ডাইং টেকনিশিয়ান

একজন ডাইং টেকনিশিয়ান কাপড়ের রং নির্ধারণ ও মান নিয়ন্ত্রণের কাজ করে থাকেন। পোশাক তৈরির প্রতিষ্ঠানগুলোতে এ পেশার চাহিদা রয়েছে।

এক নজরে একজন ডাইং টেকনিশিয়ান

সাধারণ পদবী: ডাইং টেকনিশিয়ান
বিভাগ: গার্মেন্টস
প্রতিষ্ঠানের ধরন: প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল টাইম, চুক্তিভিত্তিক
লেভেল: এন্ট্রি
এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা: ১ – ২ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বেতনসীমা: ৳২০,০০০ – ৳২৫,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়সসীমা: ২৬ – ৩০ বছর
মূল স্কিল: কাপড়ের রং নিয়ে ভালো ধারণা, ল্যাবরেটরি প্রযুক্তি ব্যবহারে দক্ষতা
বিশেষ স্কিল: মানসিক চাপ সামলানোর ক্ষমতা, সময় ব্যবস্থাপনা

কোন ধরনের প্রতিষ্ঠানে একজন ডাইং টেকনিশিয়ান কাজ করেন?

  • তৈরি পোশাক বা গার্মেন্টস কোম্পানি
  • রং তৈরির কারখানা

একজন ডাইং টেকনিশিয়ান কী ধরনের কাজ করেন?

  • ক্লায়েন্টের চাহিদা ও পছন্দ অনুযায়ী কাপড়ের রং ঠিক করা;
  • প্রয়োজনীয় পণ্যের হিসাব নিশ্চিত করতে তথ্য-উপাত্ত সংগ্রহ করা;
  • কাপড়ে যে ধরনের রং ব্যবহার করা হবে, তার মান পরীক্ষা করা;
  • প্রয়োজন অনুযায়ী রং তৈরি করা;
  • ল্যাব প্রধানকে সহায়তা দেয়া।

একজন ডাইং টেকনিশিয়ানের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

শিক্ষাগত যোগ্যতাঃ ডাইং টেকনিশিয়ান হিসেবে নিয়োগ পেতে চাইলে আপনাকে ন্যূনতম বিএসসি ডিগ্রি পাশ হতে হবে। অধিকাংশ ক্ষেত্রে রসায়ন অথবা টেক্সটাইল প্রকৌশল বিষয়ে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রিধারীদের নিয়োগ দেয়া হয়।

অভিজ্ঞতাঃ এন্ট্রি লেভেলে সাধারণত ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে প্রাধান্য পাবেন।

বিশেষ শর্তঃ বেশিরভাগ ক্ষেত্রে কারখানায় কাজ করতে হয় বলে পুরুষ প্রার্থীদের কথা উল্লেখ করা থাকে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে।

একজন ডাইং টেকনিশিয়ানের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • রাসায়নিক দ্রব্য ও রং নিয়ে সম্যক ধারণা;
  • সঠিকভাবে ল্যাবরেটরি সরঞ্জামের ব্যবহার ও রক্ষণাবেক্ষণে দক্ষতা;
  • নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারা।

কোথায় শিখবেন ডাইং টেকনিশিয়ানের কাজ?

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/এমএসসি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস (BUTEX) সুপরিচিত একটি জায়গা। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও ডিপ্লোমা নিতে পারেন। অন্যদিকে দেশের প্রায় সব পাবলিক ও কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে পড়ার সুযোগ রয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ল্যাবরেটরিতে ডাইং নিয়ে কাজ শিখতে পারবেন।

একজন ডাইং টেকনিশিয়ানের মাসিক আয় কেমন?

একজন ডাইং টেকনিশিয়ানের মাসিক আয় সাধারণত ৳২০,০০০ – ৳২৫,০০০ টাকা হয়।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন ডাইং টেকনিশিয়ানের?

এন্ট্রি লেভেলে ডাইং টেকনিশিয়ান হিসাবে যোগ দিয়ে ৪-৫ বছরের মধ্যে আপনি ল্যাব প্রধানের দায়িত্ব পেতে পারেন। ব্যবস্থাপনায় দক্ষতা থাকলে ডায়িং ম্যানেজারের পদ পাবার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে গড়ে ৯-১০ বছর সময় লাগতে পারে।

তথ্যসূত্র

  • ‘Dyeing Supervisor’, Hanoch Hook & Eye Fastener (BD) Co. Ltd., বিজ্ঞপ্তির তারিখঃ ১১ সেপ্টেম্বর ২০১৮, বিডিজবস ডট কম।
  • ‘Dyeing Master’, Fabian Group, বিজ্ঞপ্তির তারিখঃ ১২ সেপ্টেম্বর ২০১৮, বিডিজবস ডট কম।

Leave a Comment