শিশুরোগ বিশেষজ্ঞ

শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে একজন চিকিৎসক শিশু রোগীকে সেবা দিতে, শিশু রোগীর স্বাস্থ্যপরীক্ষা করে থাকেন।প্রয়োজনীয় ঔষুধ ও পরামর্শ প্রদান করে থাকেন। সরকারি, বেসরকারি হাসপাতালে বা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন।

যারা সেবামূলক পেশায় যেতে চান তাদের জন্য ডাক্তারি খুবই আকর্ষণীয় পেশা। দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি ক্লিনিকেই ডাক্তারদের ব্যাপক চাহিদা রয়েছে। সম্মানের পাশাপাশি এ পেশায় রয়েছে আকর্ষণীয় উপার্জনের সুযোগ।

সাধারণ পদবী: শিশু রোগ বিশেষজ্ঞ

বিভাগ: স্বাস্থ্য ও চিকিৎসা

প্রতিষ্ঠানের ধরন: সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ব্যক্তিগত রোগী দেখার চেম্বার।

ক্যারিয়ারের ধরন: পার্ট-টাইম, ফুল টাইম

লেভেল: এন্ট্রি, মিড

অভিজ্ঞতা সীমা: কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ

সম্ভাব্য বেতন সীমা: (৳১৯৫০০-৳২২০০০) কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ

সম্ভাব্য বয়স সীমা: কাজসাপেক্ষ

মূল স্কিল: শিশু রোগী দেখা, রোগীর সমস‍্যা অনুযায়ী চিকিৎসাপত্র প্রদান করা, নবজাতকের সেবা সম্পর্কে ধারণা প্রদান, শিশুদের খাবারের মেনু ঠিক করে দেয়া  এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

বিশেষ স্কিল: শিশুদের কথা মনযোগ দিয়ে শোনা, সমস্যা চিহ্নিত করার ক্ষমতা, বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা।

কী ধরনের সংস্থায় শিশু রোগ বিশেষজ্ঞরা কাজ করে থাকেন?

  •         সরকারি বা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে
  •         মা ও শিশু হাসপাতালে
  •         ব্যক্তিগত রোগী দেখার চেম্বারে।

শিশু রোগ বিশেষজ্ঞকে পেশা হিসেবে নিতে হলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ?

বাংলাদেশ সরকার অনুমোদিত যেকোনো সরকারি বা বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে এম.বি.বি.এস বা এম.ডি সম্পন্ন করে যে কেউ  শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে পারেন বা এই পদের জন্য আবেদন করতে পারেন ।

একজন শিশু রোগ বিশেষজ্ঞ কী ধরনের কাজ করে থাকেন?

  1.     শিশুদের স্বাস্থ্য পরীক্ষা
  2.     পরামর্শ ও ঔষুধ প্রদান
  3.     শিশুদের খাবারের মেনু ঠিক করে দেয়া
  4.     নবজাতকের সেবা সম্পর্কে মাকে অবহিত করা।
  5.     রোগীর অগ্রগতি বা অবনতি প্রত্যক্ষ পরিদর্শন

একজন শিশু রোগ বিশেষজ্ঞ এর কী ধরনের জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ?

  • রোগ নির্ণয় ও পরামর্শ প্রদানের ক্ষমতা ও দক্ষতা
  • রক্তচাপ নির্ণয়ের যন্ত্রসহ অন্যান্য চেকআপের যন্ত্র ব্যবহারের কৌশল
  • ইনজেকশন ও স্যালাইন পুশ করার নিয়ম
  • সমস্যা চিহ্নিত করার ক্ষমতা  
  • বিশ্লেষণী ক্ষমতা
  • সমস্যা সমাধানের দক্ষতা।

একজন শিশু রোগ বিশেষজ্ঞের কাজের সুযোগ ও ক্ষেত্র কেমন?

দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ডিউটি অফিসার হিসেবে নিয়োগ পেয়ে আউটডোর ডাক্তার হিসেবে কাজের সুযোগ আছে। এছাড়াও সন্ধ্যার পর নিজের ব্যক্তিগত চেম্বারে শিশু রোগ বিশেষজ্ঞদের ব্যাপক চাহিদা রয়েছে।

কোথায় পড়বেন?

বাংলাদেশ সরকার অনুমোদিত যেকোনো সরকারি বা বেসরকারি মেডিক্যাল কলেজে এম.বি.বি.এস বা এম.ডি করা যাবে। এগুলির মধ্যে উল্লেখযোগ্যঃ

  •         Dhaka Medical College
  •         Chittagong Medical College
  •         Maymanshing Medical College
  •         Sir Salimullah Medical College

একজন শিশু রোগ বিশেষজ্ঞের  মাসিক আয় কেমন?

ক্যারিয়ারের শুরুতে ডিউটি অফিসার হিসেবে সরকারি হাসপাতালে যোগ দিলে সরকারি বেতন স্কেল নবম গ্রেড আনুযায়ি ৳১৯৫০০-৳২২০০০ টাকা মাসিক বেতন পেয়ে থাকেন। বেসরকারি ক্লিনিকে মাসিক ২৫০০০ টাকা থেকে মাসিক বেতন শুরু হয় যা প্রতিষ্ঠানভেদে কম বেশি হতে পারে। এরপর দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লক্ষাধিক টাকা আয় করতে পারেন।

 

ক্যারিয়ার কেমন হতে পারে একজন শিশু রোগ বিশেষজ্ঞের?

নতুন সব রোগের সাথে সাথে দেশ-বিদেশে দক্ষ ও অভিজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞের  চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলছে ।বিশেষ করে শিশু রোগ নির্ণয় ও নিরাময়ে মধ্যপ্রাচ্য সহ অস্ট্রেলিয়া এমনকি কানাডাতেও বাংলাদেশের শিশু রোগ বিশেষজ্ঞরা কাজ করছেন বেশ সুনামের সাথে। সম্ভাবনাময় এই পেশায় তাই রয়েছে আর্থিক স্বচ্ছলতা ও মর্যাদার জীবন। অন্যান্য চাকরির ন্যায় এই পেশায় ও রয়েছে পদোন্নতির সুযোগ। ডিউটি অফিসার থেকে পদোন্নতি পেয়ে সিনিয়ার সার্জন ও মেডিক্যাল কলেজের অধ্যাপক হওয়ার সুযোগ রয়েছে এছাড়াও সরকারের সেবা পরিদপ্তরের উচ্চপদস্থ পদে যেতে পারেন শিশু রোগ বিশেষজ্ঞরা ।তাই সেবাধর্মী এ পেশায় সামাজিক মর্যাদা ও উন্নত আয়ের সুযোগ অপরিসীম।

 

Leave a Comment