ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট

একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট দাঁতের সমস্যার চিকিৎসায় ডেন্টিস্টকে সাহায্য করেন। পাশাপাশি ল্যাবরেটরিতে টেকনিশিয়ানের দায়িত্বও পালন করতে হয় তাকে।

এক নজরে একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট

সাধারণ পদবী: ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: স্বাস্থ্য ও চিকিৎসা
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম
পেশার ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম
লেভেল: এন্ট্রি
এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳৮,০০০ – ৳১৪,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স সীমা: ২০ – ২৫ বছর
মূল স্কিল: দাঁত-মুখের গঠন ও চিকিৎসা সংক্রান্ত জ্ঞান, দাঁতের চিকিৎসায় দরকারি যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা, মেডিকেল ল্যাব রিপোর্ট বোঝার সাধারণ দক্ষতা
বিশেষ স্কিল: সেবার মানসিকতা থাকা, ধৈর্য, গভীর মনোযোগ

একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট কোথায় কাজ করেন?

  • সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে
  • বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে
  • আইনশৃঙ্খলা ও সামরিক বাহিনীর চিকিৎসা বিভাগে
  • ব্যক্তিগত ক্লিনিকে

একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের কাজ কী?

  • দাঁত বাঁধানো, উঠানো, স্কেলিং, ফিলিংসহ দাঁতের বিভিন্ন চিকিৎসায় ডেন্টিস্টকে সাহায্য করা
  • ডেন্টিস্টকে সার্জারির সময় সাহায্য করা
  • চিকিৎসার যন্ত্রপাতি প্রস্তুত রাখা ও প্রয়োজন অনুযায়ী ডেন্টিস্টকে সরবরাহ করা
  • চিকিৎসার যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা
  • ডেন্টাল ল্যাবে কাজ করা
  • ডেন্টিস্টের তত্ত্বাবধানে ছোটখাটো সমস্যার চিকিৎসা দেয়া
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হলে প্রাথমিক দাঁতের চিকিৎসা প্রদান করা
  • প্রাইভেট চেম্বারের রক্ষণাবেক্ষণ ও আগত রোগীদের তত্ত্বাবধান করা

একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্টকে অবশ্যই ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারী হতে হবে। এছাড়া স্নাতক পর্যায়ে বিএসসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টিস্ট্রি) ডিগ্রির সুযোগ আছে।

একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • দাঁতের সমস্যা সম্পর্কিত সাধারণ জ্ঞান
  • স্বাস্থ্যবিধি সংক্রান্ত জ্ঞান
  • দাঁতের চিকিৎসায় দরকারি সাধারণ যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা
  • দাঁতের ডাক্তারের পরামর্শ সঠিকভাবে বোঝা ও সে অনুযায়ী রোগীর পরিচর্যা করা
  • ল্যাব রিপোর্ট বোঝার জন্য প্রয়োজনীয় জ্ঞান

কোথায় পড়বেন ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হতে চাইলে?

বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সরকারি ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজির সংখ্যা মোট ৮ টি। এগুলো ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্রগ্রাম, রংপুর, বরিশাল, সিলেট, ঝিনাইদহে অবস্থিতি।

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের (BUP) অধীন আর্মড ফোর্সেস মেডিকেল ইন্সটিটিউট ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত বেসরকারি মোট ১০০টির বেশি প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি ডিগ্রি দেওয়া হয়।

ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি পাশের পর ঢাকা, রাজশাহী ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি স্নাতক পর্যায়ের বিএসসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টিস্ট্রি) ডিগ্রি নিতে পারেন।

একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের মাসিক আয় কেমন?

সরকারি চাকরিতে মূল বেতন ৳১২,৫০০ টাকা। পাশাপাশি বিকাল থেকে প্রাইভেট চেম্বারে পার্ট টাইম কাজের সুযোগ থাকে।

সপ্তাহে ২/৩ দিন পার্ট-টাইম কাজ করলে শুরুতে মাসে ৳৫,০০০ – ৳৬,০০০ পাওয়া যায়। ১০-১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে শুধু পার্ট টাইম কাজ থেকেই মাসে ৳১৮,০০০ – ৳২৫,০০০ উপার্জন করতে পারবেন। তবে এটি নির্ভর করে প্রাইভেট চেম্বারের ডেন্টিস্টের উপার্জনের উপর।

বেসরকারি হাসপাতালের দাঁতের বিভাগ ও ডেন্টাল ক্লিনিকে গড়ে ১৫ – ২০ হাজার টাকা বেতনের চাকরি পাওয়া সম্ভব।

একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের ক্যারিয়ার কেমন হতে পারে?

একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের ক্যারিয়ারের বিকাশ খুব সীমিত। তবে প্রাইভেট চেম্বার ও ছোটখাটো ক্লিনিকে কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করলে বড় হাসপাতালে কাজের সুযোগ পাওয়া যায়।

ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রির পাশাপাশি বিদেশে গিয়ে আরো উন্নত প্রশিক্ষণ নিলে সেখানে কাজের সুযোগ পাওয়া যায়। তবে এর জন্য কাজের দক্ষতার পাশাপাশি ইংরেজি ভাষা আয়ত্তে আনা দরকার।

3 thoughts on “ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট”

Leave a Comment