পদার্থবিজ্ঞানী

পদার্থবিজ্ঞানিরা পদার্থের ভৌত ধর্ম বিশ্লেষন ও গবেষনা করেন। তারা বিভিন্ন পর্যবেক্ষন ও পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক ঘটনাবলীর ব্যখা দেন ও সে বিষয়ে মতবাদ ও যৌক্তিক ব্যাখা প্রদান করেন। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষনাগার থেকে শুরু করে পারমানবিক চুল্লি ও চিকিৎসাগারে পদার্থবিজ্ঞানীরা কাজ করে থাকেন। বিজ্ঞানের ছাত্র ও গবেষনায় আগ্রহী হলে এ পেশায় ভালো ক্যারিয়ার গড়া সম্ভব।

সাধারণ পদবী: পদার্থবিজ্ঞানী

বিভাগ:  ইঞ্জিনিয়ারিং

প্রতিষ্ঠানের ধরন: সরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি, ফ্রিল্যান্সিং, অন্যান্য

ক্যারিয়ারের ধরন: পার্ট-টাইম, ফুল টাইম

লেভেল: এন্ট্রি, মিড

অভিজ্ঞতা সীমা: কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ

সম্ভাব্য বেতন সীমা: ৳২৫,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ

সম্ভাব্য বয়স সীমা: কাজসাপেক্ষ

মূল স্কিল: গবেষনা করা

বিশেষ স্কিল: সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা

পদার্থবিজ্ঞানীরা কোথায় কাজ করেন?

·        বাংলাদেশ আনবিক শক্তি কমিশন

·        রূপপুর পরমানু বিদ্যুৎ প্রকল্প

·        বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ

·        বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান

·        বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইন্সটিউট

·         বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ

·        বাংলাদেশ পাট গবেষনা ইন্সটিউট

·        বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

·        বাংলাদেশ পেট্রোলিয়াম এন্ড এক্সপ্লোরেশন কোঃ লিঃ

·        বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিউট

একজন পদার্থবিজ্ঞানীর কী ধরনের কাজ করেন ?

·         বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা, নকশা ও পরীক্ষার মাধ্যমে উপযুক্ত ও অনুকূল উৎপাদন, রক্ষনাবেক্ষন, নিরাপত্তা পদ্ধতি আবিষ্কার করা।

কোথায় পড়বেন পদার্থবিজ্ঞান?

·         বাংলাদেশের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়েই পদার্থবিজ্ঞান পড়ানো হয় ও চার বছর মেয়াদি অনার্স ও মাষ্টার্স দেয়া হয়

·         এছাড়াও বুয়েটে এমফিল এবং পিএইচডি ডিগ্রি দেয়া হয়ে থাকে

একজন পদার্থবিজ্ঞানীর কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

·         প্রতিষ্ঠানভেদে পদার্থবিজ্ঞানীদের যোগ্যতা বিভিন্ন রকম চাওয়া হয়, তবে সাধারনত মাস্টার্স ও পিএইচডি ডিগ্রিধারিরা অগ্রাধিকার পেয়ে থাকেন।

একজন পদার্থবিজ্ঞানীর কী ধরনের জ্ঞান ও দক্ষতা থাকতে হয়?

·         Applied, Physics,

·          Electronics, Molecular,

·          Solid, State, Physics,

·         Reactor Physics,

·         Atmospheric Physics,

·         Material science,

·          Plasma Physics,

·         GeoPhysics,

·         Atomic Physics

একজন পদার্থবিজ্ঞানীর মাসিক আয় কত?

একজন পদার্থবিজ্ঞানী সরকারি প্রতিষ্ঠানে কাজ করলে সরকারি বেতন স্কেলে ২২,০০০-৩২,০০০টাকা বেতন পেতে পারেন। তবে প্রতিষ্ঠানভেদে বেতন কম বেশি হতে পারে।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন পদার্থবিজ্ঞানীর ?

সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও কাজের অভিজ্ঞতা ও পারদর্শিতা দেখাতে পারলে এবং কারিগরি জ্ঞান ও প্রশিক্ষন থাকলে পদোন্নতি পেয়ে শীর্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা বা মহাপরিচালকের মত পদে আসীন হওয়া সম্ভব। এছাড়াও উন্নত প্রশিক্ষনের জন্য বিদেশভ্রমনের সুযোগ রয়েছে।

Leave a Comment