সুইমিং পুল অ্যাটেনডেন্ট

 একজন পুল অ্যাটেন্ড্যান্ট কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করেন?
একজন সুইমিং অ্যাটেন্ড্যান্ট সুইমিং কমপ্লেক্স এবং তারকা চিহ্নিত হোটেল, রিসোর্ট, ক্লাব সহ অন্যান্য প্রতিষ্ঠানের সুইমিং পুলের তদারকির দায়িত্বে থাকেন।


একজন পুল অ্যাটেন্ড্যান্ট কী ধরনের কাজ করেন?
সুইমিং পুলের অবস্থা সম্পর্কে উর্ধ্বতন কর্মকর্তাকে সর্বদা অবহিত করেন  
স্টিম বাথ পরিচালনা সহ নিয়মিত সুইমিং পুলের পানি পরিষ্কার, পরিবর্তন, শীতে পানি গরম করাসহ অন্যান্য কাজ করেন
সুইমিং পুল এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন
সুইংমিং পুলে ব্যবহারের জন্য বরাদ্দকৃত বিভিন্ন লন্ড্রি সামগ্রী, প্রসাধনি ও বয়ার তদারকি করেন
কেউ সাঁতার কাটতে অক্ষম হলে তাকে প্রয়োজনীয় উপদেশ দেন
সুইমিং পুলে আগত সকল সাঁতারুর নিরাপত্তা নিশ্চিত করেন
প্রয়োজনে সুইমিং পুলে আগতদের নাম লিপিবদ্ধ করেন


একজন পুল অ্যাটেন্ড্যান্টের যোগ্যতা কী?
অধিকাংশ প্রতিষ্ঠানে এ পদে কাজ করতে চাইলেও মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। সাঁতারে পারদর্শী হতে হবে এবং প্রয়োজনে যে কোন ব্যক্তিকে সাঁতার শিখতে প্রয়োজনীয় উপদেশ দেবার দক্ষতা থাকতে হবে। সুইমিং পুল ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।


একজন পুল অ্যাটেন্ড্যান্টের মাসিক আয় কেমন?
প্রতিষ্ঠানভেদে সুইমিং পুল অ্যাটেন্ড্যান্টের বেতন মাসিক ৮-২০ হাজার টাকা হয়ে থাকে। বাংলাদেশ মেরিন অ্যাকাডেমিতে একজন পুল অ্যাটেন্ড্যান্ট গ্রেড-২০ অনুযায়ী শুরুতে আনুমানিক সাড়ে আট হাজার টাকা বেতন পান। এ গ্রেডে সর্বোচ্চ বেতন বিশ হাজার টাকা। 

Leave a Comment