ম্যানেজার একটি পরিবহন প্রতিষ্ঠানের যানবাহন ব্যবস্থাপনার সার্বিক তত্ত্বাবধান করে থাকেন।

এক নজরে একজন ট্রান্সপোর্ট ম্যানেজার

সাধারণ পদবী: ট্রান্সপোর্ট ম্যানেজার
বিভাগ: পরিবহন, লজিস্টিকস
প্রতিষ্ঠানের ধরন: সাধারণত প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম
লেভেল: মিড
অভিজ্ঞতা সীমা: ৩ – ৫ বছর
মিড লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳৩৫,০০০ – ৳৪০,০০০
সম্ভাব্য বয়স সীমা: ২৮ – ৪০ বছর
মূল স্কিল: প্রজেক্ট ব্যবস্থাপনা, সময় ব্যবস্থাপনা, পরিবহন ব্যবস্থা সম্পর্কিত জ্ঞান, ব্যবসায়িক সমস্যা সমাধানের দক্ষতা
বিশেষ স্কিল: যোগাযোগের দক্ষতা, সহযোগিতার সম্পর্ক তৈরি করতে পারা

একজন ট্রান্সপোর্ট ম্যানেজার কোথায় কাজ করেন?

সাধারণত বড় যানবাহন ও পরিবহন প্রতিষ্ঠানে এ পদ পাওয়া যায়।

একজন ট্রান্সপোর্ট ম্যানেজার কী ধরনের কাজ করেন?

  • পরিবহনের ধরন ও গন্তব্য অনুযায়ী যানবাহনের হিসাব রাখা।
  • যানবাহনগুলোর সময়সূচি তৈরি করা।
  • কম সময়ে ও খরচে গন্তব্যে পৌঁছানোর জন্য সম্ভাব্য পথ নির্ধারণ করা।
  • পরিবহনের জন্য ড্রাইভার ও কর্মী নিযুক্ত করা।
  • যানবাহনগুলো ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাচ্ছে কি না, সে ব্যাপারে তদারকি করা।
  • মালামাল পরিবহনের ক্ষেত্রে ডেলিভারি নিশ্চিত করা।
  • ত্রুটিপূর্ণ যানবাহন চিহ্নিত করে মেরামত করার ব্যবস্থা নেয়া।
  • কাস্টমারদের অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
  • পরিবহন ব্যবস্থাপনার উন্নয়ন কীভাবে করা যায়, সে ব্যাপারে পরিকল্পনা তৈরি করা।
  • ক্লায়েন্টদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা।
  • পরিবহন ব্যবস্থাপনার যাবতীয় কাজের উপর রিপোর্ট তৈরি করে কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা।

একজন ট্রান্সপোর্ট ম্যানেজারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

শিক্ষাগত যোগ্যতাঃ অধিকাংশ কোম্পানিতে এ পদের জন্য ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি চাওয়া হয়। তবে কিছু কোম্পানিতে মাস্টার্স ডিগ্রির প্রয়োজন হতে পারে। যেহেতু পরিবহন ব্যবস্থা নিয়ে আপনি কাজ করবেন, সেহেতু ব্যবসা সংক্রান্ত ডিগ্রি থাকলে তা কাজে আসবে। আবার অটোমোবাইল ইঞ্জিনিয়ার হয়ে থাকলে প্রাধান্য পাবেন।

উল্লেখ্য যে, এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতার চেয়ে অভিজ্ঞতার গুরুত্ব বেশি।

বয়সঃ প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা থাকতে পারে।

অভিজ্ঞতাঃ এ পেশায় অভিজ্ঞদের প্রাধান্য দেয়া হয়। সাধারণত ৩-৫ বছরের অভিজ্ঞতা কাজে আসে।

বিশেষ শর্ত এ পেশায় অধিকাংশ ক্ষেত্রে পুরুষ কর্মীর কথা উল্লেখ করা হয়।

একজন ট্রান্সপোর্ট ম্যানেজারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • পরিবহন ব্যবস্থাপনার উপর সম্যক জ্ঞান;
  • নতুন ব্যবসায়িক সুযোগ নির্ণয় করার ক্ষমতা;
  • খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করার দক্ষতা;
  • বাংলা ও ইংরেজি – দুই ভাষাতেই ভালো যোগাযোগ করতে পারা;
  • কর্মী ও কাস্টমারদের সাথে ভালো ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার ক্ষমতা;
  • আলাপ-আলোচনার মাধ্যমে ভালো সিদ্ধান্ত নেবার দক্ষতা।

এ পেশায় টেকনিক্যাল দক্ষতা আবশ্যক নয়। তবে পরিবহন ব্যবস্থাপনার সফটওয়্যার ও ডাটাবেইজ ব্যবহারে পারদর্শী হতে হবে আপনাকে।

একজন ট্রান্সপোর্ট ম্যানেজারের মাসিক আয় কেমন?

মাসিক আয় কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ। গড়ে ৳৪০,০০ মাসিক বেতন উপার্জনের সুযোগ রয়েছে। অবশ্য কিছু প্রতিষ্ঠানে আপনার ভূমিকার ভিত্তিতে লভ্যাংশ পেতে পারেন।

একজন ট্রান্সপোর্ট ম্যানেজারের ক্যারিয়ার কেমন হতে পারে?

সাধারণত সেলস বিভাগের এন্ট্রি লেভেলে আপনার কাজ শুরু হবে। ৩-৫ বছর পর ট্রান্সপোর্ট ম্যানেজার হিসাবে নিযুক্ত হওয়া সম্ভব।

1 thought on “ট্রান্সপোর্ট ম্যানেজার”

Leave a Comment