স্যানিটারি ইন্সপেকটর

একজন স্যানিটারি ইন্সপেকটর কোথায় কাজ করেন?

বাংলাদেশে স্যানিটারি ইন্সপেকটর নিয়োগ দেওয়া হয় সাধারণত সরকারি কর্মক্ষেত্রে। সরকারি ক্ষেত্রে কর্মক্ষেত্রগুলো হতে পারে সাধারণত নিম্নরূপ –

১। জেলা সিভিল সার্জন অফিস

২। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

৩। পৌরসভা।

৪। মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল।

৫। ইন্সটিটিউট অব পাবলিক হেলথ।

৬। স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়।

একজন স্যানিটারি ইন্সপেকটর কী ধরনের কাজ করেন?

আপনি যদি একজন স্যানিটারি ইন্সপেকটর হন সেক্ষেত্রে আপনার কাজ হবে নিম্নরূপ –

১। প্রস্তুতকৃত, পরিবহনকৃত এবং বিক্রয়যোগ্য খাদ্যের ক্ষেত্রে কোন ধরনের অনিয়ম বা ক্ষতিকর কিছুর অস্তিত্ব আছে কিনা তা সরেজমিনে পরীক্ষা করা।

২। গবাদি পশু হতে তৈরি খাদ্যের ক্ষেত্রে গবাদি পশুর বাসস্থান স্বাস্থ্যসম্মত কিনা তা নিশ্চিত করা।

৩। পানিবাহিত রোগ থেকে প্রতিকারের উপায় হিসেবে নিয়োগপ্রাপ্ত এলাকায় স্বাস্থ্যসচেতনতা নিশ্চিত করা।

৪। খাদ্য থেকে কোন রকমের বিষক্রিয়া হতে পারে কিনা তা পরীক্ষা করা।

৫। কোন ধরনের অনিয়ম বা ভেজালের অস্তিত্ব খুঁজে পেলে তা সংশ্লিষ্ট সিভিল সার্জন অফিস কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবগত করা এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা।

৬। ম্যাটস এবং ইন্সটিটিউট অব পাবলিক হেলথের ক্ষেত্রে একজন স্যানিটারি ইন্সপেকটরকে সাধারণত শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের বিষয়ে কাজ করতে হয়।

একজন স্যানিটারি ইন্সপেকটরের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

১। স্যানিটারি ইন্সপেকটর হিসেবে নিয়োগ পেতে চাইলে আপনাকে স্যানিটারি ইন্সপেকটরশিপ বিষয়ে মেডিকেল টেকনোলজি স্কুল থেকে ডিপ্লোমা ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। এক্ষেত্রে ৩ বছরের কোর্সে ডিগ্রিপ্রাপ্ত হলে সাধারণত প্রার্থী প্রাধান্য পেয়ে থাকেন। তবে ৩ বছরের কোর্স সম্পন্ন না হলে এক বছরের কোর্স সম্পন্ন প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়।

২। স্যানিটারি ইন্সপেকটর হিসেবে কাজ করতে চাইলে সাধারণত পূর্ব অভিজ্ঞতা ছাড়াও নিয়োগ পাওয়া যেতে পারে। এক্ষেত্রে স্যানিটারি ইন্সপেকটরশিপ বিষয়ে ৩ বছরের কোর্সের ডিগ্রি থাকলে প্রার্থী সুবিধা পেয়ে থাকেন। কোর্স বেশি সময়ের হলে তা এক্ষেত্রে অভিজ্ঞতার সমান তাৎপর্য বহন করে।

৩। স্যানিটারি ইন্সপেকটর হিসেবে নিয়োগ পেতে চাইলে ১৮ থেকে ৩০ বছরের নির্দিষ্ট একটি বয়সসীমা উল্লেখ করা থাকে।  

৪। স্যানিটারি ইন্সপেকটর নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান নিজেই সাধারণত প্রার্থীদের নিয়োগ দিয়ে থাকে। এক্ষেত্রে সাধারণত কেন্দ্রীয় কোন পরীক্ষার প্রচলন নেই।   

একজন স্যানিটারি ইন্সপেকটরের মাসিক আয় কেমন?

একজন স্যানিটারি ইন্সপেকটরের মাসিক আয় সরকার নির্ধারিত জাতীয় বেতন স্কেল অনুযায়ী শুরু হবে ১১০০০ টাকা থেকে।

কোথায় পড়বেন স্যানিটারি ইন্সপেকটরশিপ?

বাংলাদেশের যে কোন জেলায় অবস্থিত মেডিকেল টেকনোলজি অ্যাসিসট্যান্ট স্কুল (MATS) বা ম্যাটস থেকে আপনি স্যানিটারি ইন্সপেকটরশিপ বিষয়ে মেডিকেল টেকনোলজির ডিপ্লোমা ডিগ্রি লাভ করতে পারেন। এক্ষেত্রে ৩ বছর এবং ১ বছর – দুই ধরনের কোর্স চালু রয়েছে।

 

 

Leave a Comment