হাউসকিপার

একজন হাউসকিপার বাসাবাড়ি থেকে শুরু করে বাণিজ্যিক ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকেন। সাধারণত হোটেলে এ কাজের সুযোগ বেশি।

এক নজরে একজন হাউসকিপার

সাধারণ পদবী: হাউসকিপার
বিভাগ: স্পেশাল সার্ভিস
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম
লেভেল: এন্ট্রি
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: প্রযোজ্য নয়
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳৮,০০০ – ৳১০,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: প্রতিষ্ঠানসাপেক্ষ
মূল স্কিল: পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার দক্ষতা
বিশেষ স্কিল: মানসিক চাপ সামলানোর ক্ষমতা

একজন হাউসকিপার কোথায় কাজ করেন?

  • বাসাবাড়ি
  • সরকারি-বেসরকারি অফিস
  • হোটেল ও রেস্ট হাউস

একজন হাউসকিপারের কাজ কী?

  • নিয়মিত রুম ও আসবাবপত্র পরিষ্কার করা
  • বিছানার ময়লা চাদর ও বালিশ বদলে দেয়া
  • টয়লেটে প্রয়োজনীয় সরঞ্জাম (যেমন, সাবান, তোয়ালে ও টয়লেট পেপার) সরবরাহ করা
  • রুম থেকে আবর্জনার বিন সংগ্রহ করে নির্ধারিত জায়গায় রেখে আসা
  • রুমের কোন ক্ষতি হলে সে সম্পর্কে কর্তৃপক্ষকে জানানো
  • হোটেলের ক্ষেত্রে অতিথিদের সাহায্য করা
  • পরিষ্কার করার সরঞ্জামের (যেমন, ভ্যাকুয়াম ক্লিনার) রক্ষণাবেক্ষণ করা

একজন হাউসকিপারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

শিক্ষাগত যোগ্যতাঃ সাধারণত ৮ম শ্রেণি পাশ হতে হয়। বড় হোটেল বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এসএসসি পাশ চাওয়া হতে পারে।

শারীরিক যোগ্যতাঃ এ কাজে শারীরিক পরিশ্রম করতে হয় বলে আপনাকে শারীরিকভাবে শক্ত-সমর্থ হতে হবে।

একজন হাউসকিপারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • সাধারণ স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কিত জ্ঞান
  • পরিষ্কার করার সরঞ্জামাদি ব্যবহারে দক্ষতা
  • মানসিক চাপ সামলানোর দক্ষতা
  • যেকোন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেবার দক্ষতা

কোথায় শিখবেন হাউসকিপিংয়ের কাজ?

হাউসকিপিংয়ের জন্য সাধারণত প্রাতিষ্ঠানিক শিক্ষা আবশ্যক নয়। কিন্তু এর উপর প্রশিক্ষণ নিলে আপনার চাকরি পাবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। বেশ কয়েকটি জায়গায় এ বিষয়ে কাজ শিখতে পারবেন আপনি –

একজন হাউসকিপারের মাসিক আয় কেমন?

সাধারণত ৳৮,০০০ – ৳১০,০০০ হয়ে থাকে। পাঁচ তারকা হোটেলে মাসে ৳১৫,০০০ পর্যন্তও উপার্জন করা সম্ভব। তবে এর জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ থাকার দরকার হতে পারে।

একজন হাউসকিপারের ক্যারিয়ার কেমন হতে পারে?

এ পেশায় পদোন্নতির সুযোগ খুব সীমিত। দক্ষতার সাথে কয়েক বছর কাজ করতে পারলে হাউসকিপিং সুপারভাইজার হিসাবে নিয়োগ পাওয়া সম্ভব।

1 thought on “হাউসকিপার”

Leave a Comment